কিংসটাউন, ১৮ ফেব্রুয়ারি : অবলীলায় বোলারদের মাঠের বাইরে পাঠানো। সেঞ্চুরির পরও নির্বিকার থাকা। গত ২০ বছর তাঁকে এভাবেই দেখে এসেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু, একদিনের ক্রিকেটে বাইশ গজে ব্যাট হাতে তাঁকে আর বেশিদিন দেখা যাবে না। বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। গতকাল একথা ঘোষণা করেছেন উইন্ডিজ়ের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।
১৯৯৯ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় গেইলের। মোট ২৩টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ২৮৪টি একদিনের ম্যাচে রান করেছেন ৯৭২৭। উইন্ডিজ়ের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর আগে রয়েছেন শুধু ব্রায়ান লারা। একদিনের ক্রিকেটে লারা ১০৪০৫ রান করেছেন। একদিনের ক্রিকেটে গেইল ২৭৫টি ছয় মেরেছেন।
গত বছরের জুলাইয়ের পর একদিনের ক্রিকেটে তাঁকে ব্যাট হাতে দেখা যায়নি। অক্টোবরে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত সফরে আসেননি ৩৯ বছরের এই বাঁ হাতি ব্যাটসম্যান। চলতি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে তাঁকে দলে ফিরিয়ে এনেছেন নির্বাচকরা। আর ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগেই গেইল জানিয়ে দিলেন, বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি।