ETV Bharat / sports

ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ? - ঐতিহাসিক বর্ডার-গাভাসকর সিরিজ় জয় সম্পন্ন

দেশে ও বিদেশে দু’রকম স্ট্র্যাটেজি নিয়ে খেলে ভারতীয় দল ৷ উপমহাদেশে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে মাঝেমধ্যে খেলেন কুলদীপ যাদব ৷ পেস বোলিংয়ে কোহলি ভরসা করেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদবদের উপর ৷

হার্দিক পাণ্ডিয়া
হার্দিক পাণ্ডিয়া
author img

By

Published : Jan 29, 2021, 9:21 PM IST

Updated : Jan 30, 2021, 9:54 AM IST

দিল্লি, 30 জানুয়ারি : ঐতিহাসিক বর্ডার-গাভাসকর সিরিজ় জয় সম্পন্ন ৷ এবার সামনে ইংল্যান্ড চ্যালেঞ্জ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ়ের জন্য দলে এসেছেন দুই অলরাউন্ডার ৷ তাঁদের মধ্যে অন্যতম হার্দিক পাণ্ডিয়া ৷ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে কি জায়গা করে নিতে পারবেন হার্দিক?

সীমিত ওভারের ক্রিকেট ভারতীয় জাতীয় দলে অন্যতম ভরসা হার্দিক ৷ কিন্তু চোটের কারণে ভারতের টেস্ট দলে নিয়মিত জায়গা করে নিতে ব্যর্থ বরোদার এই ক্রিকেটার ৷ এখনও পর্যন্ত দেশের হয়ে 11টি টেস্ট খেলা হার্দিক করেছেন 532 রান ৷ তুলে নিয়েছেন 17টি উইকেট ৷

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করলেও, লাল বলের ক্রিকেটে সেভাবে দাগ কাটতে পারেননি ৷ তবে শুধু কি চোটের জন্য টেস্টে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি হার্দিক? নাকি বর্তমানে বিরাটের দুরন্ত টেস্ট দলে হার্দিক ফিট হচ্ছেন না ?

দেশে ও বিদেশে দু’রকম কৌশল নিয়ে খেলে ভারতীয় দল ৷ উপমহাদেশে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে মাঝে মাঝে খেলেন কুলদীপ যাদব ৷ পেস বোলিংয়ে কোহলি ভরসা করেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা, উমেশ যাদবদের উপর ৷ পেস অ্যাটাকে নেতৃত্ব দেন ইশান্ত শর্মা ৷

বিদেশে সচরাচর তিন স্পিনার নিয়ে খেলে ভারত ৷ সেখানে দুই স্পিনার জাদেজা ও অশ্বিনের সম্প্রতি ফর্মের কারণে ভারত 5 বোলার নিয়ে খেলছে ৷ এই কারণেই বিদেশের মাটিতে হার্দিকের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে ৷ কারণ সেখানে হার্দিকের জন্য শামি, বুমরা, ইশান্ত, অশ্বিন বা জাদেজাকে ডাগআউটে বসানো প্রায় অসম্ভব ৷ তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি ও টি নটরাজন নিজেদের প্রমাণ করেছেন ৷

আরও পড়ুন :- স্পিন দিয়ে আমাদের আটকানো যাবে না, হুংকার আর্চারের

তবে কোনও বোলারের পরিবর্ত হিসেবে দলে আসতে হলে হার্দিককে নিজের বোলিংয়ে আরও উন্নতি করতে হবে ৷ কারণ, ঠাকুরের ব্যাট হাতে পারফরমেন্স তাঁকে আরও কড়া চ্যালেঞ্জের মুখ ফেলেছে ৷ কিন্তু দেশের মাটিতে তৃতীয় পেসার হিসেবে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন হার্দিক পাণ্ডিয়া ৷

তবে প্রথম একাদশে অলরাউন্ডার হিসেবে খেলতে হলে অবশ্যই বোলিং করতে হবে হার্দিককে ৷ কারণ অধিনায়ক কোহলি নিজেই পরিষ্কার করেছেন সেকথা ৷ সেক্ষেত্রে 5 দিনের ক্রিকেটে কীভাবে তাঁর শরীর মানিয়ে নেয় সেটাও দেখার বিষয় ৷ এছাড়া চোটের কারণে নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন করতে হয়েছে হার্দিককে ৷ দেখার বিষয় নতুন বোলিং অ্যাকশনে কতটা মানিয়ে নিতে পারেন তিনি ৷ ভারতের বোলিং কোচ ভরত অরুণ ইঙ্গিত দিয়েছেন, জাদেজার অনুপস্থিতিতে অশ্বিনের সঙ্গে খেলবেন কুলদীপ ৷ যদি তৃতীয় স্পিনারে দল খেলে, সেক্ষেত্রে ব্রিসবেনে দুরন্ত অভিষেক ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরের পাল্লা ভারী ৷

আরও পড়ুন :- স্বপ্ন পূরণের পথে, টেনিস কোর্টে ফেডেরারের বিরুদ্ধে খেলবে দুই ফ্যান

তবে এখনও পর্যন্ত বলাই যায়, ভারত সম্ভবত তিন পেসার ও দুই স্পিনার নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ৷ সেক্ষেত্রে পেস বিভাগে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নামা বুমরার সঙ্গী হবেন ইশান্ত ও শার্দুল ৷ দুই স্পিনারের মধ্যে অবশ্যই থাকবেন অশ্বিন ৷ দ্বিতীয় স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ বা সুন্দরের মধ্যে একজন ৷

ব্যাটিংয়ে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিলের খেলার সম্ভবনা বেশি ৷ মিডল অর্ডারে থাকবেন পূজারা, বিরাট, অজিঙ্কা ও ঋষভ ৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টর প্রথম একাদশে হার্দিকের জায়গা পাওয়া প্রায় অসম্ভব ৷ এছাড়া অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন হার্দিক ৷ তাই কামব্যাক সিরিজ়েই কোহলি তাঁকে পেস অ্যাটাকে রাখবেন না বলেই ধরে নেওয়া যায় ৷

দিল্লি, 30 জানুয়ারি : ঐতিহাসিক বর্ডার-গাভাসকর সিরিজ় জয় সম্পন্ন ৷ এবার সামনে ইংল্যান্ড চ্যালেঞ্জ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ়ের জন্য দলে এসেছেন দুই অলরাউন্ডার ৷ তাঁদের মধ্যে অন্যতম হার্দিক পাণ্ডিয়া ৷ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে কি জায়গা করে নিতে পারবেন হার্দিক?

সীমিত ওভারের ক্রিকেট ভারতীয় জাতীয় দলে অন্যতম ভরসা হার্দিক ৷ কিন্তু চোটের কারণে ভারতের টেস্ট দলে নিয়মিত জায়গা করে নিতে ব্যর্থ বরোদার এই ক্রিকেটার ৷ এখনও পর্যন্ত দেশের হয়ে 11টি টেস্ট খেলা হার্দিক করেছেন 532 রান ৷ তুলে নিয়েছেন 17টি উইকেট ৷

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করলেও, লাল বলের ক্রিকেটে সেভাবে দাগ কাটতে পারেননি ৷ তবে শুধু কি চোটের জন্য টেস্টে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি হার্দিক? নাকি বর্তমানে বিরাটের দুরন্ত টেস্ট দলে হার্দিক ফিট হচ্ছেন না ?

দেশে ও বিদেশে দু’রকম কৌশল নিয়ে খেলে ভারতীয় দল ৷ উপমহাদেশে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে মাঝে মাঝে খেলেন কুলদীপ যাদব ৷ পেস বোলিংয়ে কোহলি ভরসা করেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা, উমেশ যাদবদের উপর ৷ পেস অ্যাটাকে নেতৃত্ব দেন ইশান্ত শর্মা ৷

বিদেশে সচরাচর তিন স্পিনার নিয়ে খেলে ভারত ৷ সেখানে দুই স্পিনার জাদেজা ও অশ্বিনের সম্প্রতি ফর্মের কারণে ভারত 5 বোলার নিয়ে খেলছে ৷ এই কারণেই বিদেশের মাটিতে হার্দিকের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে ৷ কারণ সেখানে হার্দিকের জন্য শামি, বুমরা, ইশান্ত, অশ্বিন বা জাদেজাকে ডাগআউটে বসানো প্রায় অসম্ভব ৷ তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি ও টি নটরাজন নিজেদের প্রমাণ করেছেন ৷

আরও পড়ুন :- স্পিন দিয়ে আমাদের আটকানো যাবে না, হুংকার আর্চারের

তবে কোনও বোলারের পরিবর্ত হিসেবে দলে আসতে হলে হার্দিককে নিজের বোলিংয়ে আরও উন্নতি করতে হবে ৷ কারণ, ঠাকুরের ব্যাট হাতে পারফরমেন্স তাঁকে আরও কড়া চ্যালেঞ্জের মুখ ফেলেছে ৷ কিন্তু দেশের মাটিতে তৃতীয় পেসার হিসেবে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন হার্দিক পাণ্ডিয়া ৷

তবে প্রথম একাদশে অলরাউন্ডার হিসেবে খেলতে হলে অবশ্যই বোলিং করতে হবে হার্দিককে ৷ কারণ অধিনায়ক কোহলি নিজেই পরিষ্কার করেছেন সেকথা ৷ সেক্ষেত্রে 5 দিনের ক্রিকেটে কীভাবে তাঁর শরীর মানিয়ে নেয় সেটাও দেখার বিষয় ৷ এছাড়া চোটের কারণে নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন করতে হয়েছে হার্দিককে ৷ দেখার বিষয় নতুন বোলিং অ্যাকশনে কতটা মানিয়ে নিতে পারেন তিনি ৷ ভারতের বোলিং কোচ ভরত অরুণ ইঙ্গিত দিয়েছেন, জাদেজার অনুপস্থিতিতে অশ্বিনের সঙ্গে খেলবেন কুলদীপ ৷ যদি তৃতীয় স্পিনারে দল খেলে, সেক্ষেত্রে ব্রিসবেনে দুরন্ত অভিষেক ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরের পাল্লা ভারী ৷

আরও পড়ুন :- স্বপ্ন পূরণের পথে, টেনিস কোর্টে ফেডেরারের বিরুদ্ধে খেলবে দুই ফ্যান

তবে এখনও পর্যন্ত বলাই যায়, ভারত সম্ভবত তিন পেসার ও দুই স্পিনার নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ৷ সেক্ষেত্রে পেস বিভাগে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নামা বুমরার সঙ্গী হবেন ইশান্ত ও শার্দুল ৷ দুই স্পিনারের মধ্যে অবশ্যই থাকবেন অশ্বিন ৷ দ্বিতীয় স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ বা সুন্দরের মধ্যে একজন ৷

ব্যাটিংয়ে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিলের খেলার সম্ভবনা বেশি ৷ মিডল অর্ডারে থাকবেন পূজারা, বিরাট, অজিঙ্কা ও ঋষভ ৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টর প্রথম একাদশে হার্দিকের জায়গা পাওয়া প্রায় অসম্ভব ৷ এছাড়া অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন হার্দিক ৷ তাই কামব্যাক সিরিজ়েই কোহলি তাঁকে পেস অ্যাটাকে রাখবেন না বলেই ধরে নেওয়া যায় ৷

Last Updated : Jan 30, 2021, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.