ETV Bharat / sports

তরুণ প্রতিভাদের সুযোগ দেব, দ্বিতীয়বার কোচ হয়ে বললেন শাস্ত্রী - india cricket

দ্বিতীয়বার কোচ হয়েই শাস্ত্রী জানিয়ে দেন, দলকে এগিয়ে নিয়ে যেতে আমরা নতুন প্রতিভাদের আরও বেশি করে সুযোগ দেব । তাঁদের নিয়ে নতুন দল গড়ে তুলব ।

শাস্ত্রী
author img

By

Published : Aug 17, 2019, 8:03 PM IST

অ্যন্টিগা, 17 অগাস্ট : ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই বেছে নিয়েছে ক্রিকেট উপদেষ্টা কমিটি । আর দ্বিতীয়বার কোচ হয়েই শাস্ত্রী জানিয়ে দেন, দল নিয়ে পরীক্ষা চালিয়ে যাবেন । বলেন, "আমরা সঠিক পথেই এগোচ্ছি । সব ক্ষেত্রেই আমাদের উন্নতির অবকাশ আছে । নতুন প্রতিভাবান খেলোয়াড়দের দলে আসায় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করি আমি ।"

বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে বিদায় প্রসঙ্গে শাস্ত্রী বলেন, "সবাইকে ভুল থেকে শিখতে হয় । কেউই নিখুঁত হয় না । যখন কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, তখন সূক্ষ্মতার দিকে নজর দিতে হয় । একটা দিন খারাপ গেলে আমাদের উচিত সেটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় । পাশাপাশি সেই তিক্ত স্মৃতিকে ভুলিয়ে কী করে এগোতে হবে তাতে মনোনিবেশ করতে হবে । এখন দলকে এগিয়ে নিয়ে যেতে আমরা নতুন প্রতিভাদের আরও বেশি করে সুযোগ দেব । তাঁদের নিয়ে নতুন দল গড়ে তুলব ।"

কোচ নির্বাচিত হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন উপদেষ্টা কমিটির প্রধান কপিল দেব । বলেন, "তিন সদস্যের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি । যার উপর নির্ভর করে 100-র মধ্যে নম্বর দেওয়া হয় । তাতে সামান্য ব্যাবধানে মাইক হেসন ও টম মুডিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসেন রবি শাস্ত্রী ।"

অ্যন্টিগা, 17 অগাস্ট : ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই বেছে নিয়েছে ক্রিকেট উপদেষ্টা কমিটি । আর দ্বিতীয়বার কোচ হয়েই শাস্ত্রী জানিয়ে দেন, দল নিয়ে পরীক্ষা চালিয়ে যাবেন । বলেন, "আমরা সঠিক পথেই এগোচ্ছি । সব ক্ষেত্রেই আমাদের উন্নতির অবকাশ আছে । নতুন প্রতিভাবান খেলোয়াড়দের দলে আসায় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করি আমি ।"

বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে বিদায় প্রসঙ্গে শাস্ত্রী বলেন, "সবাইকে ভুল থেকে শিখতে হয় । কেউই নিখুঁত হয় না । যখন কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, তখন সূক্ষ্মতার দিকে নজর দিতে হয় । একটা দিন খারাপ গেলে আমাদের উচিত সেটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় । পাশাপাশি সেই তিক্ত স্মৃতিকে ভুলিয়ে কী করে এগোতে হবে তাতে মনোনিবেশ করতে হবে । এখন দলকে এগিয়ে নিয়ে যেতে আমরা নতুন প্রতিভাদের আরও বেশি করে সুযোগ দেব । তাঁদের নিয়ে নতুন দল গড়ে তুলব ।"

কোচ নির্বাচিত হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন উপদেষ্টা কমিটির প্রধান কপিল দেব । বলেন, "তিন সদস্যের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি । যার উপর নির্ভর করে 100-র মধ্যে নম্বর দেওয়া হয় । তাতে সামান্য ব্যাবধানে মাইক হেসন ও টম মুডিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসেন রবি শাস্ত্রী ।"

Mumbai, Aug 17 (ANI): Bollywood diva Malaika Arora with her sister Amrita Arora was spotted after gym session in Mumbai. Malaika slayed her gym look in tank top and shorts. Both the sisters looked sensational in their gym look. On the other hand, cricketers Hardik Pandya and Krunal Pandya were also spotted outside gym in Mumbai's Bandra. Hardik was snapped wearing sweatshirt, while Krunal was snapped in casual attire.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.