অ্যন্টিগা, 17 অগাস্ট : ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই বেছে নিয়েছে ক্রিকেট উপদেষ্টা কমিটি । আর দ্বিতীয়বার কোচ হয়েই শাস্ত্রী জানিয়ে দেন, দল নিয়ে পরীক্ষা চালিয়ে যাবেন । বলেন, "আমরা সঠিক পথেই এগোচ্ছি । সব ক্ষেত্রেই আমাদের উন্নতির অবকাশ আছে । নতুন প্রতিভাবান খেলোয়াড়দের দলে আসায় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করি আমি ।"
বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে বিদায় প্রসঙ্গে শাস্ত্রী বলেন, "সবাইকে ভুল থেকে শিখতে হয় । কেউই নিখুঁত হয় না । যখন কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, তখন সূক্ষ্মতার দিকে নজর দিতে হয় । একটা দিন খারাপ গেলে আমাদের উচিত সেটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় । পাশাপাশি সেই তিক্ত স্মৃতিকে ভুলিয়ে কী করে এগোতে হবে তাতে মনোনিবেশ করতে হবে । এখন দলকে এগিয়ে নিয়ে যেতে আমরা নতুন প্রতিভাদের আরও বেশি করে সুযোগ দেব । তাঁদের নিয়ে নতুন দল গড়ে তুলব ।"
কোচ নির্বাচিত হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন উপদেষ্টা কমিটির প্রধান কপিল দেব । বলেন, "তিন সদস্যের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি । যার উপর নির্ভর করে 100-র মধ্যে নম্বর দেওয়া হয় । তাতে সামান্য ব্যাবধানে মাইক হেসন ও টম মুডিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসেন রবি শাস্ত্রী ।"