ETV Bharat / sports

আরও একটা টেস্ট থেকে বাদ, কুলদীপের জন্য কী অপেক্ষা করছে ? - কুলদীপ যাদব

ভারতীয় দলের অটোমেটিক চয়েস কুলদীপ আজ টেস্ট টিম থেকে ব্রাত্য ৷

What's in store for Kuldeep after another Test exclusion?
What's in store for Kuldeep after another Test exclusion?
author img

By

Published : Feb 6, 2021, 12:57 PM IST

দিল্লি, 6 ফেব্রুয়ারি : তখনও কোরোনা গ্রাস করেনি বিশ্বকে ৷ 2019 সালের শুরু দিকে সিডনির মাঠে এক ইনিংসে পাঁচটি উইকেট ঝুলিতে পুরেছিলেন ৷ কোচ রবি শাস্ত্রী গদগদ স্বরে ঘোষণা করে বলেছিলেন, বিদেশের মাটিতে স্পিন বিভাগের একনম্বর পছন্দ কুলদীপ যাদব ৷ তারপর কোথা থেকে কী হয়ে গেল ৷ দুবছরের মধ্যে আর টেস্টের সাদা জার্সি পরে নামার সৌভাগ্য হল না কুলদীপের ৷ ভারতীয় দলের অটোমেটিক চয়েস কুলদীপ আজ টেস্ট টিম থেকে ব্রাত্য ৷

ভারতের স্পিন বিভাগের কুলপ্রদীপ যাঁকে ভাবা হচ্ছিল সেই কুলদীপকে ছাড়াই বিদেশের 22 গজে ইতিহাস গড়ে ফিরল ভারতীয় দল ৷ আশা ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরবেন ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ প্রথম একাদশ ঘোষণার পর দেখা গেল স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরের সঙ্গী হয়েছেন শাহবাজ নাদিম ৷ অনুরাগীরা হতাশ ৷ ক্রিকেট সমালোচকরা অবাক ৷ মাইকেল ভন তো বলেই দিলেন, ভারতের এই সিদ্ধান্ত যথেষ্ট হাস্যকর ৷ সকলের একটাই প্রশ্ন, কুলদীপের জন্য এরপর কী অপেক্ষা করছে ?

আরও পড়ুন : প্রথম ইনিংসে 600-700 রান তুলব, হুঙ্কার রুটের

চিপকের পাটা পিচে তেমন মুভমেন্ট নেই ৷ উইকেট থেকে সুবিধা পাচ্ছে না ভারতীয় বোলাররা ৷ ওয়াশিংটন সুন্দরের অনভিজ্ঞতা এবং বোলিং বৈচিত্রেযের অভাব প্রশ্ন তুলে দিয়েছে ৷ একইসঙ্গে কুলদীপের অভাববোধ করেছেন ক্রিকেটপ্রেমীরা ৷ ভারতের টেস্ট দলের প্রথম একাদশ থেকে দীর্ঘদিন ধরে কুলদীপ অনুপস্থিত কেন ? উঠছে প্রশ্ন ৷ সেই 2019 সালে সিডনি টেস্ট ৷ এরপর থেকে কুলদীপের অপেক্ষা দিন দিন বেড়েছে ৷ গতবছর সেভাবে মাঠে নামার সুযোগই হয়নি ৷ বছর শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরেও কুলদীপকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু গোটা সফরটা মাঠের বাইরেই কেটেছে দেশের একমাত্র চায়নাম্যান বোলারের ৷ অথচ একের পর এক বোলারের চোটে সবচেয়ে বেশি সুযোগ ছিল কুলদীপের সামনে ৷ তা হলই না ৷ উলটে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় আসা ওয়াশিংটন সুন্দর টেস্ট খেলে ফিরেছেন ৷

আরও পড়ুন : কোটিপতি লিগের নিলামে এবার সচিনপুত্র অর্জুন

ঘরের মাঠেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ৷ চোটের কারণে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল ৷ রবীন্দ্র জাদেজার পরিবর্তে অক্ষর প্যাটেল ছিল সেরা বিকল্প ৷ কিন্তু শুক্রবার সকালে যখন জানা গেল অক্ষর ছিটকে গিয়েছে তখন কুলদীপের খেলার সম্ভাবনা উজ্জ্বল ৷ তার বিকল্প হতে পারতেন কুলদীপ ৷ পরিবর্তে প্রথম দুটি টেস্টে রিজার্ভ বেঞ্চে থাকা শাহবাজ নাদিমকে চেন্নাই টেস্টের প্রথম একাদশে রাখা হয় ৷ কিন্তু চিপকের পিচে ওয়াশিংটন এবং নাদিম দুজনেই ছাপ ফেলতে পারেননি ৷

অধিনায়ক বিরাট কোহলির যুক্তি অনুযায়ী, ব্যাট হাতে যারা স্বচ্ছন্দ তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে ৷ যে কারণে দলে ওয়াশিংটন সুন্দর ৷ এর পরিবর্ত যুক্তিটা হল দেশের মাঠে ছয় নম্বরের পর কেন ব্যাটিং বিকল্পের প্রয়োজন হবে ৷ যেখানে রবিচন্দ্রন অশ্বিন সাত নম্বরে রয়েছেন ৷ বিরুদ্ধ পরিস্থিতিতেও যিনি অস্ট্রেলিয়ায় ম্যাচ বাঁচাতে প্রাণপণ লড়েছিলেন ৷ দেশের একজন প্রাক্তন টেস্ট খেলোয়াড় বলছেন, "এটাই যদি যুক্ত হয় তাহলে ইশান্ত শর্মার আগে শার্দূল ঠাকুরের খেলা উচিত ৷"

কুলদীপের প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্কের আগুন ছড়িয়েছে ৷ সেই আগুনে ঘি ঢেলেছে প্রাক্তন ক্রিকেটারদের একের পর এক টুইট ৷

দিল্লি, 6 ফেব্রুয়ারি : তখনও কোরোনা গ্রাস করেনি বিশ্বকে ৷ 2019 সালের শুরু দিকে সিডনির মাঠে এক ইনিংসে পাঁচটি উইকেট ঝুলিতে পুরেছিলেন ৷ কোচ রবি শাস্ত্রী গদগদ স্বরে ঘোষণা করে বলেছিলেন, বিদেশের মাটিতে স্পিন বিভাগের একনম্বর পছন্দ কুলদীপ যাদব ৷ তারপর কোথা থেকে কী হয়ে গেল ৷ দুবছরের মধ্যে আর টেস্টের সাদা জার্সি পরে নামার সৌভাগ্য হল না কুলদীপের ৷ ভারতীয় দলের অটোমেটিক চয়েস কুলদীপ আজ টেস্ট টিম থেকে ব্রাত্য ৷

ভারতের স্পিন বিভাগের কুলপ্রদীপ যাঁকে ভাবা হচ্ছিল সেই কুলদীপকে ছাড়াই বিদেশের 22 গজে ইতিহাস গড়ে ফিরল ভারতীয় দল ৷ আশা ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরবেন ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ প্রথম একাদশ ঘোষণার পর দেখা গেল স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরের সঙ্গী হয়েছেন শাহবাজ নাদিম ৷ অনুরাগীরা হতাশ ৷ ক্রিকেট সমালোচকরা অবাক ৷ মাইকেল ভন তো বলেই দিলেন, ভারতের এই সিদ্ধান্ত যথেষ্ট হাস্যকর ৷ সকলের একটাই প্রশ্ন, কুলদীপের জন্য এরপর কী অপেক্ষা করছে ?

আরও পড়ুন : প্রথম ইনিংসে 600-700 রান তুলব, হুঙ্কার রুটের

চিপকের পাটা পিচে তেমন মুভমেন্ট নেই ৷ উইকেট থেকে সুবিধা পাচ্ছে না ভারতীয় বোলাররা ৷ ওয়াশিংটন সুন্দরের অনভিজ্ঞতা এবং বোলিং বৈচিত্রেযের অভাব প্রশ্ন তুলে দিয়েছে ৷ একইসঙ্গে কুলদীপের অভাববোধ করেছেন ক্রিকেটপ্রেমীরা ৷ ভারতের টেস্ট দলের প্রথম একাদশ থেকে দীর্ঘদিন ধরে কুলদীপ অনুপস্থিত কেন ? উঠছে প্রশ্ন ৷ সেই 2019 সালে সিডনি টেস্ট ৷ এরপর থেকে কুলদীপের অপেক্ষা দিন দিন বেড়েছে ৷ গতবছর সেভাবে মাঠে নামার সুযোগই হয়নি ৷ বছর শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরেও কুলদীপকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু গোটা সফরটা মাঠের বাইরেই কেটেছে দেশের একমাত্র চায়নাম্যান বোলারের ৷ অথচ একের পর এক বোলারের চোটে সবচেয়ে বেশি সুযোগ ছিল কুলদীপের সামনে ৷ তা হলই না ৷ উলটে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় আসা ওয়াশিংটন সুন্দর টেস্ট খেলে ফিরেছেন ৷

আরও পড়ুন : কোটিপতি লিগের নিলামে এবার সচিনপুত্র অর্জুন

ঘরের মাঠেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ৷ চোটের কারণে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল ৷ রবীন্দ্র জাদেজার পরিবর্তে অক্ষর প্যাটেল ছিল সেরা বিকল্প ৷ কিন্তু শুক্রবার সকালে যখন জানা গেল অক্ষর ছিটকে গিয়েছে তখন কুলদীপের খেলার সম্ভাবনা উজ্জ্বল ৷ তার বিকল্প হতে পারতেন কুলদীপ ৷ পরিবর্তে প্রথম দুটি টেস্টে রিজার্ভ বেঞ্চে থাকা শাহবাজ নাদিমকে চেন্নাই টেস্টের প্রথম একাদশে রাখা হয় ৷ কিন্তু চিপকের পিচে ওয়াশিংটন এবং নাদিম দুজনেই ছাপ ফেলতে পারেননি ৷

অধিনায়ক বিরাট কোহলির যুক্তি অনুযায়ী, ব্যাট হাতে যারা স্বচ্ছন্দ তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে ৷ যে কারণে দলে ওয়াশিংটন সুন্দর ৷ এর পরিবর্ত যুক্তিটা হল দেশের মাঠে ছয় নম্বরের পর কেন ব্যাটিং বিকল্পের প্রয়োজন হবে ৷ যেখানে রবিচন্দ্রন অশ্বিন সাত নম্বরে রয়েছেন ৷ বিরুদ্ধ পরিস্থিতিতেও যিনি অস্ট্রেলিয়ায় ম্যাচ বাঁচাতে প্রাণপণ লড়েছিলেন ৷ দেশের একজন প্রাক্তন টেস্ট খেলোয়াড় বলছেন, "এটাই যদি যুক্ত হয় তাহলে ইশান্ত শর্মার আগে শার্দূল ঠাকুরের খেলা উচিত ৷"

কুলদীপের প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্কের আগুন ছড়িয়েছে ৷ সেই আগুনে ঘি ঢেলেছে প্রাক্তন ক্রিকেটারদের একের পর এক টুইট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.