ETV Bharat / sports

হোল্ডারদের শার্টের কলারে "Black Lives Matter"

author img

By

Published : Jul 1, 2020, 2:37 PM IST

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট টিম ৷ জার্সির কলারে লেখা থাকবে "Black Lives Matter" ৷

শার্টে থাকবে ব্ল্যাক লাইভস ম্যাটার
শার্টে থাকবে ব্ল্যাক লাইভস ম্যাটার

ম্যাঞ্চেস্টার, 1 জুলাই : বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে ৷ প্রতিবাদ গড়িয়েছে খেলার মাঠেও ৷ মুঠো করা হাত উঁচিয়ে হাঁটু গেড়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে ইংলিশ প্রিমিয়র লিগের ফুটবলারদের ৷ এবার ক্রিকেটেও দেখা যাবে বর্ণবিদ্বেষের প্রতিবাদ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে "Black Lives Matter" লেখা জার্সি পরে মাঠে নামবে জেসন হোল্ডার বাহিনী ৷

বর্তমানে ইংল্যান্ডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট টিম ৷ 8 জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য অনেকদিন আগেই ইংল্যান্ডে পৌঁছেছে উইন্ডিজ়রা ৷ 14 দিনের কোয়ারানটাইন শেষ হয়েছে তাদের ৷ তার মধ্যেই টেস্ট সিরিজ়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের নতুন জার্সি পরে ফোটোশুট করলেন দলের ক্রিকেটাররা ৷ জার্সির কলারে লেখা রয়েছে Black Lives Matter ৷ সঙ্গে মুষ্ঠিবদ্ধ একটি হাতের ছবি ৷ এই বিষয়ে উইন্ডিজ় অধিনায়ক হোল্ডার বলেছেন, "ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট টিম এবং ক্রিকেট জগতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময় ৷ ইংল্যান্ডে উইজ়ডেন ট্রফি ধরে রাখার উদ্দেশ্য নিয়ে এলেও পৃথিবী জুড়ে যা চলছে তা নিয়েও আমরা চিন্তিত ৷ বিচার ও সমান অধিকারের জন্য লড়াই চলছে ৷ আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে ৷ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা প্রয়োজন ৷"

ক্রিকেট জগতের মধ্য়ে ক্যারিবিয়ান ক্রিকেটাররা সবচেয়ে বেশি বর্ণবিদ্বেষ নিয়ে সোচ্চার হয়েছেন ৷ ড্যারেন সামি IPL-এ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ৷ ক্রিস গেইলও জানিয়েছেন তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ৷ এবার একযোগে মাঠে নেমে এর প্রতিবাদ করবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা ৷

ম্যাঞ্চেস্টার, 1 জুলাই : বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে ৷ প্রতিবাদ গড়িয়েছে খেলার মাঠেও ৷ মুঠো করা হাত উঁচিয়ে হাঁটু গেড়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে ইংলিশ প্রিমিয়র লিগের ফুটবলারদের ৷ এবার ক্রিকেটেও দেখা যাবে বর্ণবিদ্বেষের প্রতিবাদ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে "Black Lives Matter" লেখা জার্সি পরে মাঠে নামবে জেসন হোল্ডার বাহিনী ৷

বর্তমানে ইংল্যান্ডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট টিম ৷ 8 জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য অনেকদিন আগেই ইংল্যান্ডে পৌঁছেছে উইন্ডিজ়রা ৷ 14 দিনের কোয়ারানটাইন শেষ হয়েছে তাদের ৷ তার মধ্যেই টেস্ট সিরিজ়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের নতুন জার্সি পরে ফোটোশুট করলেন দলের ক্রিকেটাররা ৷ জার্সির কলারে লেখা রয়েছে Black Lives Matter ৷ সঙ্গে মুষ্ঠিবদ্ধ একটি হাতের ছবি ৷ এই বিষয়ে উইন্ডিজ় অধিনায়ক হোল্ডার বলেছেন, "ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট টিম এবং ক্রিকেট জগতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময় ৷ ইংল্যান্ডে উইজ়ডেন ট্রফি ধরে রাখার উদ্দেশ্য নিয়ে এলেও পৃথিবী জুড়ে যা চলছে তা নিয়েও আমরা চিন্তিত ৷ বিচার ও সমান অধিকারের জন্য লড়াই চলছে ৷ আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে ৷ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা প্রয়োজন ৷"

ক্রিকেট জগতের মধ্য়ে ক্যারিবিয়ান ক্রিকেটাররা সবচেয়ে বেশি বর্ণবিদ্বেষ নিয়ে সোচ্চার হয়েছেন ৷ ড্যারেন সামি IPL-এ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ৷ ক্রিস গেইলও জানিয়েছেন তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ৷ এবার একযোগে মাঠে নেমে এর প্রতিবাদ করবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.