ETV Bharat / sports

শতরান রোহিত-রাহুলের, ক্যারিবিয়ানদের সামনে 388 রানের লক্ষ্যমাত্রা ভারতের - ভারত ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ

বিশাখাপটনমে বড় রানের পথে ভারত ।

cricket
ছবি
author img

By

Published : Dec 18, 2019, 1:28 PM IST

Updated : Dec 18, 2019, 5:30 PM IST

বিশাখাপটনম, 18 ডিসেম্বর : বিশাখাপটনমে শতরান করলেন ভারতের দুই ওপেনারই ৷ ওপেনারদের শতরান ও শেষ দিকে শ্রেয়স, ঋষভের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে জেতার জন্য 388 রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত ৷

image
বিশাখাপটনমে দ্বিতীয় একদিনের ম্যাচ

আজ বিশাখাপটনমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্টইন্ডিজ় ৷ ভারতীয় দলে আজ একটি পরিবর্তন হয়েছে ৷ শিবম দুবে বাদ পড়েছেন ৷ দলে এসেছেন শার্দুল ঠাকুর ৷

আজ প্রথমে ব্যাট করতে নামে 227 রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি ৷ লোকেশ রাহুল করেছেন 102 রান ৷ হিটম্যানের সংগ্রহ 159 রান ৷ ভারতের স্কোর নির্ধারিত 50 ওভারে 5 উইেকেটের বিনিময়ে 387 ৷

কোহলি টসের আগে বলেছিলেন, ব্যাটিং সহায়ক পিচ এটি ৷ তাঁর নেতৃত্বে এই ম্যাচ জয়ের লক্ষ্যে নেমেছে মেন ইন ব্লুরা ৷

এদিকে টসের আগেই কিয়েরন পোলার্ড বলেছিলেন, জিতলে ওয়েস্ট ইন্ডিজ় বোলিংই নেবে ৷ হলও তাই ৷ চিপকের মতোই এই মাঠেও টসে জিতল তারা ৷ ওয়েস্ট ইন্ডিজ দলে আজ দুটি পরিবর্তন হয়েছে । এসেছেন ইভিন লিউইস ও খারি পিয়ের । বাদ পড়েছেন সুনীল অ্যামব্রিশ ও হেডেন ওয়ালশ জুনিয়র ।

বিশাখাপটনম, 18 ডিসেম্বর : বিশাখাপটনমে শতরান করলেন ভারতের দুই ওপেনারই ৷ ওপেনারদের শতরান ও শেষ দিকে শ্রেয়স, ঋষভের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে জেতার জন্য 388 রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত ৷

image
বিশাখাপটনমে দ্বিতীয় একদিনের ম্যাচ

আজ বিশাখাপটনমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্টইন্ডিজ় ৷ ভারতীয় দলে আজ একটি পরিবর্তন হয়েছে ৷ শিবম দুবে বাদ পড়েছেন ৷ দলে এসেছেন শার্দুল ঠাকুর ৷

আজ প্রথমে ব্যাট করতে নামে 227 রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি ৷ লোকেশ রাহুল করেছেন 102 রান ৷ হিটম্যানের সংগ্রহ 159 রান ৷ ভারতের স্কোর নির্ধারিত 50 ওভারে 5 উইেকেটের বিনিময়ে 387 ৷

কোহলি টসের আগে বলেছিলেন, ব্যাটিং সহায়ক পিচ এটি ৷ তাঁর নেতৃত্বে এই ম্যাচ জয়ের লক্ষ্যে নেমেছে মেন ইন ব্লুরা ৷

এদিকে টসের আগেই কিয়েরন পোলার্ড বলেছিলেন, জিতলে ওয়েস্ট ইন্ডিজ় বোলিংই নেবে ৷ হলও তাই ৷ চিপকের মতোই এই মাঠেও টসে জিতল তারা ৷ ওয়েস্ট ইন্ডিজ দলে আজ দুটি পরিবর্তন হয়েছে । এসেছেন ইভিন লিউইস ও খারি পিয়ের । বাদ পড়েছেন সুনীল অ্যামব্রিশ ও হেডেন ওয়ালশ জুনিয়র ।

New Delhi, Dec 18 (ANI): Police carried out patrolling in Seelampur area of Delhi on Dec 18. A protest was held in the area over Citizenship Amendment Act on Dec 17. The protest turned violent which led to major chaos in the national capital. The protest in the national capital has intensified after both the Houses of Parliament passed CAB.
Last Updated : Dec 18, 2019, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.