দুবাই, 20 সেপ্টেম্বর : ব্ল্যাক লাইভস ম্যাটার বিতর্কে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের হয়ে সাফাই দিলেন রিকি পন্টিং । দুবাইয়ে বসেও এই বিষয়ে দেশের সীমিত ওভারের অধিনায়কের পাশে দাঁড়ালেন পন্টার ।
কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচারের প্রতিবাদে শুরু হওয়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নিতে দেখা গেছে বিশ্বের ক্রীড়াজগৎকে । ম্যাচ শুরুর আগে এক হাঁটু ভাঁজ করে বসে প্রতিবাদ জানিয়েছেন খেলোয়াড়রা । কিন্তু সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড - অস্ট্রেলিয়া সিরিজ়ে এই দৃশ্য দেখা যায়নি । যা নিয়ে ব্যাপক বিতর্ক হয় । ক্যারিবিয়ান বোলিং কিংবদন্তি মাইক হোল্ডিং সমালোচনা করেন । ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া প্রতিবাদের ভাষা ভুলে যাওয়ায় প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক অ্যারন ফিঞ্চ । যদিও তাঁর বক্তব্য ছিল, এভাবে প্রতীকী প্রতিবাদ না জানিয়ে বিষয়টি নিয়ে শিক্ষার বেশি প্রয়োজন রয়েছে । ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকেও একই কথা বলেন তিনি ।
ফিঞ্চের এই সিদ্ধান্তকে সমর্থন করে পন্টিং বলেন, “আমার মনে হয় ফিঞ্চ বলতে চেয়েছে, প্রতিবাদ জানানোর আগে এই বিষয়ে শিক্ষার বেশি প্রয়োজন ।" তিনি আরও বলেন, "এটি কেবলমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেট দল সম্পর্কে নয়, এটি অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং ক্রিকেট সম্পর্কে । এই মুহূর্তে বিশ্বের বিশাল সমস্যা এটি । ক্রিকেটার হিসাবে আমাদের যতটা সম্ভব ততটা করা উচিত । আমাদের অবশ্যই এই সমস্যা সম্পর্কে কথা বলা উচিত ।"