চেন্নাই, 4 এপ্রিল : তাঁর নিজের নামেও অভিনবত্ব রয়েছে ৷ 22 গজে পারফরম্যান্স ছাড়া একটা সময় পর্যন্ত নামের জন্য কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৷ এবার নিজের পোষ্যের নাম রাখা নিয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি ৷ গতবছর অস্ট্রেলিয়ায় গাব্বা টেস্টে অভিষেক হয়েছিল সুন্দরের ৷ তাই নিজের পোষা কুকুরের নাম 'গাব্বা' রাখলেন তিনি ৷
বর্ডার গাভাসকর সিরিজে চোটের কারণে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর চোটের সুযোগে সাদা জার্সিতে অভিষেকের সুযোগ হয় নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা ওয়াশিংটন সুন্দরের ৷ গাব্বার মাঠে সপ্তম উইকেটে শার্দূল ঠাকুরের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন ৷ গাব্বায় অভিষেক টেস্টে অর্ধশতরান হাঁকান ওয়াশিংটন ৷ গাব্বায় অস্ট্রেলিয়ার অপরাজিত তকমা ভাঙতে সুন্দরের অবদান ছিল অনেকটাই ৷ এই স্বপ্নের অভিষেককে স্মরণীয় করে রাখতে নিজের পোষ্যের নাম রাখলেন সুন্দর ৷
-
Love is a four-legged word. World, meet Gabba! 🐾 pic.twitter.com/I1O76Jm63o
— Washington Sundar (@Sundarwashi5) April 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Love is a four-legged word. World, meet Gabba! 🐾 pic.twitter.com/I1O76Jm63o
— Washington Sundar (@Sundarwashi5) April 3, 2021Love is a four-legged word. World, meet Gabba! 🐾 pic.twitter.com/I1O76Jm63o
— Washington Sundar (@Sundarwashi5) April 3, 2021
আরও পড়ুন : আইপিএলে হনুমার সুযোগ পাওয়া উচিত ছিল : পূজারা
টুইটারে নিজের পোষ্যের সঙ্গে একটি হাসিমুখের ছবি পোস্ট করেছেন সুন্দর ৷ সঙ্গে ক্যাপশন, "ভালোবাসা চারটি পায়ের শব্দ ৷ সবাই গাব্বার সঙ্গে আলাপ করুন ৷" যে গাব্বায় দীর্ঘসময় ধরে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া ৷ অজি গর্ব চূর্ণ করে সেই মাঠের নামেই নিজের পোষা কুকুরের নাম রাখলেন সুন্দর ৷
অনেকের বিষয়টি মিষ্টি লেগেছে ৷ অনেকে আবার বিষয়টিতে নিচু মানসিকতার লক্ষণ দেখছেন ৷ সুন্দরের এই কাজে অনেকেই সন্তুষ্ট নন ৷ বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনা ৷