ETV Bharat / sports

ভ্যাকসিন পাঠানোয় মোদিকে ধন্যবাদ ভিভ, রিচার্ডসনদের - ভ্যাকসিন পাঠানোয় মোদিকে ধন্যবাদ ভিভ, রিচার্ডসনদের

মার্চে অ্যান্টিগা ও বার্বুডা 1 লাখ 75 হাজার করোনা ভ্যাকসিন পেয়েছে ৷ তার মধ্যে 40 হাজার ভ্যাকসিন ভারতের 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ ৷

viv richards
viv richards
author img

By

Published : Mar 14, 2021, 6:11 PM IST

দিল্লি, 14 মার্চ : 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে করোনা টিকা পাঠিয়েছে ভারত ৷ এই কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের ক্রিকেটাররা ৷ ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস, রামনরেশ সারওয়ানরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

মার্চে অ্যান্টিগা ও বার্বুডা 1 লাখ 75 হাজার করোনা ভ্যাকসিন পেয়েছে ৷ তার মধ্যে 40 হাজার ভ্যাকসিন ভারতের 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ ৷ তারপরই ধন্যবাদ জানিয়ে গায়ানা থেকে ভিডিয়ো বার্তায় ভিভ রিচার্ডস বলেছেন, "আমাদের দেশকে টিকা দিয়ে ভারত যেভাবে সাহায্য করেছে তাতে ধন্যবাদ জানাই ৷ ভবিষ্যতেও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের হাই কমিশনকে অনেক ধন্যবাদ ৷" ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রিচি রিচার্ডসন বলেছেন, "40 হাজার টিকা দান করার জন্য অ্যান্টিগা ও বার্বুডার সরকারের তরফে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই ৷ আপনাকে ও আপনার দেশের প্রতি আমরা কৃতজ্ঞ ৷"

আরও পড়ুন : আ ভেরি ভেরি স্পেশাল ব্যাটসম্যান এবং দ্য ওয়ালের কীর্তি

'ভ্যাকসিন মৈত্রী' প্রোগ্রামের অংশ হিসেবে গায়ানাকে 80 হাজার ভ্যাকসিন দিয়েছে ভারত ৷ একই উদ্যোগে আগেই টিকা পেয়েছে জামাইকা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট কিটস ৷

দিল্লি, 14 মার্চ : 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে করোনা টিকা পাঠিয়েছে ভারত ৷ এই কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের ক্রিকেটাররা ৷ ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস, রামনরেশ সারওয়ানরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

মার্চে অ্যান্টিগা ও বার্বুডা 1 লাখ 75 হাজার করোনা ভ্যাকসিন পেয়েছে ৷ তার মধ্যে 40 হাজার ভ্যাকসিন ভারতের 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ ৷ তারপরই ধন্যবাদ জানিয়ে গায়ানা থেকে ভিডিয়ো বার্তায় ভিভ রিচার্ডস বলেছেন, "আমাদের দেশকে টিকা দিয়ে ভারত যেভাবে সাহায্য করেছে তাতে ধন্যবাদ জানাই ৷ ভবিষ্যতেও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের হাই কমিশনকে অনেক ধন্যবাদ ৷" ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রিচি রিচার্ডসন বলেছেন, "40 হাজার টিকা দান করার জন্য অ্যান্টিগা ও বার্বুডার সরকারের তরফে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই ৷ আপনাকে ও আপনার দেশের প্রতি আমরা কৃতজ্ঞ ৷"

আরও পড়ুন : আ ভেরি ভেরি স্পেশাল ব্যাটসম্যান এবং দ্য ওয়ালের কীর্তি

'ভ্যাকসিন মৈত্রী' প্রোগ্রামের অংশ হিসেবে গায়ানাকে 80 হাজার ভ্যাকসিন দিয়েছে ভারত ৷ একই উদ্যোগে আগেই টিকা পেয়েছে জামাইকা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট কিটস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.