ETV Bharat / sports

সৌরভকে নিয়ে আমার একটা ভবিষ্যদ্বাণী মিলেছে, একটা বাকি : সেহওয়াগ

12 বছর আগেই নাকি তিনি সৌরভকে নিয়ে দুটি ভবিষ্যদ্বাণী করেছিলেন ৷ একটি মিলে গেছে সৌরভ BCCI সভাপতি হওয়ায় ৷ অন্যটি বাকি ৷ বললেন বীরেন্দ্র সেহওয়াগ ৷

বীরেন্দ্র সেহওয়াগ ও সৌরভ গাঙ্গুলি
author img

By

Published : Oct 29, 2019, 5:56 AM IST

দিল্লি, 29 অক্টোবর : সৌরভ একদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসবেন ৷ 12 বছর আগেই নাকি তিনি এই ভবিষ্যদ্বাণী করেছিলেন ৷ বললেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ ওইসময় তিনি নাকি আরও একটি পূর্বাভাস দিয়েছিলেন ৷ সেটা এখনও মিলতে বাকি রয়েছে ৷

অধিনায়ক সৌরভের জন্য টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি ৷ একথা প্রায়ই বলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ অধিনায়ক সৌরভকে নিয়ে তিনি সবসময় উচ্ছ্বসিত ৷ 23 অক্টোবর সৌরভ BCCI সভাপতি হওয়ার পর সেহওয়াগের বক্তব্য, এটা তিনি আগেই বলে রেখেছিলেন ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের কলামে সেহওয়াগ লিখেছেন, "দাদা BCCI সভাপতি হচ্ছে শুনে আমার 2007 সালের দক্ষিণ আফ্রিকা সফরের কথা মনে পড়ছিল ৷ কেপটাউন টেস্টে আমি আর ওয়াসিম জাফর তাড়াতাড়ি আউট হয়ে যাই ৷ সচিনের 4 নম্বরে ব্যাট করতে নামার কথা ৷ কিন্তু, নামতে পারেনি ( ভারতের ফিল্ডিংয়ের সময় সচিন কিছুক্ষণ প্যাভিলিয়নে ছিলেন ৷ নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের আগে ব্যাটিং করতে পারতেন না তিনি ৷ তাই ওইসময় ব্যাট করতে নামতে পারেননি) ৷ সেইসময় সৌরভকে নামতে বলা হয় ৷ এটা ছিল সৌরভের কামব্যাক সিরিজ় ৷ স্বাভাবিক ভাবে চাপ ছিল ৷ কিন্তু, যেভাবে চাপ সামলেছে, যেভাবে ব্যাট করেছে, তা সৌরভই পারে ৷" তারপরই সেহওয়াগ বলেন, "ওইসময় ড্রেসিংরুমে আমরা সবাই একমত হই যে আমাদের মধ্যে কেউ BCCI সভাপতি হলে সেটা দাদাই হবে ৷ "

ওইদিন আরও একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন সেহওয়াগ ৷ তা কী ? নিজের কলামে সেহওয়াগ লিখেছেন, "আমি বলেছিলাম, দাদা বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে ৷ একটা ভবিষ্যদ্বাণী মিলে গেছে ৷ আর একটা বাকি রয়েছে ৷"

সেহওয়াগের দ্বিতীয় ভবিষ্যদ্বাণী মিলতে গেলে সৌরভকে রাজনীতিতে যোগ দিতে হবে ৷ বিভিন্ন সময় তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনাও ছড়িয়েছে ৷ এমনকী, BCCI সভাপতি নির্বাচিত হওয়ার আগে BJP সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক নিয়ে নানা জল্পনা ছড়ায় ৷ তবে সৌরভ স্পষ্ট করে দেন, অমিত শাহর সঙ্গে রাজনীতি নিয়ে তাঁর কোনও কথা হয়নি ৷

দিল্লি, 29 অক্টোবর : সৌরভ একদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসবেন ৷ 12 বছর আগেই নাকি তিনি এই ভবিষ্যদ্বাণী করেছিলেন ৷ বললেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ ওইসময় তিনি নাকি আরও একটি পূর্বাভাস দিয়েছিলেন ৷ সেটা এখনও মিলতে বাকি রয়েছে ৷

অধিনায়ক সৌরভের জন্য টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি ৷ একথা প্রায়ই বলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ অধিনায়ক সৌরভকে নিয়ে তিনি সবসময় উচ্ছ্বসিত ৷ 23 অক্টোবর সৌরভ BCCI সভাপতি হওয়ার পর সেহওয়াগের বক্তব্য, এটা তিনি আগেই বলে রেখেছিলেন ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের কলামে সেহওয়াগ লিখেছেন, "দাদা BCCI সভাপতি হচ্ছে শুনে আমার 2007 সালের দক্ষিণ আফ্রিকা সফরের কথা মনে পড়ছিল ৷ কেপটাউন টেস্টে আমি আর ওয়াসিম জাফর তাড়াতাড়ি আউট হয়ে যাই ৷ সচিনের 4 নম্বরে ব্যাট করতে নামার কথা ৷ কিন্তু, নামতে পারেনি ( ভারতের ফিল্ডিংয়ের সময় সচিন কিছুক্ষণ প্যাভিলিয়নে ছিলেন ৷ নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের আগে ব্যাটিং করতে পারতেন না তিনি ৷ তাই ওইসময় ব্যাট করতে নামতে পারেননি) ৷ সেইসময় সৌরভকে নামতে বলা হয় ৷ এটা ছিল সৌরভের কামব্যাক সিরিজ় ৷ স্বাভাবিক ভাবে চাপ ছিল ৷ কিন্তু, যেভাবে চাপ সামলেছে, যেভাবে ব্যাট করেছে, তা সৌরভই পারে ৷" তারপরই সেহওয়াগ বলেন, "ওইসময় ড্রেসিংরুমে আমরা সবাই একমত হই যে আমাদের মধ্যে কেউ BCCI সভাপতি হলে সেটা দাদাই হবে ৷ "

ওইদিন আরও একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন সেহওয়াগ ৷ তা কী ? নিজের কলামে সেহওয়াগ লিখেছেন, "আমি বলেছিলাম, দাদা বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে ৷ একটা ভবিষ্যদ্বাণী মিলে গেছে ৷ আর একটা বাকি রয়েছে ৷"

সেহওয়াগের দ্বিতীয় ভবিষ্যদ্বাণী মিলতে গেলে সৌরভকে রাজনীতিতে যোগ দিতে হবে ৷ বিভিন্ন সময় তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনাও ছড়িয়েছে ৷ এমনকী, BCCI সভাপতি নির্বাচিত হওয়ার আগে BJP সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক নিয়ে নানা জল্পনা ছড়ায় ৷ তবে সৌরভ স্পষ্ট করে দেন, অমিত শাহর সঙ্গে রাজনীতি নিয়ে তাঁর কোনও কথা হয়নি ৷

Puri (Odisha), Oct 27 (ANI): Renowned Sand Artist Sudarsan Pattnaik created a sand art of 'diya' on the occasion of Diwali in Odisha's Puri on October 27. The sand art is 60-feet long and 30-feet wide in size. He wrote a message on his sand art-'Let's Celebrate Green Diwali' to spread awareness about the environment. Diwali is celebrated across the nation which marks return of Lord Rama to Ayodhya after defeating Ravana.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.