ETV Bharat / sports

33-এ পা বিরাট কোহলির, শুভেচ্ছা ক্রিকেট দুনিয়ার - অধিনায়ক বিরাট কোহলি

এই মুহূর্তে ICC-র ওয়ান’ডে ব্য়াটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি ৷ 2008 সালের অগাস্টে ওয়ান’ডে ফরম্য়াট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ এখনও পর্যন্ত 248টি ম্য়াচে 11867 রান করেছেন তিনি ৷

virat-kohli-turns-32-cricket-fraternity-extends-birthday-wishes
32 বছর পূরণ বিরাট কোহলির, শুভেচ্ছা ক্রিকেট দুনিয়ার
author img

By

Published : Nov 5, 2020, 2:11 PM IST

দিল্লি, 5 নভেম্বর : আজ 5 নভেম্বর, জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ৷ 32 বছর পূর্ণ করলেন দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান ৷ ক্রিকেট দুনিয়ার পাশাপাশি ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিল তাঁর অনুরাগীরাও ৷

বিরাট কোহলির জন্ম 1988 সালের 5 নভেম্বর । দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান বিশ্বের নজরে আসেন 2007 সালে ভারতের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে ৷ যারপর 2008 সালে ভারতীয় দলে ডাক পাওয়া ৷ সেই থেকে টানা তেরো বছর ভারতীয় দলের সদস্য ৷ এরই মাঝে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের ব্য়াটন নিজের হাতে তুলে নিয়েছেন কোহলি ৷ আজ তিনি 32 পেরিয়ে 33-এ পড়লেন ৷ এই মুহূর্তে ICC-র ওয়ান’ডে ব্য়াটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি ৷ 2008 সালের আগস্ট মাসে ওয়ান’ডে ফরম্য়াট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ এখনো পর্যন্ত 248টি ম্য়াচে 11867 রান করেছেন তিনি ৷ ভারতীয় টেস্ট দলের হয়ে এখনও পর্যন্ত 86টি টেস্ট ম্য়াচ খেলেছেন তিনি ৷ রান করেছেন মোট 7240, যার মধ্য়ে সর্বোচ্চ 254 রান করেছেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 82 ম্য়াচ খেলে 2794 রান করেছেন কোহলি ৷ পরিসংখ্য়ানে ধনী বিরাটকে তাই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ৷

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না টুইটে শুভেচ্ছে জানিয়ে লেখেন, "শুভ জন্মদিন বিরাট কোহলি ৷ আগামীদিনের সাফল্য়ের জন্য় তোমাকে অনেক শুভেচ্ছা ৷"

প্রাক্তন ক্রিকেটার VVS লক্ষ্মণ বিরাটকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "শুভদিনটি অনেক অনেকবার ফিরে আসুক তোমার জীবনে বিরাট কোহলি ৷ তুমি জীবনে আরো সাফল্য়, আনন্দ ভালোবাসা অর্জন করো ৷"

বিরাট কোহলির কেরিয়ারের সাফল্য়কে তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে, 2011 বিশ্বকাপ বিজেতা, আন্তর্জাতিক ক্রিকেটে 70টি সেঞ্চুরি ও মোট 21,901 রান, ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট ম্য়াচ জয় এবং আন্তর্জাতিক টি-20 তে সবচেয়ে বেশি রানের অধিকারী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷

  • • 2011 World Cup-winner
    • 21,901 runs, 70 centuries in intl. cricket
    • Most Test wins as Indian captain
    • Leading run-getter in T20Is (Men's)

    Wishing #TeamIndia captain @imVkohli a very happy birthday. 👏🎂

    Let's revisit his Test best of 254* vs South Africa 🎥👇

    — BCCI (@BCCI) November 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় টেস্ট দলের উইকেট কিপার ব্য়াটসম্য়ান ঋদ্ধিমান সাহাও বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন , "শুভ জন্মদিন বিরাট কোহলি ৷ আমরা এ বছর অনেকগুলি ভালো মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি এবং আরো অনেক সময় কাটাব ৷ অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ৷ তোমার জন্মদিনটা সুন্দর হয়ে উঠুক ৷"

  • Happy Birthday @imVkohli ! To all the amazing times we’ve had together this year, & here’s to many more! Wishing you a wonderful birthday..lots of love and good-wishes! pic.twitter.com/HK1oQ6GKD3

    — Wriddhiman Saha (@Wriddhipops) November 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমানে IPL-এ রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলতে দুবাইয়ে রয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর দল IPL-র প্লে অফে উঠেছে ৷ শুক্রবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটর খেলতে নামবেন বিরাট কোহলি ৷

দিল্লি, 5 নভেম্বর : আজ 5 নভেম্বর, জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ৷ 32 বছর পূর্ণ করলেন দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান ৷ ক্রিকেট দুনিয়ার পাশাপাশি ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিল তাঁর অনুরাগীরাও ৷

বিরাট কোহলির জন্ম 1988 সালের 5 নভেম্বর । দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান বিশ্বের নজরে আসেন 2007 সালে ভারতের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে ৷ যারপর 2008 সালে ভারতীয় দলে ডাক পাওয়া ৷ সেই থেকে টানা তেরো বছর ভারতীয় দলের সদস্য ৷ এরই মাঝে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের ব্য়াটন নিজের হাতে তুলে নিয়েছেন কোহলি ৷ আজ তিনি 32 পেরিয়ে 33-এ পড়লেন ৷ এই মুহূর্তে ICC-র ওয়ান’ডে ব্য়াটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি ৷ 2008 সালের আগস্ট মাসে ওয়ান’ডে ফরম্য়াট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ এখনো পর্যন্ত 248টি ম্য়াচে 11867 রান করেছেন তিনি ৷ ভারতীয় টেস্ট দলের হয়ে এখনও পর্যন্ত 86টি টেস্ট ম্য়াচ খেলেছেন তিনি ৷ রান করেছেন মোট 7240, যার মধ্য়ে সর্বোচ্চ 254 রান করেছেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 82 ম্য়াচ খেলে 2794 রান করেছেন কোহলি ৷ পরিসংখ্য়ানে ধনী বিরাটকে তাই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ৷

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না টুইটে শুভেচ্ছে জানিয়ে লেখেন, "শুভ জন্মদিন বিরাট কোহলি ৷ আগামীদিনের সাফল্য়ের জন্য় তোমাকে অনেক শুভেচ্ছা ৷"

প্রাক্তন ক্রিকেটার VVS লক্ষ্মণ বিরাটকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "শুভদিনটি অনেক অনেকবার ফিরে আসুক তোমার জীবনে বিরাট কোহলি ৷ তুমি জীবনে আরো সাফল্য়, আনন্দ ভালোবাসা অর্জন করো ৷"

বিরাট কোহলির কেরিয়ারের সাফল্য়কে তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে, 2011 বিশ্বকাপ বিজেতা, আন্তর্জাতিক ক্রিকেটে 70টি সেঞ্চুরি ও মোট 21,901 রান, ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট ম্য়াচ জয় এবং আন্তর্জাতিক টি-20 তে সবচেয়ে বেশি রানের অধিকারী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷

  • • 2011 World Cup-winner
    • 21,901 runs, 70 centuries in intl. cricket
    • Most Test wins as Indian captain
    • Leading run-getter in T20Is (Men's)

    Wishing #TeamIndia captain @imVkohli a very happy birthday. 👏🎂

    Let's revisit his Test best of 254* vs South Africa 🎥👇

    — BCCI (@BCCI) November 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় টেস্ট দলের উইকেট কিপার ব্য়াটসম্য়ান ঋদ্ধিমান সাহাও বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন , "শুভ জন্মদিন বিরাট কোহলি ৷ আমরা এ বছর অনেকগুলি ভালো মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি এবং আরো অনেক সময় কাটাব ৷ অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ৷ তোমার জন্মদিনটা সুন্দর হয়ে উঠুক ৷"

  • Happy Birthday @imVkohli ! To all the amazing times we’ve had together this year, & here’s to many more! Wishing you a wonderful birthday..lots of love and good-wishes! pic.twitter.com/HK1oQ6GKD3

    — Wriddhiman Saha (@Wriddhipops) November 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমানে IPL-এ রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলতে দুবাইয়ে রয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর দল IPL-র প্লে অফে উঠেছে ৷ শুক্রবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটর খেলতে নামবেন বিরাট কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.