ETV Bharat / sports

বিশ্বকাপ জিতে সচিনকে কাঁধে নিয়ে ভিক্ট্রি ল্যাপ ছিল ভারতবাসীর তরফে উপহার : বিরাট - WANKHERE STADIUM

2011 সালে বিশ্বকাপ জেতার পর ভিক্ট্রি ল্যাপে সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে নিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা । প্রিয় "পাজি" কে ভারতবাসীর হয়ে উপহার দিয়েছিলেন ধোনি, বিরাটরা ।

বিরাট
বিরাট
author img

By

Published : Jul 29, 2020, 11:23 PM IST

দিল্লি , 29 জুলাই : 2011 সালে বিশ্বকাপ জেতার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরকে কাঁধে চড়িয়ে ভিক্ট্রি ল্যাপ করেছিল টিম ইন্ডিয়া । বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ফাঁস করলেন সেই ভিক্ট্রি ল্যাপের রহস্য ।

2011 সালের 2 এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ভারত । জেতার পর সচিনকে সম্মান জনিয়ে তাঁকে কাঁধে তুলে ভিক্ট্রি ল্যাপ করেছিল টিম ইন্ডিয়া ।

বিরাট কোহলি কথা বলছিলেন ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে । "ওপেন নেটস উইথ ময়ঙ্ক "-এর সাম্প্রতিক পর্বে কোহলিকে 2011 সালের বিশ্বকাপ জয়ের পরের ভিক্ট্রি ল্যাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় । তা নিয়ে তিনি বলেন, "প্রথমত আমার অসাধারণ অনুভূতি ছিল। আমরা বিশ্বকাপ জিতেছি । আমি তখন আবেগে ভাসছিলাম । সেই সময়ই সবাই "পাজি " (সচিন তেন্ডুলকর)-র আবেগটা অনুভাব করি । এত বছর ধরে তিনি ভারতের হয়ে অসংখ্য জয়ে অনেক অবদান রেখেছেন, এটাই তাঁর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ ছিল । তাঁর খেলা দিনের পর দিন আমাদের সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে । "

তিনি আরও বলেন, "তাঁর জন্য এটা ভারতবাসীর পক্ষ থেকে আমাদের উপহার ছিল । কারণ তিনি ভারতকে সমসময় শুধু দিয়েছেন, দিয়েছেন আর দিয়েছেন। আমরা ভেবেছিলাম যে তাঁর ঘরের মাঠে তাঁর স্বপ্নটি বাস্তবায়নের জন্য তাঁকে কী দেওয়া যায় ? তারপর আমরা ঠিক করলাম, ভিক্ট্রি ল্যাপের সময় তাঁকে কাঁধে তুলে নেব । তাঁর মতো কিংবদন্তিকে দেওয়ার মতো এর থেকে ভালো উপহার আর আমাদের মাথায় আসেনি ।"

19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL)যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে কোহলি ও ময়ঙ্ককে মাঠে দেখা যাবে।

দিল্লি , 29 জুলাই : 2011 সালে বিশ্বকাপ জেতার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরকে কাঁধে চড়িয়ে ভিক্ট্রি ল্যাপ করেছিল টিম ইন্ডিয়া । বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ফাঁস করলেন সেই ভিক্ট্রি ল্যাপের রহস্য ।

2011 সালের 2 এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ভারত । জেতার পর সচিনকে সম্মান জনিয়ে তাঁকে কাঁধে তুলে ভিক্ট্রি ল্যাপ করেছিল টিম ইন্ডিয়া ।

বিরাট কোহলি কথা বলছিলেন ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে । "ওপেন নেটস উইথ ময়ঙ্ক "-এর সাম্প্রতিক পর্বে কোহলিকে 2011 সালের বিশ্বকাপ জয়ের পরের ভিক্ট্রি ল্যাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় । তা নিয়ে তিনি বলেন, "প্রথমত আমার অসাধারণ অনুভূতি ছিল। আমরা বিশ্বকাপ জিতেছি । আমি তখন আবেগে ভাসছিলাম । সেই সময়ই সবাই "পাজি " (সচিন তেন্ডুলকর)-র আবেগটা অনুভাব করি । এত বছর ধরে তিনি ভারতের হয়ে অসংখ্য জয়ে অনেক অবদান রেখেছেন, এটাই তাঁর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ ছিল । তাঁর খেলা দিনের পর দিন আমাদের সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে । "

তিনি আরও বলেন, "তাঁর জন্য এটা ভারতবাসীর পক্ষ থেকে আমাদের উপহার ছিল । কারণ তিনি ভারতকে সমসময় শুধু দিয়েছেন, দিয়েছেন আর দিয়েছেন। আমরা ভেবেছিলাম যে তাঁর ঘরের মাঠে তাঁর স্বপ্নটি বাস্তবায়নের জন্য তাঁকে কী দেওয়া যায় ? তারপর আমরা ঠিক করলাম, ভিক্ট্রি ল্যাপের সময় তাঁকে কাঁধে তুলে নেব । তাঁর মতো কিংবদন্তিকে দেওয়ার মতো এর থেকে ভালো উপহার আর আমাদের মাথায় আসেনি ।"

19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL)যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে কোহলি ও ময়ঙ্ককে মাঠে দেখা যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.