ETV Bharat / sports

বায়ুসেনা দিবসের শুভেচ্ছা বিরাট, সচিনদের - Virat Kohli extended greetings to the Indian Air Force

কোহলি লেখেন, ‘‘আমাদের বায়ুসেনার হিরোদের আমরা স্যালুট জানাই ৷ তাঁরা নিঃস্বার্থভাবে আমাদের দেশের সেবা করে চলেছে ৷ আমরা সর্বদা তোমাদের ত্যাগের কাছে ঋণী থাকব ৷’’

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Oct 8, 2020, 7:24 PM IST

দুবাই, 8 অক্টোবর : বায়ুসেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি বলেন, ‘‘আমরা সর্বদা তোমাদের ত্যাগের প্রতি ঋণী থাকব ৷’’

বর্তমানে IPL খেলার জন্য আরব আমিরশাহীতে রয়েছেন বিরাট কোহলি ৷ সেখান থেকেই টুইটারে বায়ু সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান তিনি ৷ তিনি লেখেন, ‘‘আমাদের বায়ুসেনার হিরোদের আমরা স্যালুট জানাই ৷ তাঁরা নিঃস্বার্থভাবে আমাদের দেশের সেবা করে চলেছে ৷ আমরা সর্বদা তোমাদের ত্যাগের কাছে ঋণী থাকব ৷’’

  • We salute our #IndianAirForce heroes, who protect and serve our nation selflessly. We will always be indebted to your sacrifices. 🙏 #AFDay2020

    — Virat Kohli (@imVkohli) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1932 সালের 8 অক্টোবর ভারতীয় বায়ুসেনা বাহিনী গঠিত হয় ৷ ভারত তখন ঔপনিবেশিক শাসনের অধীনে ৷ তখন এই বাহিনীর আগে ‘‘রয়্যাল’’ কথাটি লেখা হত ৷ এই উপাধিটি দিয়েছিলেন রাজা ষষ্ঠ জর্জ ৷ এই বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় ৷ 1950 সালে এই রয়্যাল উপাধিটি সরিয়ে নেওয়া হয় ৷

সচিন তেন্ডুলকর ও সুরেশ রায়নাও বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে সচিন লিখেছেন,‘‘ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ৷ যেভাবে নিঃস্বার্থ ও নিরলসভাবে তোমরা দেশের সেবা কর তা বিস্ময়কর ৷ বায়ুসেনার সবাইকে ও তাঁদের পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ৷’’

  • Warm greetings to everyone from the Indian Air Force fraternity on the ocassion of Air Force Day!

    The way you continue to serve the nation selflessly & tirelessly is awe-inspiring. My best wishes to all our @IAF_MCC personnel & their families.#IndianAirForceDay

    — Sachin Tendulkar (@sachin_rt) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রায়না লেখেন, ‘‘ 88তম ইন্ডিয়ান এয়ার ফোর্স ডের শুভেচ্ছা ৷ আমাদের সাহসী হিরোদের স্যালুট ৷ তোমরা আমাদের গর্বিত করেছ ৷ আমার তরফে তোমাদের শুভেচ্ছা ৷’’

  • Celebrating 88th anniversary of Indian Air Force day today, salute to all the brave heroes who fight for our country. You make us proud, sending you my best wishes & good health. Stand tall & fly high. ✈️🙏 #JaiHind #IndianAirForceDay pic.twitter.com/wf2RBO7bJT

    — Suresh Raina🇮🇳 (@ImRaina) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুবাই, 8 অক্টোবর : বায়ুসেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি বলেন, ‘‘আমরা সর্বদা তোমাদের ত্যাগের প্রতি ঋণী থাকব ৷’’

বর্তমানে IPL খেলার জন্য আরব আমিরশাহীতে রয়েছেন বিরাট কোহলি ৷ সেখান থেকেই টুইটারে বায়ু সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান তিনি ৷ তিনি লেখেন, ‘‘আমাদের বায়ুসেনার হিরোদের আমরা স্যালুট জানাই ৷ তাঁরা নিঃস্বার্থভাবে আমাদের দেশের সেবা করে চলেছে ৷ আমরা সর্বদা তোমাদের ত্যাগের কাছে ঋণী থাকব ৷’’

  • We salute our #IndianAirForce heroes, who protect and serve our nation selflessly. We will always be indebted to your sacrifices. 🙏 #AFDay2020

    — Virat Kohli (@imVkohli) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1932 সালের 8 অক্টোবর ভারতীয় বায়ুসেনা বাহিনী গঠিত হয় ৷ ভারত তখন ঔপনিবেশিক শাসনের অধীনে ৷ তখন এই বাহিনীর আগে ‘‘রয়্যাল’’ কথাটি লেখা হত ৷ এই উপাধিটি দিয়েছিলেন রাজা ষষ্ঠ জর্জ ৷ এই বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় ৷ 1950 সালে এই রয়্যাল উপাধিটি সরিয়ে নেওয়া হয় ৷

সচিন তেন্ডুলকর ও সুরেশ রায়নাও বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে সচিন লিখেছেন,‘‘ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ৷ যেভাবে নিঃস্বার্থ ও নিরলসভাবে তোমরা দেশের সেবা কর তা বিস্ময়কর ৷ বায়ুসেনার সবাইকে ও তাঁদের পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ৷’’

  • Warm greetings to everyone from the Indian Air Force fraternity on the ocassion of Air Force Day!

    The way you continue to serve the nation selflessly & tirelessly is awe-inspiring. My best wishes to all our @IAF_MCC personnel & their families.#IndianAirForceDay

    — Sachin Tendulkar (@sachin_rt) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রায়না লেখেন, ‘‘ 88তম ইন্ডিয়ান এয়ার ফোর্স ডের শুভেচ্ছা ৷ আমাদের সাহসী হিরোদের স্যালুট ৷ তোমরা আমাদের গর্বিত করেছ ৷ আমার তরফে তোমাদের শুভেচ্ছা ৷’’

  • Celebrating 88th anniversary of Indian Air Force day today, salute to all the brave heroes who fight for our country. You make us proud, sending you my best wishes & good health. Stand tall & fly high. ✈️🙏 #JaiHind #IndianAirForceDay pic.twitter.com/wf2RBO7bJT

    — Suresh Raina🇮🇳 (@ImRaina) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.