দুবাই, 8 অক্টোবর : বায়ুসেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি বলেন, ‘‘আমরা সর্বদা তোমাদের ত্যাগের প্রতি ঋণী থাকব ৷’’
বর্তমানে IPL খেলার জন্য আরব আমিরশাহীতে রয়েছেন বিরাট কোহলি ৷ সেখান থেকেই টুইটারে বায়ু সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান তিনি ৷ তিনি লেখেন, ‘‘আমাদের বায়ুসেনার হিরোদের আমরা স্যালুট জানাই ৷ তাঁরা নিঃস্বার্থভাবে আমাদের দেশের সেবা করে চলেছে ৷ আমরা সর্বদা তোমাদের ত্যাগের কাছে ঋণী থাকব ৷’’
-
We salute our #IndianAirForce heroes, who protect and serve our nation selflessly. We will always be indebted to your sacrifices. 🙏 #AFDay2020
— Virat Kohli (@imVkohli) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We salute our #IndianAirForce heroes, who protect and serve our nation selflessly. We will always be indebted to your sacrifices. 🙏 #AFDay2020
— Virat Kohli (@imVkohli) October 8, 2020We salute our #IndianAirForce heroes, who protect and serve our nation selflessly. We will always be indebted to your sacrifices. 🙏 #AFDay2020
— Virat Kohli (@imVkohli) October 8, 2020
1932 সালের 8 অক্টোবর ভারতীয় বায়ুসেনা বাহিনী গঠিত হয় ৷ ভারত তখন ঔপনিবেশিক শাসনের অধীনে ৷ তখন এই বাহিনীর আগে ‘‘রয়্যাল’’ কথাটি লেখা হত ৷ এই উপাধিটি দিয়েছিলেন রাজা ষষ্ঠ জর্জ ৷ এই বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় ৷ 1950 সালে এই রয়্যাল উপাধিটি সরিয়ে নেওয়া হয় ৷
সচিন তেন্ডুলকর ও সুরেশ রায়নাও বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে সচিন লিখেছেন,‘‘ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ৷ যেভাবে নিঃস্বার্থ ও নিরলসভাবে তোমরা দেশের সেবা কর তা বিস্ময়কর ৷ বায়ুসেনার সবাইকে ও তাঁদের পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ৷’’
-
Warm greetings to everyone from the Indian Air Force fraternity on the ocassion of Air Force Day!
— Sachin Tendulkar (@sachin_rt) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
The way you continue to serve the nation selflessly & tirelessly is awe-inspiring. My best wishes to all our @IAF_MCC personnel & their families.#IndianAirForceDay
">Warm greetings to everyone from the Indian Air Force fraternity on the ocassion of Air Force Day!
— Sachin Tendulkar (@sachin_rt) October 8, 2020
The way you continue to serve the nation selflessly & tirelessly is awe-inspiring. My best wishes to all our @IAF_MCC personnel & their families.#IndianAirForceDayWarm greetings to everyone from the Indian Air Force fraternity on the ocassion of Air Force Day!
— Sachin Tendulkar (@sachin_rt) October 8, 2020
The way you continue to serve the nation selflessly & tirelessly is awe-inspiring. My best wishes to all our @IAF_MCC personnel & their families.#IndianAirForceDay
রায়না লেখেন, ‘‘ 88তম ইন্ডিয়ান এয়ার ফোর্স ডের শুভেচ্ছা ৷ আমাদের সাহসী হিরোদের স্যালুট ৷ তোমরা আমাদের গর্বিত করেছ ৷ আমার তরফে তোমাদের শুভেচ্ছা ৷’’
-
Celebrating 88th anniversary of Indian Air Force day today, salute to all the brave heroes who fight for our country. You make us proud, sending you my best wishes & good health. Stand tall & fly high. ✈️🙏 #JaiHind #IndianAirForceDay pic.twitter.com/wf2RBO7bJT
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Celebrating 88th anniversary of Indian Air Force day today, salute to all the brave heroes who fight for our country. You make us proud, sending you my best wishes & good health. Stand tall & fly high. ✈️🙏 #JaiHind #IndianAirForceDay pic.twitter.com/wf2RBO7bJT
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 8, 2020Celebrating 88th anniversary of Indian Air Force day today, salute to all the brave heroes who fight for our country. You make us proud, sending you my best wishes & good health. Stand tall & fly high. ✈️🙏 #JaiHind #IndianAirForceDay pic.twitter.com/wf2RBO7bJT
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 8, 2020