দিল্লি, 8 নভেম্বর : 13টা মরশুমেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাগ্য পরিবর্তন হয়নি৷ প্রথম IPL চ্যাম্পিয়নের খেতাবের জন্য আরও একটা বছরের অপেক্ষা বেড়েছে ৷ চলতি IPL থেকে RCB-র বিদায়ের পর থেকেই কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর, সুনীল গাভাসকর, সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা ৷ প্রায় প্রতিদিনই সমালোচনায় বিদ্ধ হচ্ছে ক্যাপ্টেন কোহলি ৷ কিন্তু নেতৃত্ব প্রসঙ্গ বিরাটের পাশেই রয়েছে RCB ম্যানেজমেন্ট ৷ জানিয়ে দিয়েছেন হেড কোচ সাইমন কাটিচ ৷ লাগাতার সমালোচনার মাঝে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকেও পাশে পেয়েছেন কোহলি ৷
2013 সালে RCB-র দায়িত্ব নেওয়া কোহলি এখনও পর্যন্ত টিমের হাতে ঝকঝকে সোনালি ট্রফি তুলে দিতে পারেননি ৷ গম্ভীর, মঞ্জরেকররা বলছেন, মানুষটা বিরাট কোহলি বলেই এটা সম্ভব হচ্ছে ৷ নাহলে আটবছর ধরে একজন ক্রিকেটার লাগাতার ব্যর্থ হওয়া সত্ত্বেও কীভাবে টিমের নেতৃত্বে থাকতে পারেন? তাঁদের মতে, অনেক হয়েছে ৷ এবার অন্তত RCB-র নেতৃত্ব বদলানোর প্রয়োজন ৷ প্রাক্তনরা ধৈর্য হারালেও বিরাট নেতৃত্বের উপর থেকে ভরসা হারাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যানেজমেন্ট ৷ বরং গম্ভীর, গাভাসকরদের থেকে RCB কোচ সাইমন কাটিচ, ডিরেক্টর মাইক হেসনের চিন্তা ভাবনা সম্পূর্ণ বিপরীত ৷
কাটিচ বলেছেন, "অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে পাওয়াটা ভাগ্যের ৷ ও ভীষণ প্রফেশনাল ৷ টিমের সবাই ওকে খুব শ্রদ্ধা করে ৷ বিরাটের মেন্টরশিপ ও না হারা মনোভাব RCB-র জন্য খুব গুরুত্বপূর্ণ ৷ এই টিমটার জন্য ও অনেক সময় দিয়েছে ৷ আমরা শেষ পর্যন্ত লড়ে গিয়েছি ৷ আর এর জন্য বিরাটকে কৃতিত্ব দেওয়া উচিত ৷" একই বক্তব্য টিমের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন মাইক হেসনেরও ৷
গম্ভীরের সমালোচনা হজম করতে হলেও দিল্লির আরও এক ক্রিকেট ব্যক্তিত্ব বীরেন্দ্র সেহওয়াগকে পাশে পেয়েছেন বিরাট ৷ তাঁর মতে, বিরাটকে সামনে রেখেই RCB-র উচিত টিমের উন্নতি করা ৷ কারণ অধিনায়কের একজন ভালো টিমের সবসময় প্রয়োজন ৷ তাই ক্যাপ্টেন বদলের কথা না ভেবে ম্যানেজমেন্টের উচিত টিমের উন্নতির দিকে নজর দেওয়া ৷ সেহওয়াগের মতে, RCB-র আরও এক ওপেনার ও লোয়ার অর্ডারে একজন ব্যাটসম্যানের প্রয়োজন ৷