ETV Bharat / sports

নিউজ়িল্যান্ডে ভারতের আশঙ্কা বিরাট-বুমরার ফর্ম - জসপ্রীত বুমরা

ওয়ান ডে সিরিজ়ে হোয়াইট ওয়াশ ৷ প্রথম টেস্টেও নিজেদের নামের প্রতি এখনও পর্যন্ত সুবিচার করতে পারেন ভারত ৷ দলের সামগ্রিকভাবে খারাপ ফর্মের সঙ্গে সঙ্গে অধিনায়ক কোহলি ও বোলিং বিভাগের স্তম্ভ বুমরারও খারাপ ফর্ম বর্তমান ৷ অনেকে কোহলি ও বুমরাকেও দায়ি করছেন ভারতের হারের জন্য ৷

image
কোহলি-বুমরার
author img

By

Published : Feb 24, 2020, 4:07 PM IST

ওয়েলিংটন, 24 ফেব্রুয়ারি: দলে রয়েছে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ৷ ক্রিকেট বিশ্বের একনম্বর বোলারও মজুত ভারতীয় দলে ৷ তা সত্ত্বেও ওয়েলিংটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার বিরাট কোহলিদের ৷ কারণ হিসেবে ব্যাটিং বিভাগকে দায়ি করেছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ টস ভাগ্যের কথাও উল্লেখ করেছেন তিনি ৷ কিন্তু ভারতের হারের পিছনে কি শুধুমাত্র খারাপ ব্যাটিং দায়ি ? কোহলি-বুমরার খারাপ ফর্ম কি দায়ি নয়? নেটিজেনরা সেই প্রশ্নই তুলছেন ৷

নতুন বছরের সূচনাটা দারুণভাবে করেছিল মেন ইন ব্লু-র ৷ ঘরোয়া সিরিজ়ে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করার পর নিউজ়িল্যান্ড সফরে এসেও ধারাবাহিকতা বজায় রেখেছিল ভারত ৷ টি-20 ফরম্যাটে কিউয়িদের ক্লিন সুইপের পর থেকেই যেন টিম ইন্ডিয়ার খারাপ সময় শুরু হয়েছে ৷ দলে নেই রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারের মতো তারকা ক্রিকেটার ৷ এই অবস্থায় দায়িত্ব এসে পড়েছিল ক্যাপ্টেন কোহলি এবং জসপ্রীত বুমরার উপর ৷ ব্যাটিং ও বোলিং বিভাগকে নেতৃত্বের ভার ছিল দুজনের কাঁধে ৷ সেই দায়িত্ব পালন করতে পারেনি দুজনের কেউ ৷ ব্যাটে রানের খরার পাশাপাশি অধিনায়ক বিরাটকে নিয়েও প্রশ্ন উঠছে ৷ ফর্মের ধারেকাছে নেই জসপ্রীত বুমরা ৷ দুজনের কাছে নিউজ়িল্যান্ড সফর দুঃস্বপ্নের মতো ৷ চলতি সফরে তাঁদের গড়া রেকর্ডগুলোও লজ্জায় মুখ ঢাকবে ৷

নিউজ়িল্যান্ড সফরে এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান এসেছে বিরাটের ব্যাট থেকে ৷ তাও আবার ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচে ৷ এখনও পর্যন্ত নয়টি ইনিংসে একটি হাফ সেঞ্চুরির সাহায্যে তাঁর সংগ্রহ 201 রান ৷ রেকর্ডের বাদশা এবং রানমেশিন নামে পরিচিত বিরাট, টি-20 সিরিজ়ে চারটি ইনিংসে মাত্র 105 রান তুলেছেন ৷ আশা ছিল দীর্ঘতম ফরম্যাটে ছন্দ খুঁজে পাবেন কোহলি ৷ ওয়েলিংটন টেস্ট সেই আশায় জল ঢেলেছে ৷ দুটি ইনিংসে ভারত অধিনায়ক করেছেন মাত্র 21 রান (2 ও 19) ৷

এবার আসা যাক বুমরার কথায় ৷ চোট কাটিয়ে জাতীয় দলের কামব্যাক করা বুমরা সবথেকে বেশি হতাশ করেছে ভারতীয় সমর্থকদের ৷ একসময়ে বিপক্ষের ত্রাস বুমরা এখন একটি উইকেট পাওয়ার জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছেন ৷ চলতি নিউজ়িল্যান্ড সফরে মাত্র সাতটি উইকেট পেয়েছেন বুমরা ৷ তার মধ্যে টি-20 সিরিজ়ের শেষ ম্যাচে তিনটি উইকেট নেওয়া এই সফরে তাঁর সেরা পারফরম্যান্স ৷ ওয়েলিংটনে প্রথম টেস্টে তাঁর সংগ্রহ মাত্র একটি উইকেট ৷

ওয়েলিংটন, 24 ফেব্রুয়ারি: দলে রয়েছে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ৷ ক্রিকেট বিশ্বের একনম্বর বোলারও মজুত ভারতীয় দলে ৷ তা সত্ত্বেও ওয়েলিংটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার বিরাট কোহলিদের ৷ কারণ হিসেবে ব্যাটিং বিভাগকে দায়ি করেছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ টস ভাগ্যের কথাও উল্লেখ করেছেন তিনি ৷ কিন্তু ভারতের হারের পিছনে কি শুধুমাত্র খারাপ ব্যাটিং দায়ি ? কোহলি-বুমরার খারাপ ফর্ম কি দায়ি নয়? নেটিজেনরা সেই প্রশ্নই তুলছেন ৷

নতুন বছরের সূচনাটা দারুণভাবে করেছিল মেন ইন ব্লু-র ৷ ঘরোয়া সিরিজ়ে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করার পর নিউজ়িল্যান্ড সফরে এসেও ধারাবাহিকতা বজায় রেখেছিল ভারত ৷ টি-20 ফরম্যাটে কিউয়িদের ক্লিন সুইপের পর থেকেই যেন টিম ইন্ডিয়ার খারাপ সময় শুরু হয়েছে ৷ দলে নেই রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারের মতো তারকা ক্রিকেটার ৷ এই অবস্থায় দায়িত্ব এসে পড়েছিল ক্যাপ্টেন কোহলি এবং জসপ্রীত বুমরার উপর ৷ ব্যাটিং ও বোলিং বিভাগকে নেতৃত্বের ভার ছিল দুজনের কাঁধে ৷ সেই দায়িত্ব পালন করতে পারেনি দুজনের কেউ ৷ ব্যাটে রানের খরার পাশাপাশি অধিনায়ক বিরাটকে নিয়েও প্রশ্ন উঠছে ৷ ফর্মের ধারেকাছে নেই জসপ্রীত বুমরা ৷ দুজনের কাছে নিউজ়িল্যান্ড সফর দুঃস্বপ্নের মতো ৷ চলতি সফরে তাঁদের গড়া রেকর্ডগুলোও লজ্জায় মুখ ঢাকবে ৷

নিউজ়িল্যান্ড সফরে এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান এসেছে বিরাটের ব্যাট থেকে ৷ তাও আবার ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচে ৷ এখনও পর্যন্ত নয়টি ইনিংসে একটি হাফ সেঞ্চুরির সাহায্যে তাঁর সংগ্রহ 201 রান ৷ রেকর্ডের বাদশা এবং রানমেশিন নামে পরিচিত বিরাট, টি-20 সিরিজ়ে চারটি ইনিংসে মাত্র 105 রান তুলেছেন ৷ আশা ছিল দীর্ঘতম ফরম্যাটে ছন্দ খুঁজে পাবেন কোহলি ৷ ওয়েলিংটন টেস্ট সেই আশায় জল ঢেলেছে ৷ দুটি ইনিংসে ভারত অধিনায়ক করেছেন মাত্র 21 রান (2 ও 19) ৷

এবার আসা যাক বুমরার কথায় ৷ চোট কাটিয়ে জাতীয় দলের কামব্যাক করা বুমরা সবথেকে বেশি হতাশ করেছে ভারতীয় সমর্থকদের ৷ একসময়ে বিপক্ষের ত্রাস বুমরা এখন একটি উইকেট পাওয়ার জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছেন ৷ চলতি নিউজ়িল্যান্ড সফরে মাত্র সাতটি উইকেট পেয়েছেন বুমরা ৷ তার মধ্যে টি-20 সিরিজ়ের শেষ ম্যাচে তিনটি উইকেট নেওয়া এই সফরে তাঁর সেরা পারফরম্যান্স ৷ ওয়েলিংটনে প্রথম টেস্টে তাঁর সংগ্রহ মাত্র একটি উইকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.