ETV Bharat / sports

বাবা হওয়ার মুহূর্তটায় দেশে থাকার সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি বিরাট - অজিঙ্ক রাহানে

প্রথম শিশুর জন্মের সময় "যে কোনও মূল্যে" সেখানে হাজির থাকতে চান ৷ স্টিভ স্মিথের সঙ্গে আলোচনায় বললেন বিরাট৷

বিরাট
বিরাট
author img

By

Published : Dec 17, 2020, 8:39 AM IST

দিল্লি, 17 ডিসেম্বর : আজ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হচ্ছে প্রথম টেস্ট । হাইভোল্টেজ এই সিরিজের মাত্র প্রথম ম্যাচটা খেলেই দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহলি । কারণ তিনি বাবা হতে চলেছেন । কোহলির এই ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে যেমন কারও কারও গলায় সমর্থন শোনা গিয়েছে, তেমনই সমালাচনাও কম হয়নি । এভাবে মাঝ পথে ফিরে আসা নিয়ে অনেকেই মুখ খুলেছেন । এবার সেই সব সমালোচকদের জবাব দিলেন বিরাট । বললেন, ছুটি নিয়ে ফিরে আসার এই সিদ্ধান্ত নিতে দুই বার ভাবতে হয়নি । এ বিষয়ে আমার স্পষ্ট ধারণা ছিল । গতকাল রাতে বিসিসিআই-এর তরফে টুইট করা একটি ভিডিয়োতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের সঙ্গে আলোচনায় এমনটাই বলতে শোনা যায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ৷

আলোচনায় বিরাট কোহলি বলেন, তাঁর প্রথম সন্তানের জন্মের সময় উপস্থিত থাকার সিদ্ধান্তটি তাঁর মনে "একেবারে পরিষ্কার" ৷ তিনি কোনও ভাবেই এই "বিশেষ মুহূর্তটি" মিস করতে চান না । তিনি আরও বলেন, "এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার কাছে একদম পরিষ্কার । আপনি আপনার দেশের হয়ে খেলতে যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তেমনই এটি জীবনের একটি খুবই বিশেষ মুহূর্ত যেটির জন্য আপনি যে কোনও মূল্যে সেখানে হাজির থাকতে চান ৷"

অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী টেস্টে দলে থাকছেন বিরাট ৷ তারপরই ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল (বিসিসিআই) কর্তৃক পিতৃত্বের ছুটি মঞ্জুর করে দেশে ফিরে যাবেন ।

কোহলির অনুপস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে বিরাজমান একটি দলের বিপক্ষে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে । রাহানে কীভাবে এই কাজটি করেন তা দেখত আগ্রহী বিরাট ৷ পাশাপাশি হনুমা বিহারি কীভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন তা নিয়েও উৎসাহী তিনি ।

আরও পড়ুন : বিয়ের পর প্রথম 6 মাস মাত্র 21 দিন একসঙ্গে কাটান বিরাট-অনুষ্কা

কোহলি বলেন, " টেস্টে অজিঙ্ক কীভাবে নেতৃত্ব দেন তা দেখতে আমি বেশ উচ্ছ্বসিত । আমি মনে করি অজিঙ্কই এমন একজন যিনি আমি দূরে থাকাকালীন দলের অধিনায়কত্বের দায়িত্ব পালনের কাজটি উপভোগ করবেন ।

দিল্লি, 17 ডিসেম্বর : আজ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হচ্ছে প্রথম টেস্ট । হাইভোল্টেজ এই সিরিজের মাত্র প্রথম ম্যাচটা খেলেই দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহলি । কারণ তিনি বাবা হতে চলেছেন । কোহলির এই ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে যেমন কারও কারও গলায় সমর্থন শোনা গিয়েছে, তেমনই সমালাচনাও কম হয়নি । এভাবে মাঝ পথে ফিরে আসা নিয়ে অনেকেই মুখ খুলেছেন । এবার সেই সব সমালোচকদের জবাব দিলেন বিরাট । বললেন, ছুটি নিয়ে ফিরে আসার এই সিদ্ধান্ত নিতে দুই বার ভাবতে হয়নি । এ বিষয়ে আমার স্পষ্ট ধারণা ছিল । গতকাল রাতে বিসিসিআই-এর তরফে টুইট করা একটি ভিডিয়োতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের সঙ্গে আলোচনায় এমনটাই বলতে শোনা যায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ৷

আলোচনায় বিরাট কোহলি বলেন, তাঁর প্রথম সন্তানের জন্মের সময় উপস্থিত থাকার সিদ্ধান্তটি তাঁর মনে "একেবারে পরিষ্কার" ৷ তিনি কোনও ভাবেই এই "বিশেষ মুহূর্তটি" মিস করতে চান না । তিনি আরও বলেন, "এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার কাছে একদম পরিষ্কার । আপনি আপনার দেশের হয়ে খেলতে যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তেমনই এটি জীবনের একটি খুবই বিশেষ মুহূর্ত যেটির জন্য আপনি যে কোনও মূল্যে সেখানে হাজির থাকতে চান ৷"

অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী টেস্টে দলে থাকছেন বিরাট ৷ তারপরই ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল (বিসিসিআই) কর্তৃক পিতৃত্বের ছুটি মঞ্জুর করে দেশে ফিরে যাবেন ।

কোহলির অনুপস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে বিরাজমান একটি দলের বিপক্ষে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে । রাহানে কীভাবে এই কাজটি করেন তা দেখত আগ্রহী বিরাট ৷ পাশাপাশি হনুমা বিহারি কীভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন তা নিয়েও উৎসাহী তিনি ।

আরও পড়ুন : বিয়ের পর প্রথম 6 মাস মাত্র 21 দিন একসঙ্গে কাটান বিরাট-অনুষ্কা

কোহলি বলেন, " টেস্টে অজিঙ্ক কীভাবে নেতৃত্ব দেন তা দেখতে আমি বেশ উচ্ছ্বসিত । আমি মনে করি অজিঙ্কই এমন একজন যিনি আমি দূরে থাকাকালীন দলের অধিনায়কত্বের দায়িত্ব পালনের কাজটি উপভোগ করবেন ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.