দুবাই, 8 জুলাই : সদ্য প্রকাশিত ICC-র ক্রমতালিকায় একদিনের ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়া রোহিত শর্মা । তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজ়ম ।
প্রথম তিনে কোনও পরিবর্তন হয়নি । তবে বিশ্বকাপে 5টি শতরান করে অধিনায়কের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন রোহিত। 891 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে থাকা রোহিতের পয়েন্ট 885 । 827 পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন বাবর আজ়ম ।
বিশ্বকাপে এখনও ভারতের সামনে সর্বোচ্চ দুটো ম্যাচ খেলার সুযোগ রয়েছে । সেমিফাইনাল ও ফাইনাল । সেই দুটি ম্যাচের মধ্যে একটিতেও যদি রোহিতের ব্যাট থেকে শতরান আসে তাহলে শীর্ষস্থান হারাতে পারেন বিরাট । চলতি বিশ্বকাপে পাঁচটি অর্ধশতরান করলেও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে । শীর্ষস্থান ধরে রাখতে হলে শতরান করতেই হবে বিরাটকে ।