ETV Bharat / sports

ICC ক্রমতালিকার শীর্ষেই বিরাট, 6 পয়েন্ট পিছনে রোহিত - India captain

বিশ্বকাপে 5টি শতরান করে বিরাটের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালেন রোহিত। 891 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে থাকা রোহিতের পয়েন্ট 885 ।

ICC-র ক্রমতালিকা
author img

By

Published : Jul 8, 2019, 8:30 AM IST

দুবাই, 8 জুলাই : সদ্য প্রকাশিত ICC-র ক্রমতালিকায় একদিনের ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়া রোহিত শর্মা । তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজ়ম ।

প্রথম তিনে কোনও পরিবর্তন হয়নি । তবে বিশ্বকাপে 5টি শতরান করে অধিনায়কের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন রোহিত। 891 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে থাকা রোহিতের পয়েন্ট 885 । 827 পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন বাবর আজ়ম ।

বিশ্বকাপে এখনও ভারতের সামনে সর্বোচ্চ দুটো ম্যাচ খেলার সুযোগ রয়েছে । সেমিফাইনাল ও ফাইনাল । সেই দুটি ম্যাচের মধ্যে একটিতেও যদি রোহিতের ব্যাট থেকে শতরান আসে তাহলে শীর্ষস্থান হারাতে পারেন বিরাট । চলতি বিশ্বকাপে পাঁচটি অর্ধশতরান করলেও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে । শীর্ষস্থান ধরে রাখতে হলে শতরান করতেই হবে বিরাটকে ।

দুবাই, 8 জুলাই : সদ্য প্রকাশিত ICC-র ক্রমতালিকায় একদিনের ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়া রোহিত শর্মা । তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজ়ম ।

প্রথম তিনে কোনও পরিবর্তন হয়নি । তবে বিশ্বকাপে 5টি শতরান করে অধিনায়কের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন রোহিত। 891 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে থাকা রোহিতের পয়েন্ট 885 । 827 পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন বাবর আজ়ম ।

বিশ্বকাপে এখনও ভারতের সামনে সর্বোচ্চ দুটো ম্যাচ খেলার সুযোগ রয়েছে । সেমিফাইনাল ও ফাইনাল । সেই দুটি ম্যাচের মধ্যে একটিতেও যদি রোহিতের ব্যাট থেকে শতরান আসে তাহলে শীর্ষস্থান হারাতে পারেন বিরাট । চলতি বিশ্বকাপে পাঁচটি অর্ধশতরান করলেও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে । শীর্ষস্থান ধরে রাখতে হলে শতরান করতেই হবে বিরাটকে ।

Chennai (Tamil Nadu), July 06 (ANI): Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko filed his nomination for Rajya Sabha elections in Tamil Nadu's Chennai on Saturday. He stood as a Dravida Munnetra Kazhagam (DMK) supported candidate. DMK chief MK Stalin was also present during the nomination filing.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.