ETV Bharat / sports

বছরের শুরুতেই নতুন রেকর্ড বিরাটের - virat creat new record in t20

নতুন রেকর্ড গড়ে বছর শুরু করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে দ্রুততম 1000 রান করলেন ৷

image
বিরাটের নতুন রেকর্ড
author img

By

Published : Jan 8, 2020, 6:07 PM IST

Updated : Jan 10, 2020, 5:25 PM IST

ইন্দোর, 8 জানুয়ারি : 2019- এ যেখানে শেষ করেছিলেন, 2020 সেখান থেকেই শুরু করলেন ভারত অধিনায়ক ৷ বিরাট মাঠে নামা মানেই রেকর্ডের ছড়াছড়ি ৷ সেই ধারাকেই বজায় রেখেই 2020-র ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই গড়লেন এক অনন্য রেকর্ড ৷

অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে দ্রুততম 1000 রান পূর্ণ করলেন বিরাট কোহলি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে 17 বলে 30 রানে অপরাজিত থাকেন তিনি ৷ এতদিন এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির দখলে ৷ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক 31 ইনিংসে 1000 রান পূরণ করেন ৷ বিরাট 30টি ইনিংসে সেই রান পূরণ করলেন ৷ নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন নিয়েছিলেন 36টি ইনিংস ৷ ইংল্যান্ড অধিনায়ক মরগ্যানের লেগেছিল 42 টি ইনিংস ৷

একই সঙ্গে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে 1000 রানের গণ্ডি পেরোলেন বিরাট ৷ এর আগে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে 1000 রানের গণ্ডি পার করেন ৷ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি ৷ সতীর্থ রোহিত শর্মার থেকে ব্যবধান বাড়িয়ে বর্তমানে বিরাটের রান 2,663 ৷

ইন্দোর, 8 জানুয়ারি : 2019- এ যেখানে শেষ করেছিলেন, 2020 সেখান থেকেই শুরু করলেন ভারত অধিনায়ক ৷ বিরাট মাঠে নামা মানেই রেকর্ডের ছড়াছড়ি ৷ সেই ধারাকেই বজায় রেখেই 2020-র ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই গড়লেন এক অনন্য রেকর্ড ৷

অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে দ্রুততম 1000 রান পূর্ণ করলেন বিরাট কোহলি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে 17 বলে 30 রানে অপরাজিত থাকেন তিনি ৷ এতদিন এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির দখলে ৷ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক 31 ইনিংসে 1000 রান পূরণ করেন ৷ বিরাট 30টি ইনিংসে সেই রান পূরণ করলেন ৷ নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন নিয়েছিলেন 36টি ইনিংস ৷ ইংল্যান্ড অধিনায়ক মরগ্যানের লেগেছিল 42 টি ইনিংস ৷

একই সঙ্গে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে 1000 রানের গণ্ডি পেরোলেন বিরাট ৷ এর আগে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসাবে টি-20 ক্রিকেটে 1000 রানের গণ্ডি পার করেন ৷ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি ৷ সতীর্থ রোহিত শর্মার থেকে ব্যবধান বাড়িয়ে বর্তমানে বিরাটের রান 2,663 ৷

Ahmedabad (Gujarat), Jan 08 (ANI): Indian Institutes of Management (IIM) Ahmedabad students staged protest over JNU violence. They recited poetry of Faiz Ahmad Faiz to mark the protest. Demonstrators also held placards against JNU violence. Protest took place in Gujarat's Ahmedabad on Jan 06.
Last Updated : Jan 10, 2020, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.