দিল্লি, 30 মার্চ : কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের কথা জানালেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ একই সঙ্গে সবার কাছে এই সংকটের সময়ে এগিয়ে আসার আহ্বানও করেন তাঁরা ৷
কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে একের পর এক পোস্ট করে চলেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ বারবার শারীরিক দুরুত্ব বজায় রেখে চলার কথাও বলেছেন তিনি ৷ আজ টুইট করে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক দান করার কথা জানান এই সেলেব দম্পতি ৷ তবে তাঁরা কত টাকা দান করছেন তা জানাননি ৷
গত সপ্তাহ থেকেই দেশের ক্রীড়াবিদরা কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আর্থিক সাহায্য করছেন ৷ সচিন দান করেছিলেন 50 লাখ টাকা ৷ সুরেশ রায়না দিয়েছেন 52 লাখ টাকা ৷ এছাড়া শাটলার পিভি সিন্ধু, স্প্রিন্টার হিমা দাসরা এগিয়ে এসেছেন ৷ BCCI দিয়েছে 51 কোটি টাকা ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতিও এই সংকটের সময় এগিয়ে এসেছেন ৷
এদিন টুইট করে বিরাট লেখেন, ‘‘অনুষ্কা ও আমি প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করছি ৷ এত লোককে কোরোনায় ভুগতে দেখে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে ৷ আমরা আশা করি সামান্য অনুদান সাধারণের ব্যথা কমাতে সাহায্য করবে ৷ ’’