ETV Bharat / sports

বর্ডার-গাভাসকর সিরিজ়ের সূচি নির্ধারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার - indian cricket team

3 ডিসেম্বর ক্যাঙারুর দেশে কোহলিরা প্রথম মোকাবিলা রয়েছে ব্রিসবেনের গাব্বায় ৷ যা অস্ট্রেলিয়ার সবচেয়ে পয়া মাঠ ৷ 1988 সাল থেকে অজ়িরা এখানে টেস্ট হারেনি ৷

বর্ডার-গাভাসকর সিরিজ়ের সূচি নির্ধারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার
বর্ডার-গাভাসকর সিরিজ়ের সূচি নির্ধারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার
author img

By

Published : May 27, 2020, 4:03 PM IST

মেলবোর্ন, 27 মে: কুড়ি-বিশের বিশ্বকাপের ভাগ্য এখনও সরু সুতোয় ঝুলছে ৷ আগামিকালই টি-20 বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে ICC ৷ বিশ্বকাপের ভাগ্য যাই হোক না কেন বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের জন্য মুখিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ৷ এরই মধ্য়ে চার ম্যাচের টেস্ট সিরিজ়ের ভেনু নির্ধারণ করে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ বছরের শেষে ডন ব্র্যাডম্যানের দেশে যে কড়া মোকাবিলা অপেক্ষা করছে তা ম্যাচ ভেনুতেই স্পষ্ট ৷

3 ডিসেম্বর ক্যাঙারুর দেশে কোহলিরা প্রথম মোকাবিলা রয়েছে ব্রিসবেনের গাব্বায় ৷ যা অস্ট্রেলিয়ার সবচেয়ে পয়া মাঠ ৷ 1988 সাল থেকে অজ়িরা এখানে টেস্ট হারেনি ৷ এখানেই শেষ নয় ৷ চার ম্যাচের সিরিজ়ের মধ্যে একটি ম্যাচ খেলা হবে নৈশালোকে ৷ গতবছর গোলাপি বলের টেস্টে ভারতের অভিষেক হলেও বিদেশের মাটিতে এখনও টেস্ট খেলেনি কোহলিরা ৷ অ্যাডিলেডে এ বিষয়ে অনভিজ্ঞ ভারতীয় দলের কাছে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ৷ 11 ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে দিন-রাতের টেস্ট ৷ এখনও পর্যন্ত অ্যাডিলেডে একটিও দিন-রাতের টেস্ট হারেনি অজ়িরা ৷ অস্ট্রেলিয়ার কোরোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷ তাই সিরিজ়ের আগে ক্রিকেটারদের কোয়ারানটিন করার প্রয়োজন হয়তো পড়বে না ৷ তবে পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর ৷ ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ছাড়াও মাঠে স্বল্প সংখ্যক দর্শকদের ঢোকার অনুমতি দেওয়ার কথাও চিন্তাভাবনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

মেলবোর্নে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট থাকছে ৷ সিরিজ়ের শেষ তথা নিউ ইয়ার টেস্ট ম্যাচ রয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ চলতি বছরে ভারতকে আর পার্থে খেলতে হচ্ছে না ৷ 2018-19 বর্ডার-গাভাসকর সিরিজ়ে পার্থে হারের মুখ দেখেছিল ভারত ৷

মেলবোর্ন, 27 মে: কুড়ি-বিশের বিশ্বকাপের ভাগ্য এখনও সরু সুতোয় ঝুলছে ৷ আগামিকালই টি-20 বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে ICC ৷ বিশ্বকাপের ভাগ্য যাই হোক না কেন বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের জন্য মুখিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ৷ এরই মধ্য়ে চার ম্যাচের টেস্ট সিরিজ়ের ভেনু নির্ধারণ করে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ বছরের শেষে ডন ব্র্যাডম্যানের দেশে যে কড়া মোকাবিলা অপেক্ষা করছে তা ম্যাচ ভেনুতেই স্পষ্ট ৷

3 ডিসেম্বর ক্যাঙারুর দেশে কোহলিরা প্রথম মোকাবিলা রয়েছে ব্রিসবেনের গাব্বায় ৷ যা অস্ট্রেলিয়ার সবচেয়ে পয়া মাঠ ৷ 1988 সাল থেকে অজ়িরা এখানে টেস্ট হারেনি ৷ এখানেই শেষ নয় ৷ চার ম্যাচের সিরিজ়ের মধ্যে একটি ম্যাচ খেলা হবে নৈশালোকে ৷ গতবছর গোলাপি বলের টেস্টে ভারতের অভিষেক হলেও বিদেশের মাটিতে এখনও টেস্ট খেলেনি কোহলিরা ৷ অ্যাডিলেডে এ বিষয়ে অনভিজ্ঞ ভারতীয় দলের কাছে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ৷ 11 ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে দিন-রাতের টেস্ট ৷ এখনও পর্যন্ত অ্যাডিলেডে একটিও দিন-রাতের টেস্ট হারেনি অজ়িরা ৷ অস্ট্রেলিয়ার কোরোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷ তাই সিরিজ়ের আগে ক্রিকেটারদের কোয়ারানটিন করার প্রয়োজন হয়তো পড়বে না ৷ তবে পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর ৷ ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ছাড়াও মাঠে স্বল্প সংখ্যক দর্শকদের ঢোকার অনুমতি দেওয়ার কথাও চিন্তাভাবনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

মেলবোর্নে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট থাকছে ৷ সিরিজ়ের শেষ তথা নিউ ইয়ার টেস্ট ম্যাচ রয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ চলতি বছরে ভারতকে আর পার্থে খেলতে হচ্ছে না ৷ 2018-19 বর্ডার-গাভাসকর সিরিজ়ে পার্থে হারের মুখ দেখেছিল ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.