মুম্বই, 9 নভেম্বর : আর্কিটেক্ট থেকে খেপ খেলোয়াড় ৷ সেখান থেকে IPL ও পরে জাতীয় দলে অন্তর্ভুক্তি ৷ কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর ক্রিকেট কেরিয়ার কোনও রূপকথার চেয়ে কম বলে মনে হচ্ছিল না ৷ কিন্তু কাঁধের চোটে সেই রূপকথায় ছেদ পড়ল ৷ জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর আগেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন বরুণ ৷ তাঁর পরিবর্তে চলতি IPL-এ "ইয়র্কার কিং" তকমা পাওয়া টি নটরাজনকে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷
বরুণের সমস্যাটা অদ্ভুত ৷ জানা গেছে, দীর্ঘদিন ধরেই কাঁধের চোটে ভুগছেন এই লেগস্পিনার ৷ কিন্তু এই চোট নিয়ে খেলতে মোটেও সমস্যা হয় না তাঁর ৷ তবে বল করতে সমস্যা না হলেও বল ছুঁড়তে সমস্যায় পড়েন ৷ যে কারণে IPL -এ 30 গজের ভেতরে ফিল্ডিং করতেন বরুণ ৷ বরুণের এই সমস্যার কথা নাইট ম্যানেজমেন্ট জানলেও জাতীয় নির্বাচকরা এই বিষয়ে অজ্ঞাত ছিলেন ৷ ভারতীয় দলের ফিজিও নীতিন পটেল বরুণকে ফিট সার্টিফিকেট দেওয়ায় জাতীয় দলে তাঁকে অন্তর্ভুক্ত করতেও সমস্যা হয়নি ৷ কিন্তু নাইটদের IPL অভিযান শেষ হওয়ার পর বরুণের পুরানো চোটের কথা প্রকাশ্যে আসে ৷ শেষমেশ এই পুরানো চোটই বরুণের জাতীয় দলে পা রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল ৷
চলতি IPL -এ দারুণ ফর্মে ছিলেন KKR-এর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ 15টি উইকেট সংগ্রহ করে জাতীয় নির্বাচকদের নজর কাড়তে সক্ষম হন ৷ যার জেরে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের টি-20 স্কোয়াডে তাঁকে রাখা হয়েছিল ৷ যদিও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিমানে ওঠা হল না তাঁর ৷
এদিকে এই মিস্ট্রি স্পিনারের পরিবর্তে একজন পেসারকে টি-20 স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নির্বাচকরা ৷ সানরাইজার্স হায়দরাবাদ টিমের নজরকাড়া পেসার টি নটরাজনকে বরুণের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ৷ চলতি IPL -এ নটরাজনের সংগ্রহ 16টি উইকেট ৷ পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত সংশোধিত ভারতীয় দলের ওয়ান ডে স্কোয়াডে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে ৷ টি-20 দলে থাকলেও ওয়ান ডে টিমে ছিলেন না সঞ্জু ৷ বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে ইশান্ত শর্মার ৷ পুরোপুরি ফিট হলে তিনিও টেস্ট টিমের অংশ হতে পারবেন ৷