ETV Bharat / sports

জিম্বাবোয়ের লজ্জার রেকর্ডে ভাগ বসাল অ্যামেরিকা - Cricket

বুধবার ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও অ্যামেরিকা ৷ নেপাল এবং IPL-এর টিম দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার সন্দীপ লামিছানের ঘূর্ণিতে রীতিমতো উড়ে যায় বিপক্ষ ৷

Sandip lamichhane
সন্দীপ লামিছানে
author img

By

Published : Feb 12, 2020, 11:14 PM IST

কীর্তিপুর (নেপাল), 12 ফেব্রুয়ারি: ODI ফরম্যাটে লজ্জার রেকর্ড গড়ল অ্যামেরিকান ক্রিকেট টিম ৷ যুগ্মভাবে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম স্কোর গড়ার নজির এখন তাদের ঝুলিতে ৷ বুধবার নেপালের বিরুদ্ধে সবচেয়ে কম 35 রান তোলে অ্যামেরিকা ৷ ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2-এর ম্যাচে এই রেকর্ড গড়েছে USA ৷

একদিনের ম্যাচে এতদিন সবচেয়ে কম স্কোর গড়ার রেকর্ড ছিল জিম্বাবোয়ের ঝুলিতে ৷ 2004 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 35 রানে গুটিয়ে গিয়েছিল তারা ৷ জিম্বাবোয়ের সেই লজ্জার রেকর্ডে ভাগ বসাল অ্যামেরিকা ৷ বুধবার ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও অ্যামেরিকা ৷ নেপাল এবং IPL-এর টিম দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার সন্দীপ লামিছানের ঘূর্ণিতে রীতিমতো উড়ে যায় বিপক্ষ ৷ ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে কেরিয়ারের সেরা বোলিং করেন সন্দীপ ৷ ছয় ওভার হাত ঘুরিয়ে 16 রান খরচ করে ছটি উইকেট তুলে নেন এই নেপালি স্পিনার ৷ বাকি চারটি উইকেট নেন বাঁ হাতি স্পিনার সুশান ভারি ৷

নেপালের স্পিন আক্রমণের সামনে মাত্র 12 ওভার ব্যাট করে 32 রান তোলে USA ৷ বাকি তিন রান অতিরিক্ত ৷ একমাত্র ওপেনার জেভিয়ার মার্শাল দু অঙ্কের (12) রান করতে সক্ষম হন ৷ 5.2 ওভার ব্যাট করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল ৷

কীর্তিপুর (নেপাল), 12 ফেব্রুয়ারি: ODI ফরম্যাটে লজ্জার রেকর্ড গড়ল অ্যামেরিকান ক্রিকেট টিম ৷ যুগ্মভাবে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম স্কোর গড়ার নজির এখন তাদের ঝুলিতে ৷ বুধবার নেপালের বিরুদ্ধে সবচেয়ে কম 35 রান তোলে অ্যামেরিকা ৷ ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2-এর ম্যাচে এই রেকর্ড গড়েছে USA ৷

একদিনের ম্যাচে এতদিন সবচেয়ে কম স্কোর গড়ার রেকর্ড ছিল জিম্বাবোয়ের ঝুলিতে ৷ 2004 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 35 রানে গুটিয়ে গিয়েছিল তারা ৷ জিম্বাবোয়ের সেই লজ্জার রেকর্ডে ভাগ বসাল অ্যামেরিকা ৷ বুধবার ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও অ্যামেরিকা ৷ নেপাল এবং IPL-এর টিম দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার সন্দীপ লামিছানের ঘূর্ণিতে রীতিমতো উড়ে যায় বিপক্ষ ৷ ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে কেরিয়ারের সেরা বোলিং করেন সন্দীপ ৷ ছয় ওভার হাত ঘুরিয়ে 16 রান খরচ করে ছটি উইকেট তুলে নেন এই নেপালি স্পিনার ৷ বাকি চারটি উইকেট নেন বাঁ হাতি স্পিনার সুশান ভারি ৷

নেপালের স্পিন আক্রমণের সামনে মাত্র 12 ওভার ব্যাট করে 32 রান তোলে USA ৷ বাকি তিন রান অতিরিক্ত ৷ একমাত্র ওপেনার জেভিয়ার মার্শাল দু অঙ্কের (12) রান করতে সক্ষম হন ৷ 5.2 ওভার ব্যাট করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.