ETV Bharat / sports

গড়াপেটা কাণ্ডে জেরা থারাঙ্গাকে

2011 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়াপেটার অভিযোগে তৎকালীন শ্রীলঙ্কান নির্বাচক প্রধান অরবিন্দ ডি’সিলভাকে 6 ঘণ্টা জেরা করে শ্রীলঙ্কা পুলিশ ৷ এরপর আজ প্রাক্তন শ্রীলঙ্কা ওপেনার উপল থারাঙ্গাকে জেরা করে পুলিশ ৷

image
উপল থারাঙ্গা
author img

By

Published : Jul 1, 2020, 7:39 PM IST

কলম্বো, 1 জুলাই : 2011 সালের বিশ্বকাপ ফাইনালে গড়াপেটারতদন্ত করতে নেমে শ্রীলঙ্কান ওপেনার উপল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করল শ্রীলঙ্কা পুলিশ৷ 35 বছরেরএই ক্রিকেটারকে প্রায় 2 ঘণ্টাধরে জেরা করে শ্রীলঙ্কা পুলিশের স্পেশাল ইউনিট ৷

জেরারপর উপল থারাঙ্গা বলেন,‘‘ওরাতদন্তের জন্য আমাকে কয়েকটি প্রশ্ন করেছেন ৷ আমি আমার উত্তর দিয়েছি ৷’’ 2011বিশ্বকাপ ফাইনালে 20 বল খেলে মাত্র 2 রান করেছিলেন থারাঙ্গা ৷ এর আগেতৎকালীন শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক ও প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার অরবিন্দডিসিলভাকে প্রায় 6 ঘণ্টা টানা জেরা করে পুলিশ ৷

প্রাক্তনশ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগের অভিযোগের পর 2011 সালের বিশ্বকাপের পাইনাল নিয়ে তদন্তশুরু করে পুলিশ ৷

আরও পড়ুনঃ- বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা অভিযোগের স্বপক্ষেরিপোর্ট পেশ

ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে 2011 বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করেশ্রীলঙ্কা করে 6 উইকেটেরবিনিময়ে 274 রান৷ জবাবে ব্যাট করতে নেমে সচিন তেন্ডুলকর আউট হন মাত্র 18 রানে ৷ ফলে শুরুতেই চাপে পড়ে যায়ভারত ৷ দুরন্ত ব্যাটিং করেন গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি ৷ এছাড়া কুমারসাঙ্গাকারার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের খারাপ ফিল্ডিং ও ভারতীয়ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের দৌলতে 6 উইকেটে ম্যাচ জেতে ভারত ৷

শ্রীলঙ্কা পুলিশের স্পেশালতদন্তকারী দলের প্রধান জগাথ ফনসেকা বলেন,‘‘থারাঙ্গার বয়ান রেকর্ড করা হয়েছে ৷ সেটা পর্যালোচনাকরে তদন্তকারী অফিসাররা ঠিক করবেন এরপর কাকে জেরার জন্য ডাকা হবে ৷’’

গড়াপেটা কাণ্ডে জেরাথারাঙ্গাকে

কলম্বো, 1 জুলাই : 2011 সালের বিশ্বকাপ ফাইনালে গড়াপেটারতদন্ত করতে নেমে শ্রীলঙ্কান ওপেনার উপল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করল শ্রীলঙ্কা পুলিশ৷ 35 বছরেরএই ক্রিকেটারকে প্রায় 2 ঘণ্টাধরে জেরা করে শ্রীলঙ্কা পুলিশের স্পেশাল ইউনিট ৷

জেরারপর উপল থারাঙ্গা বলেন,‘‘ওরাতদন্তের জন্য আমাকে কয়েকটি প্রশ্ন করেছেন ৷ আমি আমার উত্তর দিয়েছি ৷’’ 2011বিশ্বকাপ ফাইনালে 20 বল খেলে মাত্র 2 রান করেছিলেন থারাঙ্গা ৷ এর আগেতৎকালীন শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক ও প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার অরবিন্দডিসিলভাকে প্রায় 6 ঘণ্টা টানা জেরা করে পুলিশ ৷

প্রাক্তনশ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগের অভিযোগের পর 2011 সালের বিশ্বকাপের পাইনাল নিয়ে তদন্তশুরু করে পুলিশ ৷

আরও পড়ুনঃ- বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা অভিযোগের স্বপক্ষেরিপোর্ট পেশ

ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে 2011 বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করেশ্রীলঙ্কা করে 6 উইকেটেরবিনিময়ে 274 রান৷ জবাবে ব্যাট করতে নেমে সচিন তেন্ডুলকর আউট হন মাত্র 18 রানে ৷ ফলে শুরুতেই চাপে পড়ে যায়ভারত ৷ দুরন্ত ব্যাটিং করেন গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি ৷ এছাড়া কুমারসাঙ্গাকারার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের খারাপ ফিল্ডিং ও ভারতীয়ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের দৌলতে 6 উইকেটে ম্যাচ জেতে ভারত ৷

শ্রীলঙ্কা পুলিশের স্পেশালতদন্তকারী দলের প্রধান জগাথ ফনসেকা বলেন,‘‘থারাঙ্গার বয়ান রেকর্ড করা হয়েছে ৷ সেটা পর্যালোচনাকরে তদন্তকারী অফিসাররা ঠিক করবেন এরপর কাকে জেরার জন্য ডাকা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.