ETV Bharat / sports

নিউজ়িল্যান্ড থেকে ফিরে জ্বর-গলাব্যথা, মাঠ ছাড়লেন পূজারা - ranji trophy final

বুধবার ফিরেছেন নিউজ়িল্যান্ড থেকে ৷ তারপর থেকেই অসুস্থ ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷ জ্বর, গলাব্যথা নিয়ে রণজি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের হয়ে নামলেও অবসৃত হয়ে ফেরেন দ্রুত ৷

pujara
পূজারা
author img

By

Published : Mar 9, 2020, 10:15 PM IST

রাজকোট, 9 মার্চ : ছয়নম্বরে নামলেন ৷ 24টি বলের মোকাবিলা করে তুললেন মাত্র 5 রান ৷ তারপরই অসুস্থবোধ করে অবসৃত হয়ে ফিরলেন ৷ রণজি ট্রফির ফাইনালে ভারতীয় টেস্ট দলের তারকা চেতেশ্বর পূজারাকে সৌরাষ্ট্রের সেরা অস্ত্র বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু অসুস্থ পূজারা আদৌ খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয় ৷

সদ্য নিউজ়িল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছেন ৷ আর তারপরই রাজ্যের হয়ে রণজি ট্রফির ফাইনালে নেমে পড়েছেন ৷ তবে জ্বর, গলায় ইনফেকশন, টনসিলের ব্যথা নিয়ে বাংলার বিরুদ্ধে নামলেও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি ৷ জাতীয় দল হোক বা রণজি ম্যাচ ৷ পরিচিত তিন নম্বরে ব্যাট করতে দেখা যায় পূজারাকে ৷ অসুস্থ থাকার কারণে সোমবার বাংলার বিরুদ্ধে রণজি ফাইনালের প্রথম দিন সৌরাষ্ট্র দুটি উইকেট হারানোর পরও মাঠে নামেননি পূজারা ৷ প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় অসুস্থ পূজারাকে মাঠে নামানো হবে না ৷ পরে সৌরাষ্ট্রের চারটি উইকেট পড়ে গেলে বাধ্য হয়ে ছয়নম্বরে ব্যাট করতে নামেন তিনি ৷ মাত্র 24টি বল খেলার পরই ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন ৷ পরে ফিজ়িওর পরামর্শে অবসৃত হয়ে ফিরে যান ৷ আজ রাতভর তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে ৷

তবে মঙ্গলবার পূজারা মাঠে নামতে পারবেন বলে বিশ্বাস সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটের ৷ তিনি জানান, "স্টেডিয়াম থেকে 6 কিলোমিটার দূরে পূজারার বাড়ি ৷ অসুস্থ হওয়ার পর তিনি বাড়ি ফিরে যান ৷ তবে দ্বিতীয় দিন থেকে ও ব্যাট করতে পারবে বলেই আমার বিশ্বাস ৷"

রাজকোট, 9 মার্চ : ছয়নম্বরে নামলেন ৷ 24টি বলের মোকাবিলা করে তুললেন মাত্র 5 রান ৷ তারপরই অসুস্থবোধ করে অবসৃত হয়ে ফিরলেন ৷ রণজি ট্রফির ফাইনালে ভারতীয় টেস্ট দলের তারকা চেতেশ্বর পূজারাকে সৌরাষ্ট্রের সেরা অস্ত্র বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু অসুস্থ পূজারা আদৌ খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয় ৷

সদ্য নিউজ়িল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছেন ৷ আর তারপরই রাজ্যের হয়ে রণজি ট্রফির ফাইনালে নেমে পড়েছেন ৷ তবে জ্বর, গলায় ইনফেকশন, টনসিলের ব্যথা নিয়ে বাংলার বিরুদ্ধে নামলেও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি ৷ জাতীয় দল হোক বা রণজি ম্যাচ ৷ পরিচিত তিন নম্বরে ব্যাট করতে দেখা যায় পূজারাকে ৷ অসুস্থ থাকার কারণে সোমবার বাংলার বিরুদ্ধে রণজি ফাইনালের প্রথম দিন সৌরাষ্ট্র দুটি উইকেট হারানোর পরও মাঠে নামেননি পূজারা ৷ প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় অসুস্থ পূজারাকে মাঠে নামানো হবে না ৷ পরে সৌরাষ্ট্রের চারটি উইকেট পড়ে গেলে বাধ্য হয়ে ছয়নম্বরে ব্যাট করতে নামেন তিনি ৷ মাত্র 24টি বল খেলার পরই ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন ৷ পরে ফিজ়িওর পরামর্শে অবসৃত হয়ে ফিরে যান ৷ আজ রাতভর তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে ৷

তবে মঙ্গলবার পূজারা মাঠে নামতে পারবেন বলে বিশ্বাস সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটের ৷ তিনি জানান, "স্টেডিয়াম থেকে 6 কিলোমিটার দূরে পূজারার বাড়ি ৷ অসুস্থ হওয়ার পর তিনি বাড়ি ফিরে যান ৷ তবে দ্বিতীয় দিন থেকে ও ব্যাট করতে পারবে বলেই আমার বিশ্বাস ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.