ETV Bharat / sports

3 বছরের জন্য নিষিদ্ধ পাক ক্রিকেটার উমর আকমল

author img

By

Published : Apr 27, 2020, 7:30 PM IST

ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব পান বুকিদের থেকে । এমনকী বিশ্বকাপেও তাঁর কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল । যদিও এসবের কিছুই তিনি ICC-র দুর্নীতি দমন শাখাকে জানাননি ।

umar akmal
umar akmal

করাচি, 27 এপ্রিল: দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অপরাধে সবরকম ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হল পাক ক্রিকেটার উমর আকমলকে । সোমবার টুইট করে এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও তা গোপন করায় উমর আকমলকে এই শাস্তি দিয়েছে PCB ।

টুইটে পাক বোর্ড ঘোষণা করে, "উমর আকমলকে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি ফজল ই মিরান চৌহান ।" যদিও এই পাক ব্যাটসম্যান এই প্রথম নিষিদ্ধ হলেন তা নয় । এর আগেও ফিটনেস টেস্ট পাশ না করায় ট্রেনারের সঙ্গে খারাপ ব্যবহার করেন । এরপর কোচ মিকি আর্থারের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন । যার জন্য সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাঁর উপর । তবে এবার বড়সড় শাস্তির মুখে পড়লেন আকমল ।

একটি সাক্ষাৎকারে উমর জানান, একটি ম্যাচে দুটি বল ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি । এছাড়া ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব পান বুকিদের থেকে । এমনকী বিশ্বকাপেও তাঁর কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল । যদিও এসবের কিছুই তিনি ICC-র দুর্নীতি দমন শাখাকে জানাননি ।

এরপরই 20 ফেব্রুয়ারি থেকে আকমলকে সাময়িকভাবে নিষিদ্ধ করে PCB । একমাস পর তাঁর বিরুদ্ধে দুটি দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে পাক ক্রিকেট বোর্ড । যদিও এই অভিযোগের ভিত্তিতে পাল্টা আবেদন করেননি উমর আকমল । তাই শাস্তি কমে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের শাস্তি দিয়েছে শৃঙ্খলা কমিটি । প্রসঙ্গত, একই অপরাধের জন্য দুবছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও ।

করাচি, 27 এপ্রিল: দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অপরাধে সবরকম ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হল পাক ক্রিকেটার উমর আকমলকে । সোমবার টুইট করে এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও তা গোপন করায় উমর আকমলকে এই শাস্তি দিয়েছে PCB ।

টুইটে পাক বোর্ড ঘোষণা করে, "উমর আকমলকে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি ফজল ই মিরান চৌহান ।" যদিও এই পাক ব্যাটসম্যান এই প্রথম নিষিদ্ধ হলেন তা নয় । এর আগেও ফিটনেস টেস্ট পাশ না করায় ট্রেনারের সঙ্গে খারাপ ব্যবহার করেন । এরপর কোচ মিকি আর্থারের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন । যার জন্য সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাঁর উপর । তবে এবার বড়সড় শাস্তির মুখে পড়লেন আকমল ।

একটি সাক্ষাৎকারে উমর জানান, একটি ম্যাচে দুটি বল ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি । এছাড়া ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব পান বুকিদের থেকে । এমনকী বিশ্বকাপেও তাঁর কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল । যদিও এসবের কিছুই তিনি ICC-র দুর্নীতি দমন শাখাকে জানাননি ।

এরপরই 20 ফেব্রুয়ারি থেকে আকমলকে সাময়িকভাবে নিষিদ্ধ করে PCB । একমাস পর তাঁর বিরুদ্ধে দুটি দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে পাক ক্রিকেট বোর্ড । যদিও এই অভিযোগের ভিত্তিতে পাল্টা আবেদন করেননি উমর আকমল । তাই শাস্তি কমে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের শাস্তি দিয়েছে শৃঙ্খলা কমিটি । প্রসঙ্গত, একই অপরাধের জন্য দুবছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.