ETV Bharat / sports

বৃ্ষ্টিতে পণ্ড ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচ - india vs south africa first odi

বৃষ্টির জন্য ধরমশালায় নির্ধারিত সময়ে হল না টস ৷ ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷

dharamsala
ধরমশালায় বৃষ্টি
author img

By

Published : Mar 12, 2020, 2:20 PM IST

Updated : Mar 12, 2020, 6:51 PM IST

ধরমশালা, 12 মার্চ: বৃষ্টিতে ধুয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ ৷ ছয়মাসের মধ্যে এই নিয়ে দু'দুবার ধরমশালায় আন্তর্জাতিক ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির জন্য ৷ গত বছরের সেপ্টেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-20 ম্যাচটিও বৃষ্টির জন্য ভেস্তে যায় ৷ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি ৷ সন্ধে সাড়ে ছ'টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ বাতিল ঘোষণা করা হয় ৷

বৃষ্টির ভ্রুকূটি ছিলই ৷ বৃহস্পতিবার থেকে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচে বৃষ্টি বাধা হতে পারে, এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের ৷ বুধবার সারারাত ধরে ধরমশালায় বৃষ্টি হয়েছে ৷ ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায় গোটা মাঠ ৷ যার ফলে নির্ধারিত সময় টস করতেও নামতে পারেনি দুই দলের অধিনায়ক ৷ পিচ এবং আউটফিল্ড কভারে ঢেকে রাখা হয়েছিল ৷

আজ দুপুর একট নাগাদ টস হওয়ার কথা ছিল ৷ কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় টস হয়নি ৷ 1:15 নাগাদ ফের একবার মাঠের অবস্থা পরীক্ষা করে দেখার কথা ছিল ৷ কিন্তু তখনই ধরমশালার আকাশ ভেঙে ফের শুরু হয় বৃষ্টি ৷ ফলে মাঠ পরীক্ষাও সম্ভব হয়নি ৷

রোদের ছিটেফোঁটা ছিল না। আবহাওয়া বেশ ঠান্ডা ৷ তার উপর শুরু হয় বৃষ্টি ৷ এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল ৷ সেই আশঙ্কাই সত্যি হল শেষমেশ ৷ বাকি দুটি ম্যাচ রয়েছে লখনৌ এবং কলকাতায় ৷

ধরমশালা, 12 মার্চ: বৃষ্টিতে ধুয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ ৷ ছয়মাসের মধ্যে এই নিয়ে দু'দুবার ধরমশালায় আন্তর্জাতিক ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির জন্য ৷ গত বছরের সেপ্টেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-20 ম্যাচটিও বৃষ্টির জন্য ভেস্তে যায় ৷ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি ৷ সন্ধে সাড়ে ছ'টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ বাতিল ঘোষণা করা হয় ৷

বৃষ্টির ভ্রুকূটি ছিলই ৷ বৃহস্পতিবার থেকে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচে বৃষ্টি বাধা হতে পারে, এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের ৷ বুধবার সারারাত ধরে ধরমশালায় বৃষ্টি হয়েছে ৷ ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায় গোটা মাঠ ৷ যার ফলে নির্ধারিত সময় টস করতেও নামতে পারেনি দুই দলের অধিনায়ক ৷ পিচ এবং আউটফিল্ড কভারে ঢেকে রাখা হয়েছিল ৷

আজ দুপুর একট নাগাদ টস হওয়ার কথা ছিল ৷ কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় টস হয়নি ৷ 1:15 নাগাদ ফের একবার মাঠের অবস্থা পরীক্ষা করে দেখার কথা ছিল ৷ কিন্তু তখনই ধরমশালার আকাশ ভেঙে ফের শুরু হয় বৃষ্টি ৷ ফলে মাঠ পরীক্ষাও সম্ভব হয়নি ৷

রোদের ছিটেফোঁটা ছিল না। আবহাওয়া বেশ ঠান্ডা ৷ তার উপর শুরু হয় বৃষ্টি ৷ এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল ৷ সেই আশঙ্কাই সত্যি হল শেষমেশ ৷ বাকি দুটি ম্যাচ রয়েছে লখনৌ এবং কলকাতায় ৷

Last Updated : Mar 12, 2020, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.