কলকাতা , 20 নভেম্বর : বৃহস্পতিবার ফের কলকাতায় গোলাপি টেস্টের টিকিটের কালোবাজারির চেষ্টা হয় ৷ উদ্ধার করা হয় 40টি টিকিট ৷ এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।
ঐতিহাসিক গোলাপি টেস্টের সাক্ষী থাকতে চাইছেন বহু ক্রিকেটপ্রেমী । সময় যত গড়াচ্ছে ম্যাচ দেখার টিকিটের চাহিদা ততই বাড়ছে । অনলাইনে প্রথম তিন দিনের টিকিট বহু আগেই শেষ । অনলাইন ছাড়া আর কোথাও টিকিট বিক্রি হচ্ছে না । ক্রিকেটপ্রেমীদের ধারণা টেস্ট শেষ হয়ে যাবে তিন দিনেই । আর তাই প্রথম তিন দিনের টিকিটের চাহিদা তুঙ্গে ।
সেই সুযোগটাই নিতে চাইছে কালোবাজারিরা । তবে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে কড়া নজরদারি চালাচ্ছে ইডেন গার্ডেনের বাইরে । কারও গতিবিধি সন্দেহজনক দেখলেই তাকে নজরে রাখছে পুলিশ । এরই মাঝে আজ দুপুরে চলছিল টিকিটে কালোবাজারি । এই ঘটনায় মোট ৬ জন ধরা পড়ে যায় গোয়েন্দাদের জালে । ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪০ টি টিকিট ।