ETV Bharat / sports

গোলাপি টেস্টের টিকিটের কালোবাজারি, গ্রেপ্তার 6 - গোলাপি টেস্ট ম্যাচের টিকিট ব্ল্যাকের চেষ্টা

বৃহস্পতিবার ফের কলকাতায় গোলাপি টেস্টের টিকিটের কালোবাজারির চেষ্টা হয় ৷ উদ্ধার করা হয় 40টি টিকিট ৷ টিকিট কালোবাজারে বিক্রি করার অপরাধে 6 জনকে হাতেনাতে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা শাখা । গোলাপি বল ইডেনের সবুজ গালিচায় পড়ার আগেই মাঠে নেমে পড়েছে কালোবাজারিরা ।

ticket
author img

By

Published : Nov 21, 2019, 11:19 PM IST

কলকাতা , 20 নভেম্বর : বৃহস্পতিবার ফের কলকাতায় গোলাপি টেস্টের টিকিটের কালোবাজারির চেষ্টা হয় ৷ উদ্ধার করা হয় 40টি টিকিট ৷ এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।

ঐতিহাসিক গোলাপি টেস্টের সাক্ষী থাকতে চাইছেন বহু ক্রিকেটপ্রেমী । সময় যত গড়াচ্ছে ম্যাচ দেখার টিকিটের চাহিদা ততই বাড়ছে । অনলাইনে প্রথম তিন দিনের টিকিট বহু আগেই শেষ । অনলাইন ছাড়া আর কোথাও টিকিট বিক্রি হচ্ছে না । ক্রিকেটপ্রেমীদের ধারণা টেস্ট শেষ হয়ে যাবে তিন দিনেই । আর তাই প্রথম তিন দিনের টিকিটের চাহিদা তুঙ্গে ।

সেই সুযোগটাই নিতে চাইছে কালোবাজারিরা । তবে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে কড়া নজরদারি চালাচ্ছে ইডেন গার্ডেনের বাইরে । কারও গতিবিধি সন্দেহজনক দেখলেই তাকে নজরে রাখছে পুলিশ । এরই মাঝে আজ দুপুরে চলছিল টিকিটে কালোবাজারি । এই ঘটনায় মোট ৬ জন ধরা পড়ে যায় গোয়েন্দাদের জালে । ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪০ টি টিকিট ।

কলকাতা , 20 নভেম্বর : বৃহস্পতিবার ফের কলকাতায় গোলাপি টেস্টের টিকিটের কালোবাজারির চেষ্টা হয় ৷ উদ্ধার করা হয় 40টি টিকিট ৷ এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।

ঐতিহাসিক গোলাপি টেস্টের সাক্ষী থাকতে চাইছেন বহু ক্রিকেটপ্রেমী । সময় যত গড়াচ্ছে ম্যাচ দেখার টিকিটের চাহিদা ততই বাড়ছে । অনলাইনে প্রথম তিন দিনের টিকিট বহু আগেই শেষ । অনলাইন ছাড়া আর কোথাও টিকিট বিক্রি হচ্ছে না । ক্রিকেটপ্রেমীদের ধারণা টেস্ট শেষ হয়ে যাবে তিন দিনেই । আর তাই প্রথম তিন দিনের টিকিটের চাহিদা তুঙ্গে ।

সেই সুযোগটাই নিতে চাইছে কালোবাজারিরা । তবে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে কড়া নজরদারি চালাচ্ছে ইডেন গার্ডেনের বাইরে । কারও গতিবিধি সন্দেহজনক দেখলেই তাকে নজরে রাখছে পুলিশ । এরই মাঝে আজ দুপুরে চলছিল টিকিটে কালোবাজারি । এই ঘটনায় মোট ৬ জন ধরা পড়ে যায় গোয়েন্দাদের জালে । ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪০ টি টিকিট ।

Intro:কলকাতা, ২০ নভেম্বর : আজ আবারো ভারতের প্রথম গোলাপী বলের টেস্ট ম্যাচের টিকিট ব্ল্যাকের চেষ্টা। গোলাপি বল ইডেনের সবুজ গালিচায় পড়ার আগেই মাঠে নেমে পরেছে কালোবাজারিরা। আজ দুপুরে ইডেন গার্ডেনের বাইরে কড়া নজরদারি চালিয়ে ক্রিকেট ম্যাচের টিকিট ব্ল্যাক করার অপরাধে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা শাখা। বাজেয়াপ্ত হয়েছে মোট ৪০টি টিকিট। Body:আসলে ঐতিহাসিকদের সাক্ষী থাকতে চাইছেন অনেকেই। সময় যত গড়াচ্ছে মাছ দেখার টিকিটের চাহিদা ততই বাড়ছে। অথচ পাওয়া যাচ্ছে না টিকিট। অনলাইনে প্রথম তিন দিনের টিকিট বহু আগেই শেষ। সাধারণভাবে টিকিট কোথাও বিক্রি হচ্ছে না। ক্রিকেটপ্রেমীদের ধারণা টেস্ট শেষ হয়ে যাবে তিন দিনেই। আর তাই প্রথম তিন দিনের টিকিটের চাহিদা তুঙ্গে। সেই সুযোগটাই নিতে চাইছে কালোবাজারিরা। তবে লালবাজারে গোয়েন্দা বিভাগের গুণ্ডা দমন শাখার আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে কড়া নজরদারি চালচ্ছে ইডেন গার্ডেনের বাইরে। সন্দেহজনক গতিবিধি দেখলেই তার উপর নজর গিয়ে পড়ছে পুলিশের। এরই মাঝে আজ দুপুরে চলছিল টিকিট ব্ল্যাক। ঘটনায় মোট ৬ জন ধরা পড়ে যায় গোয়েন্দাদের জালে। ধৃতদের তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪০ টি টিকিট। Conclusion:লালবাজার সূত্রের খবর আগামীকাল নজর রাখবে গুন্ডা দমন শাখা। টিকিট ব্লাকের চেষ্টা হলে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.