কলকাতা, 20 নভেম্বর : ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক গোলাপি টেস্টের আগে উন্মাদনার পারদ চড়ছে কলকাতায় ৷ আর তার সুযোগে মাঠে নেমে পড়েছে টিকিটের কালোবাজারিরা । ইডেন গার্ডেন চত্বরে আজ দুপুরে নজরদারি চালায় লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ টিকিটের কালোবাজারির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে মোট 38 টি টিকিট ৷
লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে আজ নজর রাখছিলেন ইডেন গার্ডেন চত্বরে ৷ সেখানে চলছিল টিকিটের কালোবাজারি ৷ বিকেলে গোয়েন্দাদের জালে ধরা পড়ে সন্দেহভাজন 6 জন ৷ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে ৷
ঐতিহাসিক গোলাপি টেস্টকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন টিকিটের চাহিদা তুঙ্গে ৷ কালোবাজারি রুখতে অনেকদিন আগেই ব্যবস্থা নিয়েছে BCCI ৷ বন্ধ করে দেওয়া হয়েছে অফলাইন টিকিট বিক্রি ৷ কিন্তু তারপরেও চলছিল টিকিটের কালোবাজারি ৷ দ্বিগুণ, তিনগুণ দামে বিক্রি হচ্ছিল টিকিট ৷ ধৃতদের বিরুদ্ধে ময়দান থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ ।