ETV Bharat / sports

টুর্নামেন্ট শেষ করতে পারব কি না ভেবে ধন্দে ছিলাম : সৌরভ - দ্বিধা ছিল টুর্নামেন্ট শেষ করতে পারব কি না : সৌরভ

প্রায় দুটো মাস ধরে আবু ধাবির তপ্ত গরমে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে আটটি টিম ৷ ফাইনাল নিয়ে টুর্নামেন্টে বাকি মাত্র দুটি ম্যাচ ৷ দুবাই, শারজা, আবু ধাবির গ্যালারি শূন্য থাকলেও সারা বিশ্বের মানুষ ঘরে বসে কোটিপতি লিগের মজা উপভোগ করেছে ৷

টুর্নামেন্ট শেষ করতে পারব কি না ভেবে ধন্দে ছিলাম : সৌরভ
টুর্নামেন্ট শেষ করতে পারব কি না ভেবে ধন্দে ছিলাম : সৌরভ
author img

By

Published : Nov 7, 2020, 7:14 PM IST

আবু ধাবি, 7 নভেম্বর : অনেক দ্বিধা-দ্বন্দ্ব, একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে শুরু হয়েছিল 13তম IPL ৷ আরব আমিরশাহীতে সেই মেগা টুর্নামেন্ট একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ৷ আগামী সপ্তাহের মঙ্গলবার শেষ হচ্ছে 53 দিনের এই মহাযজ্ঞ ৷ দিন-রাত এক করে 300 মানুষের অক্লান্ত পরিশ্রমে মরুশহরে এই টুর্নামেন্ট বিপুল সাফল্যের মুখ দেখেছে ৷ যেখানে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ টুর্নামেন্টের শেষ লগ্নে এসে সৌরভের সেই সময়কার কথা মনে পড়ছে যেদিন কোরোনা প্যানডেমিকের কারণে IPL শেষ করতে পারবেন কি না তা নিয়ে ধন্দে ছিলেন সৌরভ ৷

ফাইনালের বল গড়ানোর আগেই আমিরশাহী পৌঁছে গেছেন সৌরভ ৷ BCCI সভাপতি হিসেবে প্রথমবার IPLআয়োজন করার সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ৷ এই সময়ে দাঁড়িয়ে প্রথমদিকে বাধাগুলির কথা মনে পড়ছে সৌরভের ৷ তিনি বলেছেন, "টুর্নামেন্ট শেষ করতে পারব কি না সেটাই জানতাম না ৷ কারণ এর আগে কোনওদিন বায়ো বাবল তৈরি করা হয়নি ৷ ইংল্যান্ড নিজেদের দেশে যেভাবে সিরিজ় আয়োজন করেছিল সেটা দেখে শেখার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু এখানে ঝুঁকিটা আরও বেশি ছিল ৷ কারণ ওটা দ্বিপাক্ষিক সিরিজ় ছিল ৷ আর এখানে প্রায় 300 মানুষ জড়িয়ে রয়েছে ৷"

টুর্নামেন্ট শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার সহ বেশ কয়েকজন সদস্য কোরোনায় আক্রান্ত হন ৷ বোর্ড সভাপতির কথায়, "সংক্রমণের ভয় ছিল ৷ সেটা শুরু হয়েছিল CSK থেকে ৷ সেই সময়টা আমরা সবাই ভয় পেয়েছিলাম ৷ বিষয়টি নিয়ে একাধিকবার জয়ের (শাহ) সঙ্গে কথা বলেছি ৷ ও খুব ভয়ে ছিল ৷ মনে হচ্ছিল, যদি খারাপ কিছু ঘটে যায় ৷ কিন্তু ভাগ্যবশত কিছু হয়নি ৷ আর এখনও পর্যন্ত টুর্নামেন্টটাও খুব ভালো কেটেছে ৷"

প্রায় দু'টো মাস ধরে আবু ধাবির তপ্ত গরমে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে আটটি টিম ৷ ফাইনাল নিয়ে টুর্নামেন্টে বাকি মাত্র দু'টি ম্যাচ ৷ দুবাই, শারজা, আবু ধাবির গ্যালারি শূন্য থাকলেও সারা বিশ্বের মানুষ ঘরে বসে কোটিপতি লিগের মজা উপভোগ করেছে ৷ কঠিন পরিস্থিতিতে মানুষের মুখে হাসি ফুটিয়েছে IPL ৷ সৌরভ বলেছেন, "এই বিশ্বের খেলাধুলোর প্রয়োজন রয়েছে ৷ স্বাভাবিক জীবনে ফেরার প্রয়োজন রয়েছে ৷ গোটা BCCI টিম, গ্রাউন্ড স্টাফ ও কর্মীরা গত আড়াই মাস ধরে দুবাইয়ে রয়েছে ৷ যার ফলাফল দারুণ ৷"

আবু ধাবি, 7 নভেম্বর : অনেক দ্বিধা-দ্বন্দ্ব, একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে শুরু হয়েছিল 13তম IPL ৷ আরব আমিরশাহীতে সেই মেগা টুর্নামেন্ট একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ৷ আগামী সপ্তাহের মঙ্গলবার শেষ হচ্ছে 53 দিনের এই মহাযজ্ঞ ৷ দিন-রাত এক করে 300 মানুষের অক্লান্ত পরিশ্রমে মরুশহরে এই টুর্নামেন্ট বিপুল সাফল্যের মুখ দেখেছে ৷ যেখানে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ টুর্নামেন্টের শেষ লগ্নে এসে সৌরভের সেই সময়কার কথা মনে পড়ছে যেদিন কোরোনা প্যানডেমিকের কারণে IPL শেষ করতে পারবেন কি না তা নিয়ে ধন্দে ছিলেন সৌরভ ৷

ফাইনালের বল গড়ানোর আগেই আমিরশাহী পৌঁছে গেছেন সৌরভ ৷ BCCI সভাপতি হিসেবে প্রথমবার IPLআয়োজন করার সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ৷ এই সময়ে দাঁড়িয়ে প্রথমদিকে বাধাগুলির কথা মনে পড়ছে সৌরভের ৷ তিনি বলেছেন, "টুর্নামেন্ট শেষ করতে পারব কি না সেটাই জানতাম না ৷ কারণ এর আগে কোনওদিন বায়ো বাবল তৈরি করা হয়নি ৷ ইংল্যান্ড নিজেদের দেশে যেভাবে সিরিজ় আয়োজন করেছিল সেটা দেখে শেখার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু এখানে ঝুঁকিটা আরও বেশি ছিল ৷ কারণ ওটা দ্বিপাক্ষিক সিরিজ় ছিল ৷ আর এখানে প্রায় 300 মানুষ জড়িয়ে রয়েছে ৷"

টুর্নামেন্ট শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার সহ বেশ কয়েকজন সদস্য কোরোনায় আক্রান্ত হন ৷ বোর্ড সভাপতির কথায়, "সংক্রমণের ভয় ছিল ৷ সেটা শুরু হয়েছিল CSK থেকে ৷ সেই সময়টা আমরা সবাই ভয় পেয়েছিলাম ৷ বিষয়টি নিয়ে একাধিকবার জয়ের (শাহ) সঙ্গে কথা বলেছি ৷ ও খুব ভয়ে ছিল ৷ মনে হচ্ছিল, যদি খারাপ কিছু ঘটে যায় ৷ কিন্তু ভাগ্যবশত কিছু হয়নি ৷ আর এখনও পর্যন্ত টুর্নামেন্টটাও খুব ভালো কেটেছে ৷"

প্রায় দু'টো মাস ধরে আবু ধাবির তপ্ত গরমে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে আটটি টিম ৷ ফাইনাল নিয়ে টুর্নামেন্টে বাকি মাত্র দু'টি ম্যাচ ৷ দুবাই, শারজা, আবু ধাবির গ্যালারি শূন্য থাকলেও সারা বিশ্বের মানুষ ঘরে বসে কোটিপতি লিগের মজা উপভোগ করেছে ৷ কঠিন পরিস্থিতিতে মানুষের মুখে হাসি ফুটিয়েছে IPL ৷ সৌরভ বলেছেন, "এই বিশ্বের খেলাধুলোর প্রয়োজন রয়েছে ৷ স্বাভাবিক জীবনে ফেরার প্রয়োজন রয়েছে ৷ গোটা BCCI টিম, গ্রাউন্ড স্টাফ ও কর্মীরা গত আড়াই মাস ধরে দুবাইয়ে রয়েছে ৷ যার ফলাফল দারুণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.