ETV Bharat / sports

সচিন-লারা আমার যুগের সেরা ব্যাটসম্যান : শেন ওয়ার্ন

দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে দুই বিভাগে রেখেছেন ওয়ার্ন ৷ তাঁর মতে সচিন হলেন অল টাইম ব্যাটসম্যান ৷ অন্যদিকে বড় রান তাড়া করতে হলে তাঁর পছন্দ প্রাক্তন উইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারা

image
শেন ওয়ার্ন
author img

By

Published : Mar 30, 2020, 10:46 PM IST

দিল্লি, 30 মার্চ : তাঁর যুগের সেরা দুই ব্যাটসম্যান কে? প্রশ্ন করাতে লেগস্পিনের যাদুতে প্রশ্নকর্তাকে ভেলকি দেখিয়ে ক্লিন বোল্ড করলেন প্রাক্তন অজ়ি লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ ইনস্ট্রাগ্রাম লাইভে ভক্তদের প্রশ্নের উত্তরে ওয়ার্ন জানালেন তাঁর যুগের সেরা দুই ব্যাটসম্যান সচিন ও লারা ৷

দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে দুই বিভাগে রেখেছেন ওয়ার্ন ৷ তাঁর মতে সচিন হলেন অল টাইম ব্যাটসম্যান ৷ অন্যদিকে বড় রান তাড়া করতে হলে তাঁর পছন্দ প্রাক্তন ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারা ৷

শেন বলেন, ‘‘ যদি যেকোনও পরিস্থিতিতে ব্যাট করতে ব্যাটসম্যানকে ক্রিজে নামাতে হয়, তাহলে আমার প্রথম পছন্দ সচিন ৷ অন্যদিকে শেষ দিনে যদি 400 রান তাড়া করতে হয় তাহলে আমি অবশ্যই লারাকে ব্যাট করতে পাঠাব ৷’’

200টি টেস্ট ম্যাচে 53.78 গড়ে 15 হাজার 921 রান করেছেন সচিন ৷ 463টি একদিনের ম্যাচে তাঁর রান সংগ্রহ 18হাজার 426 ৷ অন্যদিকে লারা খেলেছেন 131টি টেস্ট ৷ 52.88 গড়ে তিনি করেছেন 11হাজার 953 রান ৷ 299টি একদিনের ম্যাচে লারার সংগ্রহ 10 হাজার 405 রান ৷

দিল্লি, 30 মার্চ : তাঁর যুগের সেরা দুই ব্যাটসম্যান কে? প্রশ্ন করাতে লেগস্পিনের যাদুতে প্রশ্নকর্তাকে ভেলকি দেখিয়ে ক্লিন বোল্ড করলেন প্রাক্তন অজ়ি লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ ইনস্ট্রাগ্রাম লাইভে ভক্তদের প্রশ্নের উত্তরে ওয়ার্ন জানালেন তাঁর যুগের সেরা দুই ব্যাটসম্যান সচিন ও লারা ৷

দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে দুই বিভাগে রেখেছেন ওয়ার্ন ৷ তাঁর মতে সচিন হলেন অল টাইম ব্যাটসম্যান ৷ অন্যদিকে বড় রান তাড়া করতে হলে তাঁর পছন্দ প্রাক্তন ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারা ৷

শেন বলেন, ‘‘ যদি যেকোনও পরিস্থিতিতে ব্যাট করতে ব্যাটসম্যানকে ক্রিজে নামাতে হয়, তাহলে আমার প্রথম পছন্দ সচিন ৷ অন্যদিকে শেষ দিনে যদি 400 রান তাড়া করতে হয় তাহলে আমি অবশ্যই লারাকে ব্যাট করতে পাঠাব ৷’’

200টি টেস্ট ম্যাচে 53.78 গড়ে 15 হাজার 921 রান করেছেন সচিন ৷ 463টি একদিনের ম্যাচে তাঁর রান সংগ্রহ 18হাজার 426 ৷ অন্যদিকে লারা খেলেছেন 131টি টেস্ট ৷ 52.88 গড়ে তিনি করেছেন 11হাজার 953 রান ৷ 299টি একদিনের ম্যাচে লারার সংগ্রহ 10 হাজার 405 রান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.