দিল্লি, 26 ফেব্রুয়ারি : নিউজ়িল্যান্ড সফর দারুণভাবে শুরু করলেও হঠাৎ ছন্দপতন ৷ টি-20 সিরিজ়ে জয় পেলেও ওয়ানডে সিরিজ়ে সবকটি ম্যাচে হার । এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর প্রথম হার মেন ইন ব্লুদের ৷ প্রতিপক্ষ সেই নিউজ়িল্যান্ড ৷ এরই মাঝে ক্রাইস্টচার্চ যাওয়ার পথে ছবি টুইটারে পোস্ট করে ট্রোলড হলেন ভারতীয় ক্রিকেটাররা ৷
-
Straight outta Wellington🤘🤘 #traveldiaries #TeamIndia #onthego #entourage pic.twitter.com/PZUI4q5Fj6
— Mayank Agarwal (@mayankcricket) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Straight outta Wellington🤘🤘 #traveldiaries #TeamIndia #onthego #entourage pic.twitter.com/PZUI4q5Fj6
— Mayank Agarwal (@mayankcricket) February 25, 2020Straight outta Wellington🤘🤘 #traveldiaries #TeamIndia #onthego #entourage pic.twitter.com/PZUI4q5Fj6
— Mayank Agarwal (@mayankcricket) February 25, 2020
ইশান্ত শর্মা ও ময়ঙ্ক আগরওয়াল ভারতের হয়ে প্রথম টেস্টে কিছুটা হলেও ভালো পারফরমেন্স করেছেন ৷ প্রথম ইনিংসে বল হাতে ইশান্ত নিয়েছিলেন 5টি উইকেট ৷ অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে 92 রান করেছেন ময়ঙ্ক ৷ বুধবার এই দুই ক্রিকেটার টুইটারে একটি ছবি পোস্ট করেন ৷ সেই ছবিতে দেখা যায় অধিনায়ক বিরাট কোহলি ও ঋষভ পন্থকে ৷ কিন্তু ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই টুইটারে টিম ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করা শুরু হয় ৷ ছবি পোস্ট করার থেকে খেলায় বেশি মনোনিবেশ করার জন্য পরামর্শ দিয়েছেন একজন ৷ অন্য একজন আবার লিখেছেন, ‘‘ঘুরে বেড়ানো বন্ধ কর, কড়া অনুশীলন কর ও ভালো ক্রিকেট খেল.... তোমরা ওখানে শপিং করতে যাওনি ৷’’
ওয়েলিংটনে প্রথম ইনিংসে ভারত 165 রানে অল আউট হয়ে যায় ৷ দ্বিতীয় ইনিংসেও 191 রানে শেষ হয় কোহলিদের ইনিংস ৷ দুই ইনিংসেই ব্যর্থ হন অধিনায়ক কোহলি ৷