ETV Bharat / sports

জড়িয়ে ধরে ধোনির গলায় চুমু রায়নার, ভাইরাল ভিডিয়ো - ধোনির গলায় রায়নার চুমু

ক্যাপ্টেন কুল'কে কাছে পেয়ে একটু বাড়াবাড়ি করে ফেললেন সুরেশ রায়না ৷ ধোনির সঙ্গে দেখা হতেই আলিঙ্গন করার পাশাপাশি তাঁর গলায় চুমুও খেয়ে ফেললেন রায়না ৷

Suresh Raina Greets MS Dhoni
ধোনির গলায় চুমু রায়নার
author img

By

Published : Mar 4, 2020, 10:41 AM IST

চেন্নাই, 4 মার্চ: চেন্নাই সুপার কিংস ফ্যানেদের আদরের 'থালা' ও 'চিন্নাথালা' ৷ দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরকে ৷ আলিঙ্গনের পর ধোনির গলায় চুমুও খেয়ে ফেললেন রায়না৷ দুজনের প্রেম দেখে উচ্ছ্বসিত CSK ফ্যানেরা ৷

চেন্নাইয়ে পা রাখতেই দারুণ অভ্যর্থনা পেয়েছিলেন ৷ চিপকের বাইশ গজে 2020 IPL-এর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ CSK অনুরাগীদের মতো মাহিকে পেয়ে উচ্ছসিত তাঁর টিমমেটরাও ৷ ক্যাপ্টেন কুল'কে কাছে পেয়ে একটু বাড়াবাড়ি করে ফেললেন সুরেশ রায়না ৷ ধোনির সঙ্গে দেখা হতেই আলিঙ্গন করার পাশাপাশি তাঁর গলায় চুমুও খেয়ে ফেললেন রায়না ৷ চেন্নাই সুপার কিংস সেই ভিডিয়ো টুইট করতেই ভাইরাল ৷

জাতীয় দলে একসঙ্গে খেলেছেন বহু বছর ৷ কাঁধে কাঁধ রেখে দলকে জিতিয়েছেন ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে IPL-এও অধিনায়ক হিসেবে পেয়েছেন সুরেশ রায়না ৷ তাই খেলার মাঠের বাইরেও দু'জনের মধ্যে বন্ধুত্ব রয়েছে ৷ তাই অনেকদিন পর দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেন দু'জনে ৷ তবে ধোনিকে রায়নার চুমু খাওয়া দেখে হেসে গড়াগড়ি খেয়েছে CSK সমর্থকরা ৷ এমনকী, ধোনি নিজেও হেসে ফেলেন ৷

চেন্নাই, 4 মার্চ: চেন্নাই সুপার কিংস ফ্যানেদের আদরের 'থালা' ও 'চিন্নাথালা' ৷ দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরকে ৷ আলিঙ্গনের পর ধোনির গলায় চুমুও খেয়ে ফেললেন রায়না৷ দুজনের প্রেম দেখে উচ্ছ্বসিত CSK ফ্যানেরা ৷

চেন্নাইয়ে পা রাখতেই দারুণ অভ্যর্থনা পেয়েছিলেন ৷ চিপকের বাইশ গজে 2020 IPL-এর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ CSK অনুরাগীদের মতো মাহিকে পেয়ে উচ্ছসিত তাঁর টিমমেটরাও ৷ ক্যাপ্টেন কুল'কে কাছে পেয়ে একটু বাড়াবাড়ি করে ফেললেন সুরেশ রায়না ৷ ধোনির সঙ্গে দেখা হতেই আলিঙ্গন করার পাশাপাশি তাঁর গলায় চুমুও খেয়ে ফেললেন রায়না ৷ চেন্নাই সুপার কিংস সেই ভিডিয়ো টুইট করতেই ভাইরাল ৷

জাতীয় দলে একসঙ্গে খেলেছেন বহু বছর ৷ কাঁধে কাঁধ রেখে দলকে জিতিয়েছেন ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে IPL-এও অধিনায়ক হিসেবে পেয়েছেন সুরেশ রায়না ৷ তাই খেলার মাঠের বাইরেও দু'জনের মধ্যে বন্ধুত্ব রয়েছে ৷ তাই অনেকদিন পর দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেন দু'জনে ৷ তবে ধোনিকে রায়নার চুমু খাওয়া দেখে হেসে গড়াগড়ি খেয়েছে CSK সমর্থকরা ৷ এমনকী, ধোনি নিজেও হেসে ফেলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.