ETV Bharat / sports

নিজের দায়িত্ব পালন করে খুশি শুভমান গিল - কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভমান গিল ৷ দলের জয় নিয়ে খুশি ৷ সঙ্গে প্যাট কামিন্সের বোলিং-এরও প্রশংসা করেন তিনি ৷

subman gill happy with performance
নিজের দায়িত্ব পালন করে খুশি শুভমান গিল
author img

By

Published : Sep 27, 2020, 8:14 AM IST

আবুধাবি, 27 সেপ্টেম্বর : হারের ধাক্কা সামলে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স । সানরাইজ়ার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারিয়ে এল জয় । দিনের সেরা পারফর্মার শুভমান গিল । ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "দলকে জয়ের পথে নিয়ে আসতে পেরে ভালো লাগছে । প্রতিপক্ষ হায়দরাবাদের বোলিং আক্রমণ শক্তিশালী জেনেও ঘাবড়ে যাইনি । কারণ স্কোরবোর্ডে বড় রান তাড়া করার চ্যালেঞ্জ ছিল না । 62 বলে 70 রানের ইনিংস 5টি বাউন্ডারি এবং দুটো ছক্কায় সাজিয়েছিলাম ।"

তাঁর ব্যাট থেকে সবথেকে বেশি রান এলেও শুভমান গিল বাড়তি কৃতিত্ব দাবি করছেন না । মনে করেন, একজন ব্যাটসম্যান হিসেবে, ওপেনার হিসেবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়া তাঁর দায়িত্ব । বল বেশি স্পিন না করায় মাঠের চারিদিকে শট নেওয়া সহজ হয়েছিল বলে জানিয়েছেন তিনি ।

গত কয়েক বছর ধরে পাওয়ার হিটিং প্রাকটিসের সুফল পাওয়া গিয়েছে বলে মনে করেন শুভমান । হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের বোলিং পারফরম্যান্স ভালো হয়েছে । তিনি বলেন, "প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষকে আমাদের উপর জাঁকিয়ে বসার সুযোগ দেয়নি ।"

আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, "ওই দিনটি একটি খারাপ দিন ছাড়া অন্য কিছু ছিল না ।"

দলের জয়ে খুশি KKR অধিনায়ক দীনেশ কার্তিক । এই জয় কঠিন পরিশ্রমের ফসল বলে তিনি মনে করেন । দলের তরুণ ব্রিগেডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন । কমলেশ নাগোরকোটি এবং শুভমান গিলের নিয়মিত ভালো খেলা দলের পক্ষে ভালো বলে মনে করেন তিনি ৷

আবুধাবি, 27 সেপ্টেম্বর : হারের ধাক্কা সামলে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স । সানরাইজ়ার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারিয়ে এল জয় । দিনের সেরা পারফর্মার শুভমান গিল । ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "দলকে জয়ের পথে নিয়ে আসতে পেরে ভালো লাগছে । প্রতিপক্ষ হায়দরাবাদের বোলিং আক্রমণ শক্তিশালী জেনেও ঘাবড়ে যাইনি । কারণ স্কোরবোর্ডে বড় রান তাড়া করার চ্যালেঞ্জ ছিল না । 62 বলে 70 রানের ইনিংস 5টি বাউন্ডারি এবং দুটো ছক্কায় সাজিয়েছিলাম ।"

তাঁর ব্যাট থেকে সবথেকে বেশি রান এলেও শুভমান গিল বাড়তি কৃতিত্ব দাবি করছেন না । মনে করেন, একজন ব্যাটসম্যান হিসেবে, ওপেনার হিসেবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়া তাঁর দায়িত্ব । বল বেশি স্পিন না করায় মাঠের চারিদিকে শট নেওয়া সহজ হয়েছিল বলে জানিয়েছেন তিনি ।

গত কয়েক বছর ধরে পাওয়ার হিটিং প্রাকটিসের সুফল পাওয়া গিয়েছে বলে মনে করেন শুভমান । হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের বোলিং পারফরম্যান্স ভালো হয়েছে । তিনি বলেন, "প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষকে আমাদের উপর জাঁকিয়ে বসার সুযোগ দেয়নি ।"

আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, "ওই দিনটি একটি খারাপ দিন ছাড়া অন্য কিছু ছিল না ।"

দলের জয়ে খুশি KKR অধিনায়ক দীনেশ কার্তিক । এই জয় কঠিন পরিশ্রমের ফসল বলে তিনি মনে করেন । দলের তরুণ ব্রিগেডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন । কমলেশ নাগোরকোটি এবং শুভমান গিলের নিয়মিত ভালো খেলা দলের পক্ষে ভালো বলে মনে করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.