কলম্বো, 31 মে : ইংল্যান্ড ক্রিকেটাররা আগেই শুরু করেছিলেন, এবার শ্রীলঙ্কান ক্রিকেটারদের পালা ৷কোরোনা পরিস্থিতির পর ফের ট্রেনিংয়ে ফিরছেন লঙ্কার ক্রিকেটাররা ৷ তবে শ্রীলঙ্কাসরকারের দেওয়া সমস্ত গাইডলাইন মেনেই আগামীকাল থেকে অনুশীলন করবেন তাঁরা ৷
শুধুমাত্র 13 জন ক্রিকেটারকেই অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে ৷ কলম্বো ক্রিকেটক্লাবে 12 দিনের অনুশীলনের অনুমতি দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ৷ এই সময়পুরো 13 জনকেই কলম্বোর একটি হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কানক্রিকেট ৷
ক্রিকেটের সব ফর্ম্যাটে দেশর প্রতিনিধিত্ব করেন তাঁদের মধ্য থেকে 13 জনকে বেছে নিয়েছেন শ্রীলঙ্কান বোর্ডেরকর্তারা ৷ এছাড়া বেশি জোর দেওয়া হয়েছে বোলারদের উপর ৷ কারণ পুরোপুরি ক্রিকেটেফিরতে বোলারদের বেশি ফিটনেসের প্রয়োজন হয় ৷
তবে ট্রেনিং শুরু করার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কোরোনা ভাইরাসথেকে নিরাপদে থাকার জন্য ক্রীড়ামন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখেচলছে ৷ শ্রালঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘ ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে যেসমস্ত গাড়ি তাদের জীবাণু মুক্ত করতে হবে ৷ এছাড়া ক্যাম্প চলাকালীনও সেগুলি জীবাণুমুক্ত করা হবে ৷ যে যে ক্রিকেটাররা ক্যাম্পে অংশ নেবেন তাঁরা ওই সময়ে নিজেদেরব্যক্তিগত দরকারে হোটেলের বাইরে যেতে পারবেন না ৷‘‘
সোমবার হোটেলের মধ্যেই ফিটনেস ট্রেনিং করবেন ক্রিকেটাররা ৷মঙ্গলবার থেকে গ্রাউন্ড ট্রেনিং শুরু করা হবে ৷ তবে কোন কোন ক্রিকেটার ট্রেনিংক্যাম্পে অংশ নেবেন তা খোলসা করেনি শ্রীলঙ্কা বোর্ড ৷
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ়ের পর তৃতীয় দেশ হিসেবে ক্রিকেটাররাগ্রুপ অনুশীলন করবে ৷ এছাড়া শ্রীলঙ্কাই এশিয়ার প্রথম দেশ যারা কোরোনা পরবর্তীপরিস্থিতিতে অনুশীলন শুরু করবে ৷ শনিবার দক্ষিণ আফ্রিকার সরকার ট্রেনিং ও সংস্পর্শছাড়া খেলাগুলির অনুমতি দিয়েছে ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকাক্রিকেট বোর্ড ৷