ETV Bharat / sports

আনলক 4: মিলল ক্রীড়াক্ষেত্রে জমায়েতের অনুমতি - unlock 4

21 সেপ্টেম্বর থেকে স্পোর্টস গ্যাদারিংয়ে অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার ৷ সেক্ষেত্রেও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে ৷

আনলক 4: মিলল ক্রীড়াক্ষেত্রে জমায়েতের অনুমতি
আনলক 4: মিলল ক্রীড়াক্ষেত্রে জমায়েতের অনুমতি
author img

By

Published : Aug 30, 2020, 10:46 PM IST

দিল্লি, 30 অগাস্ট : দেশে কোরোনার প্রকোপ শুরু হতেই বন্ধ হয়ে গেছিল দেশের সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটি ৷ স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ বন্ধ করা হয়েছিল ৷ নিষেধাজ্ঞা ছিল স্পোর্টস গ্যাদারিংয়ের উপর ৷ তারপর পাঁচ মাস কেটে গেছে ৷ আনলক প্রক্রিয়ায় অনেক কিছুতে ছাড় দেওয়া হলেও পুরোপুরিভাবে স্তব্ধ ছিল ক্রীড়াক্ষেত্র ৷ 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে আনলক 4 ৷ তার আগে নতুন গাইডলাইন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আনলকের চতুর্থ পর্যায়ে ক্রীড়াক্ষেত্রেও কিছু নিয়ম শিথিল হচ্ছে ৷

21 সেপ্টেম্বর থেকে স্পোর্টস গ্যাদারিংয়ে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেক্ষেত্রেও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে ৷ তবে একসঙ্গে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না ৷ নতুন গাইডলাইনে বলা হয়েছে, "সামাজিক, শিক্ষা, ক্রীড়া, বিনোদন, কালচারাল, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান সহ অন্যান্য জমায়েতের জন্য অনুমতি দেওয়া হবে ৷ তবে 100 জনের বেশি উপস্থিত থাকা যাবে না ৷ 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নিয়ম ৷"

  • Unlock 4:

    👉 Metro services can resume from Sept 7;

    👉 States & UTs may permit 50% of teaching staff to come to schools for online teaching from 21st Sept.

    👉Schools, colleges & coaching institutions to remain closed.

    👉Swimming pools, theatres, cinema halls to remain closed pic.twitter.com/eeyYnhsoMy

    — G Kishan Reddy (@kishanreddybjp) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থাৎ, সংখ্যায় অল্প হলেও আনলকের চতুর্থ পর্যায়ে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে পারবে ৷ তার মধ্যেও মেনে চলতে হবে নিয়ম ৷ সংক্রমণ ঠেকাতে দর্শদের মুখে মাস্ক থাকা আবশ্যিক ৷ মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ৷ পাশাপাশি নির্দেশিকায় থার্মাল স্ক্যানিং, হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজ়ার ব্যবহার করার নিদান দেওয়া হয়েছে ৷ :

দিল্লি, 30 অগাস্ট : দেশে কোরোনার প্রকোপ শুরু হতেই বন্ধ হয়ে গেছিল দেশের সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটি ৷ স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ বন্ধ করা হয়েছিল ৷ নিষেধাজ্ঞা ছিল স্পোর্টস গ্যাদারিংয়ের উপর ৷ তারপর পাঁচ মাস কেটে গেছে ৷ আনলক প্রক্রিয়ায় অনেক কিছুতে ছাড় দেওয়া হলেও পুরোপুরিভাবে স্তব্ধ ছিল ক্রীড়াক্ষেত্র ৷ 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে আনলক 4 ৷ তার আগে নতুন গাইডলাইন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আনলকের চতুর্থ পর্যায়ে ক্রীড়াক্ষেত্রেও কিছু নিয়ম শিথিল হচ্ছে ৷

21 সেপ্টেম্বর থেকে স্পোর্টস গ্যাদারিংয়ে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেক্ষেত্রেও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে ৷ তবে একসঙ্গে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না ৷ নতুন গাইডলাইনে বলা হয়েছে, "সামাজিক, শিক্ষা, ক্রীড়া, বিনোদন, কালচারাল, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান সহ অন্যান্য জমায়েতের জন্য অনুমতি দেওয়া হবে ৷ তবে 100 জনের বেশি উপস্থিত থাকা যাবে না ৷ 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নিয়ম ৷"

  • Unlock 4:

    👉 Metro services can resume from Sept 7;

    👉 States & UTs may permit 50% of teaching staff to come to schools for online teaching from 21st Sept.

    👉Schools, colleges & coaching institutions to remain closed.

    👉Swimming pools, theatres, cinema halls to remain closed pic.twitter.com/eeyYnhsoMy

    — G Kishan Reddy (@kishanreddybjp) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থাৎ, সংখ্যায় অল্প হলেও আনলকের চতুর্থ পর্যায়ে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে পারবে ৷ তার মধ্যেও মেনে চলতে হবে নিয়ম ৷ সংক্রমণ ঠেকাতে দর্শদের মুখে মাস্ক থাকা আবশ্যিক ৷ মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ৷ পাশাপাশি নির্দেশিকায় থার্মাল স্ক্যানিং, হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজ়ার ব্যবহার করার নিদান দেওয়া হয়েছে ৷ :

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.