ETV Bharat / sports

"ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক", টুইট সৌরভের - Sourav Ganguly tweets after being rediculed by BCCI's notice issued to Rahul Dravid on Conflict of Interest

গতকাল স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানো হয় রাহুল দ্রাবিড়কে । সেই নোটিশের তীব্র বিরোধিতা করে এবার সরব হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ।

সৌরভ গাঙ্গুলি
author img

By

Published : Aug 7, 2019, 5:06 PM IST

কলকাতা, 7 অগাস্ট : স্বার্থের সংঘাত ট্রেন্ডে এবার বিদ্ধ হলেন রাহুল দ্রাবিড় । গতকাল তাঁকে এই নোটিশ পাঠান BCCI-এর এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন । সেই নোটিশের তীব্র বিরোধিতা করে এবার সরব হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলি । এই নোটিশের সমালোচনা করে টুইটারে সৌরভ লেখেন, "ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক ।"

রাহুল দ্রাবিড় বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ৷ আবার ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের সহ-সভাপতি ৷ ইন্ডিয়া সিমেন্ট গ্রুপ IPL-এর টিম CSK-র মালিক ৷ এটি স্বার্থের সংঘাত বলে অভিযোগ তোলেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্তা । তাঁর করা অভিযোগের ভিত্তিতে রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানো হয় গতকাল । নোটিশের উত্তর দেওয়ার জন্য 16 অগাস্ট পর্যন্ত দ্রাবিড়কে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ।

দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানোর বিরোধিতা হরভজন সিংয়ের গলাতেও
দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানোর বিরোধিতা হরভজন সিংয়ের গলাতেও

এর আগে IPL চলাকালীন সৌরভ গাঙ্গুলিকেও স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠিয়েছিল BCCI । CAB সভাপতি হয়েও IPL-এর দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা পদে আছেন সৌরভ । সেই প্রশ্ন তুলে স্বার্থের সংঘাত প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন নোটিস পাঠিয়েছিলেন সৌরভকে । উত্তরে সৌরভ অভিযোগ অস্বীকার করেন ।

এবার রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানোর বিষয়ে সৌরভ টুইটারে লেখেন, "ভারতীয় ক্রিকেটে এটা একটা নতুন ফ্যাশন । স্বার্থের সংঘাত । ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক । এবার দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠিয়েছে BCCI ।"

সচিন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণ
স্বার্থের সংঘাতের প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সচিন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণকে চিঠি পাঠিয়েছিল BCCI

সৌরভের ক্ষোভের সুর শোনা যায় প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের গলাতেও । এই ভাবে লেজেন্ডদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ এনে টুইট করেন হরভজন ।

প্রসঙ্গত IPL চলাকালীন সৌরভ ছাড়াও স্বার্থের সংঘাতের প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সচিন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণকে চিঠি পাঠিয়েছিল BCCI । সেই সময় বোর্ডকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে কড়া ভাষায় চিঠির জবাব দিয়েছিলেন এই দুই কিংবদন্তি ।

কলকাতা, 7 অগাস্ট : স্বার্থের সংঘাত ট্রেন্ডে এবার বিদ্ধ হলেন রাহুল দ্রাবিড় । গতকাল তাঁকে এই নোটিশ পাঠান BCCI-এর এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন । সেই নোটিশের তীব্র বিরোধিতা করে এবার সরব হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলি । এই নোটিশের সমালোচনা করে টুইটারে সৌরভ লেখেন, "ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক ।"

রাহুল দ্রাবিড় বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ৷ আবার ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের সহ-সভাপতি ৷ ইন্ডিয়া সিমেন্ট গ্রুপ IPL-এর টিম CSK-র মালিক ৷ এটি স্বার্থের সংঘাত বলে অভিযোগ তোলেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্তা । তাঁর করা অভিযোগের ভিত্তিতে রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানো হয় গতকাল । নোটিশের উত্তর দেওয়ার জন্য 16 অগাস্ট পর্যন্ত দ্রাবিড়কে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ।

দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানোর বিরোধিতা হরভজন সিংয়ের গলাতেও
দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানোর বিরোধিতা হরভজন সিংয়ের গলাতেও

এর আগে IPL চলাকালীন সৌরভ গাঙ্গুলিকেও স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠিয়েছিল BCCI । CAB সভাপতি হয়েও IPL-এর দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা পদে আছেন সৌরভ । সেই প্রশ্ন তুলে স্বার্থের সংঘাত প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন নোটিস পাঠিয়েছিলেন সৌরভকে । উত্তরে সৌরভ অভিযোগ অস্বীকার করেন ।

এবার রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানোর বিষয়ে সৌরভ টুইটারে লেখেন, "ভারতীয় ক্রিকেটে এটা একটা নতুন ফ্যাশন । স্বার্থের সংঘাত । ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক । এবার দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠিয়েছে BCCI ।"

সচিন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণ
স্বার্থের সংঘাতের প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সচিন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণকে চিঠি পাঠিয়েছিল BCCI

সৌরভের ক্ষোভের সুর শোনা যায় প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের গলাতেও । এই ভাবে লেজেন্ডদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ এনে টুইট করেন হরভজন ।

প্রসঙ্গত IPL চলাকালীন সৌরভ ছাড়াও স্বার্থের সংঘাতের প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সচিন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণকে চিঠি পাঠিয়েছিল BCCI । সেই সময় বোর্ডকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে কড়া ভাষায় চিঠির জবাব দিয়েছিলেন এই দুই কিংবদন্তি ।

Vadodara (Gujarat), Aug 07 (ANI): After the Center scrapped Article 370 in Jammu and Kashmir on Tuesday, people from across the nation are in festival mood. A unique way to celebrate that decision came into the light. A shopkeeper from Gujarat's Vadodara distributed free 'dhokla' to the people. While speaking to ANI, shopkeeper Dilip said, "Our Prime Minister solved a long time pending Article 370 matter. We are happy and so that we are distributing free 'dhokla' to the people." The shopkeeper also expressed his desire that he wants to feed 'dhokla' to Kashmiris.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.