কলকাতা, 6 ফেব্রুয়ারি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার CAB-র সভাপতি পদে বসেছেন অভিষেক ডালমিয়া ৷ সেদিন রাতেই ইডেন থেকে তড়িঘড়ি ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন সৌরভ ৷ BCCI সভাপতির হঠাৎ ইংল্যান্ড উড়ে যাওয়ার রহস্য উন্মোচন হয়েছে শীঘ্রই ৷ জানা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চতুর্দেশীয় সিরিজ় নিয়ে আলোচনার জন্যই ইংল্যান্ড গেছেন তিনি ৷ আলোচনায় উপস্থিত থাকার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার আধিকারিকদেরও ৷
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মাথায় বসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন মহারাজ ৷ এতদিন গোলাপি বলের টেস্ট নিয়ে ভারত অনীহা দেখালেও তাঁর আমলেই ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্ট খেলেছে বিরাট কোহলিরা ৷ নয়া BCCI প্রেসিডেন্টের ঝুলিতে এখনও আরও অনেক কিছু রয়েছে ৷ তার মধ্যে একটি হল ফোর নেশনস সিরিজ় ৷ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আরও একটি দল নিয়ে বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে প্রতিবছর চতুর্দেশীয় সিরিজ় খেলার প্রস্তাব দিয়েছেন বোর্ড সভাপতি ৷ প্রথমে নিমরাজি হলেও গত বছর ডিসেম্বরের শেষদিকে এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাজি হয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার চিফ এগজ়িকিউটিভ কেভিন রবার্টসও ইতিবাচক মনোভাব দেখান ৷ এমন অভিনব বিষয় নিয়ে সৌরভরে সঙ্গে কথাও বলেন তিনি ৷ ECB এবং CA-র সবুজ সংকেত পাওয়ার পর প্রাথমিক আলোচনা সারতে ইংল্যান্ড উড়ে গেলেন সৌরভ ৷ বৈঠকে ICC প্রস্তাবিত চারদিনের টেস্ট নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে ৷
হোম-অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচগুলি খেলা হবে বলে জানিয়েছে BCCI ৷ সবকিছু ঠিকঠাক থাকলে 2021 সাল থেকে 'সুপার সিরিজ়' শুরু করার আশা দেখছেন সৌরভ ৷ তবে এর জন্য ICC-র অনুমতির প্রয়োজন ৷ 2021 পর্যন্ত যা ক্রীড়াসূচি তাতে চতুর্দেশীয় সিরিজ় শুরু করা অসম্ভব বলেই মনে করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷