ETV Bharat / sports

ভাবনায় চতুর্দেশীয় সিরিজ়, আলোচনার জন্য ইংল্যান্ডে সৌরভ - ECB

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মাথায় বসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন মহারাজ ৷ এতদিন গোলাপি বলের টেস্ট নিয়ে ভারত অনীহা দেখালেও তাঁর আমলেই ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্ট খেলেছে বিরাট কোহলিরা ৷ নয়া BCCI প্রেসিডেন্টের ঝুলিতে এখনও আরও অনেক কিছু রয়েছে ৷ তার মধ্যে একটি হল ফোর নেশনস সিরিজ় ৷

Sourav ganguly
ইংল্যান্ডে সৌরভ
author img

By

Published : Feb 6, 2020, 5:30 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার CAB-র সভাপতি পদে বসেছেন অভিষেক ডালমিয়া ৷ সেদিন রাতেই ইডেন থেকে তড়িঘড়ি ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন সৌরভ ৷ BCCI সভাপতির হঠাৎ ইংল্যান্ড উড়ে যাওয়ার রহস্য উন্মোচন হয়েছে শীঘ্রই ৷ জানা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চতুর্দেশীয় সিরিজ় নিয়ে আলোচনার জন্যই ইংল্যান্ড গেছেন তিনি ৷ আলোচনায় উপস্থিত থাকার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার আধিকারিকদেরও ৷

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মাথায় বসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন মহারাজ ৷ এতদিন গোলাপি বলের টেস্ট নিয়ে ভারত অনীহা দেখালেও তাঁর আমলেই ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্ট খেলেছে বিরাট কোহলিরা ৷ নয়া BCCI প্রেসিডেন্টের ঝুলিতে এখনও আরও অনেক কিছু রয়েছে ৷ তার মধ্যে একটি হল ফোর নেশনস সিরিজ় ৷ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আরও একটি দল নিয়ে বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে প্রতিবছর চতুর্দেশীয় সিরিজ় খেলার প্রস্তাব দিয়েছেন বোর্ড সভাপতি ৷ প্রথমে নিমরাজি হলেও গত বছর ডিসেম্বরের শেষদিকে এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাজি হয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার চিফ এগজ়িকিউটিভ কেভিন রবার্টসও ইতিবাচক মনোভাব দেখান ৷ এমন অভিনব বিষয় নিয়ে সৌরভরে সঙ্গে কথাও বলেন তিনি ৷ ECB এবং CA-র সবুজ সংকেত পাওয়ার পর প্রাথমিক আলোচনা সারতে ইংল্যান্ড উড়ে গেলেন সৌরভ ৷ বৈঠকে ICC প্রস্তাবিত চারদিনের টেস্ট নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে ৷

হোম-অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচগুলি খেলা হবে বলে জানিয়েছে BCCI ৷ সবকিছু ঠিকঠাক থাকলে 2021 সাল থেকে 'সুপার সিরিজ়' শুরু করার আশা দেখছেন সৌরভ ৷ তবে এর জন্য ICC-র অনুমতির প্রয়োজন ৷ 2021 পর্যন্ত যা ক্রীড়াসূচি তাতে চতুর্দেশীয় সিরিজ় শুরু করা অসম্ভব বলেই মনে করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার CAB-র সভাপতি পদে বসেছেন অভিষেক ডালমিয়া ৷ সেদিন রাতেই ইডেন থেকে তড়িঘড়ি ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন সৌরভ ৷ BCCI সভাপতির হঠাৎ ইংল্যান্ড উড়ে যাওয়ার রহস্য উন্মোচন হয়েছে শীঘ্রই ৷ জানা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চতুর্দেশীয় সিরিজ় নিয়ে আলোচনার জন্যই ইংল্যান্ড গেছেন তিনি ৷ আলোচনায় উপস্থিত থাকার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার আধিকারিকদেরও ৷

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মাথায় বসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন মহারাজ ৷ এতদিন গোলাপি বলের টেস্ট নিয়ে ভারত অনীহা দেখালেও তাঁর আমলেই ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্ট খেলেছে বিরাট কোহলিরা ৷ নয়া BCCI প্রেসিডেন্টের ঝুলিতে এখনও আরও অনেক কিছু রয়েছে ৷ তার মধ্যে একটি হল ফোর নেশনস সিরিজ় ৷ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আরও একটি দল নিয়ে বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে প্রতিবছর চতুর্দেশীয় সিরিজ় খেলার প্রস্তাব দিয়েছেন বোর্ড সভাপতি ৷ প্রথমে নিমরাজি হলেও গত বছর ডিসেম্বরের শেষদিকে এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাজি হয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার চিফ এগজ়িকিউটিভ কেভিন রবার্টসও ইতিবাচক মনোভাব দেখান ৷ এমন অভিনব বিষয় নিয়ে সৌরভরে সঙ্গে কথাও বলেন তিনি ৷ ECB এবং CA-র সবুজ সংকেত পাওয়ার পর প্রাথমিক আলোচনা সারতে ইংল্যান্ড উড়ে গেলেন সৌরভ ৷ বৈঠকে ICC প্রস্তাবিত চারদিনের টেস্ট নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে ৷

হোম-অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচগুলি খেলা হবে বলে জানিয়েছে BCCI ৷ সবকিছু ঠিকঠাক থাকলে 2021 সাল থেকে 'সুপার সিরিজ়' শুরু করার আশা দেখছেন সৌরভ ৷ তবে এর জন্য ICC-র অনুমতির প্রয়োজন ৷ 2021 পর্যন্ত যা ক্রীড়াসূচি তাতে চতুর্দেশীয় সিরিজ় শুরু করা অসম্ভব বলেই মনে করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷



New Delhi, Feb 06 (ANI): Chief Minister of Delhi, Arvind Kejriwal, said that he is ready to debate even on Shaheen Bagh with Union Home Minister Amit Shah. "Bharatiya Janata Party (BJP) admits that they have no capable person to be the Chief Minister of Delhi. Amit Shah is saying 'give me votes and I will decide the Chief Minister', then Amit Shah ji should come and debate with me. He keeps on talking about Shaheen Bagh, I will debate on this too."


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.