ETV Bharat / sports

কাশ্মীর সমস্যা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা দরকার, বলছেন সৌরভ - cab

CAB থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরানো নিয়ে কোনও মন্তব্য করেননি মহারাজ

সৌরভ গাঙ্গুলি
author img

By

Published : Feb 23, 2019, 12:48 AM IST

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : পুরো কাশ্মীর সমস্যা কড়া হাতে মোকাবিলা করা দরকার। এত মানুষ বিনা কারণে মারা গেছে বা যাচ্ছে তা কখনই মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদ দমনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার বলে মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলি।

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে মোহালি ও ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া থেকে সরানো হয়েছে পাকিস্তান ক্রিকেটারদের ছবি। যদিও ইডেনে কী করা হবে তা নিয়ে এখনও মুখ খোলেননি CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি। ইডেনের ক্লাব হাউজ়ে ইমরান খান, রামিজ় রাজ়া, ওয়াসিম আক্রমের ছবি রয়েছে। সেই ছবি নিয়ে সিদ্ধান্তের কথা এখনও জানায়নি CAB। অন্যদিকে সেই ছবি সরিয়ে দেওয়ার দাবিতে আজ বিক্ষোভ দেখাবে রাজ্য BJP। ফলে বাড়ানো হয়েছে CAB-র নিরাপত্তা। CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, সবার প্রতিবাদের ধরন এক হয় না।

দেশের প্রাক্তন ক্রিকেটারদের মতো তিনিও পাকিস্তানের সঙ্গে খেলার মাঠের সম্পর্ক ছিন্ন করার পক্ষে মতপ্রকাশ করেছেন। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় শুরু করা এখন সম্ভব নয় বলে মনে করেন। তবে পুরো বিষয়টি দেশের সরকারের উপর নির্ভর করছে।

ভারতীয় বোর্ড ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানকে কোণঠাসা করার ব্যাপারে উদ্যোগী হচ্ছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে না খেলতে দেওয়ার ব্যাপারে চিঠি লিখতে চলেছে BCCI। তবে এই উদ্যোগ সফল হবে বলে মনে করেন না সৌরভ। কারণ, ICC-র ইভেন্ট ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হয় না। তাছাড়া বিশ্বকাপ শুরু হতে দেরি রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ICC। তাই এই নিয়ে এত আগে কোনও মন্তব্য করতে সৌরভ রাজি নন।

undefined

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : পুরো কাশ্মীর সমস্যা কড়া হাতে মোকাবিলা করা দরকার। এত মানুষ বিনা কারণে মারা গেছে বা যাচ্ছে তা কখনই মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদ দমনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার বলে মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলি।

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে মোহালি ও ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া থেকে সরানো হয়েছে পাকিস্তান ক্রিকেটারদের ছবি। যদিও ইডেনে কী করা হবে তা নিয়ে এখনও মুখ খোলেননি CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি। ইডেনের ক্লাব হাউজ়ে ইমরান খান, রামিজ় রাজ়া, ওয়াসিম আক্রমের ছবি রয়েছে। সেই ছবি নিয়ে সিদ্ধান্তের কথা এখনও জানায়নি CAB। অন্যদিকে সেই ছবি সরিয়ে দেওয়ার দাবিতে আজ বিক্ষোভ দেখাবে রাজ্য BJP। ফলে বাড়ানো হয়েছে CAB-র নিরাপত্তা। CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, সবার প্রতিবাদের ধরন এক হয় না।

দেশের প্রাক্তন ক্রিকেটারদের মতো তিনিও পাকিস্তানের সঙ্গে খেলার মাঠের সম্পর্ক ছিন্ন করার পক্ষে মতপ্রকাশ করেছেন। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় শুরু করা এখন সম্ভব নয় বলে মনে করেন। তবে পুরো বিষয়টি দেশের সরকারের উপর নির্ভর করছে।

ভারতীয় বোর্ড ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানকে কোণঠাসা করার ব্যাপারে উদ্যোগী হচ্ছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে না খেলতে দেওয়ার ব্যাপারে চিঠি লিখতে চলেছে BCCI। তবে এই উদ্যোগ সফল হবে বলে মনে করেন না সৌরভ। কারণ, ICC-র ইভেন্ট ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হয় না। তাছাড়া বিশ্বকাপ শুরু হতে দেরি রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ICC। তাই এই নিয়ে এত আগে কোনও মন্তব্য করতে সৌরভ রাজি নন।

undefined
sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.