ETV Bharat / sports

বেলুড়ের পর ইসকন, প্রতিদিন 10 হাজার মানুষকে অন্ন দেবেন সৌরভ - Sourav ganguly extand helping hand to iskon

ইসকনের মাধ্যমে প্রতিদিন 10 হাজার গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।

sourav ganguly
sourav ganguly
author img

By

Published : Apr 4, 2020, 6:33 PM IST

কলকাতা, 4 এপ্রিল: বেলুড় মঠে গিয়ে চাল দান করেছিলেন আগেই । এবার লকডাউনে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইসকনে পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার বেলা বারোটা নাগাদ কলকাতার ইসকনের সদর দপ্তরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । সেখানে প্রতিদিন দশ হাজার মানুষের খাবারের দায়িত্ব নেওয়ার কথা জানালেন তিনি । সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে ইসকনের সহযোগিতায় এই কাজ চলবে ।

আগে কখনও এভাবে কলকাতাকে দেখেননি, আর দেখতেও চান না সৌরভ । মারণ ভাইরাসে যখন গোটা দেশ আতঙ্কে তখন নিজের শহর মানুষদের পাশে দাঁড়াতে সর্বদা তৎপর তিনি । ব্যক্তিগত উদ্যোগে যতটা পারছেন গরিব মানুষের সাহায্য করার চেষ্টা করছেন । এখন ক্রিকেট নিয়ে একটিও শব্দ ব্যয় করতে নারাজ সৌরভ বলছেন, সবার আগে জীবন, তারপর সবকিছু । শনিবার সকালে শহরে ইসকনের সদর দফতরে পৌঁছে যান BCCI প্রেসিডেন্ট । ইসকনের মাধ্যমে প্রতিদিন 10 হাজার গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কথা জানান তিনি । এদিন ইসকনে চাল দিয়ে এসেছেন সৌরভ । পরে টুইটে সেকথা জানিয়ে বোর্ড প্রেসিডেন্ট লেখেন, "খুব কঠিন সময় । SGF (সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন)এর তরফে সমাজের প্রতি একটি ছোট্ট পদক্ষেপ ।" পরে ইসকনের তরফেও টুইটে সৌরভকে ধন্যবাদ জানানো হয় ।

  • These r difficult times.A small contribution to the society from SGF to serve people..Thank you to state and central government and all social workers who are endlessly trying to help the people of our country..we will get thru this @MamataOfficial @narendramodi @bcci pic.twitter.com/cy1nIovcXb

    — Sourav Ganguly (@SGanguly99) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি নিজে অবশ্য বিষয়টি নিয়ে বাড়তি নজর টানার পক্ষে নন । প্রাক্তন অধিনায়ক গত 25 বছর ধরে এই ধরনের সামাজিক কাজ করে আসছেন । সেটা মনের টানেই ।

কলকাতা, 4 এপ্রিল: বেলুড় মঠে গিয়ে চাল দান করেছিলেন আগেই । এবার লকডাউনে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইসকনে পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার বেলা বারোটা নাগাদ কলকাতার ইসকনের সদর দপ্তরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । সেখানে প্রতিদিন দশ হাজার মানুষের খাবারের দায়িত্ব নেওয়ার কথা জানালেন তিনি । সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে ইসকনের সহযোগিতায় এই কাজ চলবে ।

আগে কখনও এভাবে কলকাতাকে দেখেননি, আর দেখতেও চান না সৌরভ । মারণ ভাইরাসে যখন গোটা দেশ আতঙ্কে তখন নিজের শহর মানুষদের পাশে দাঁড়াতে সর্বদা তৎপর তিনি । ব্যক্তিগত উদ্যোগে যতটা পারছেন গরিব মানুষের সাহায্য করার চেষ্টা করছেন । এখন ক্রিকেট নিয়ে একটিও শব্দ ব্যয় করতে নারাজ সৌরভ বলছেন, সবার আগে জীবন, তারপর সবকিছু । শনিবার সকালে শহরে ইসকনের সদর দফতরে পৌঁছে যান BCCI প্রেসিডেন্ট । ইসকনের মাধ্যমে প্রতিদিন 10 হাজার গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কথা জানান তিনি । এদিন ইসকনে চাল দিয়ে এসেছেন সৌরভ । পরে টুইটে সেকথা জানিয়ে বোর্ড প্রেসিডেন্ট লেখেন, "খুব কঠিন সময় । SGF (সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন)এর তরফে সমাজের প্রতি একটি ছোট্ট পদক্ষেপ ।" পরে ইসকনের তরফেও টুইটে সৌরভকে ধন্যবাদ জানানো হয় ।

  • These r difficult times.A small contribution to the society from SGF to serve people..Thank you to state and central government and all social workers who are endlessly trying to help the people of our country..we will get thru this @MamataOfficial @narendramodi @bcci pic.twitter.com/cy1nIovcXb

    — Sourav Ganguly (@SGanguly99) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি নিজে অবশ্য বিষয়টি নিয়ে বাড়তি নজর টানার পক্ষে নন । প্রাক্তন অধিনায়ক গত 25 বছর ধরে এই ধরনের সামাজিক কাজ করে আসছেন । সেটা মনের টানেই ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.