ETV Bharat / sports

"IPL বিশ্বের সেরা লিগ", রাজস্থানের দুর্দান্ত জয়ের পর মন্তব্য সৌরভের - রাজস্থান - পঞ্জাব ম্যাচে মজে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

ম্যাচ ঝুঁকেছিল পঞ্জাবের দিকেই । শেষ মুহূর্তে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে রাজস্থান ।

K
K
author img

By

Published : Sep 28, 2020, 12:42 PM IST

Updated : Sep 28, 2020, 12:57 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : শুধু ক্রীড়াপ্রেমীরাই নন, রাজস্থান-পঞ্জাব ম্যাচে মজে খোদ BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও । IPL- কে "বিশ্বের সেরা লিগ" বলে উল্লেখ করেন তিনি ।

পঞ্জাবের দেওয়া 223 রানের বড় টার্গেট তাড়া করতে গিয়ে একসময় সমস্যায় পড়েছিল স্টিভ স্মিথের দল । বাড়ছিল আস্কিং রেট । ম্যাচ ঝুঁকেছিল পঞ্জাবের দিকেই । কিন্তু শেষ মুহূর্তে ফিনিক্স পাখির মত জেগে ওঠে রাজস্থান । রাহুল তেওটিয়ার একের পর এক ছক্কায় ম্যাচ 4 উইকেটে জিতে নেয় তারা । অনেকেই বিশ্বাস করতে পারছিল না, যেটা ঘটল সেটা সত্যিই তো ! বিস্ময় কাটিয়ে এমন টানটান উপভোগ্য ম্যাচের প্রশংসা সোশাল মিডিয়ায় করেছেন সবাই ।

ক্রিকেটপ্রেমীদের মতো এই ম্যাচ মন জয় করে নিয়েছে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও । তাঁর টুইট, "দারুণ ম্যাচ । এই কারণেই বিশ্বের সেরা লিগ এটি । সঙ্গে দারুণ ক্রিকেট প্রতিভাদের দেখতে পাচ্ছি ।" IPL- এ তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স মুগ্ধ করেছে বোর্ড প্রেসিডেন্টকে । রাহুল তেওটিয়া 53, সঞ্জু স্যামসন 85 ও ময়ঙ্ক আগরওয়াল 106 রানের ইনিংস খেলেন ।

কলকাতা, 28 সেপ্টেম্বর : শুধু ক্রীড়াপ্রেমীরাই নন, রাজস্থান-পঞ্জাব ম্যাচে মজে খোদ BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও । IPL- কে "বিশ্বের সেরা লিগ" বলে উল্লেখ করেন তিনি ।

পঞ্জাবের দেওয়া 223 রানের বড় টার্গেট তাড়া করতে গিয়ে একসময় সমস্যায় পড়েছিল স্টিভ স্মিথের দল । বাড়ছিল আস্কিং রেট । ম্যাচ ঝুঁকেছিল পঞ্জাবের দিকেই । কিন্তু শেষ মুহূর্তে ফিনিক্স পাখির মত জেগে ওঠে রাজস্থান । রাহুল তেওটিয়ার একের পর এক ছক্কায় ম্যাচ 4 উইকেটে জিতে নেয় তারা । অনেকেই বিশ্বাস করতে পারছিল না, যেটা ঘটল সেটা সত্যিই তো ! বিস্ময় কাটিয়ে এমন টানটান উপভোগ্য ম্যাচের প্রশংসা সোশাল মিডিয়ায় করেছেন সবাই ।

ক্রিকেটপ্রেমীদের মতো এই ম্যাচ মন জয় করে নিয়েছে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও । তাঁর টুইট, "দারুণ ম্যাচ । এই কারণেই বিশ্বের সেরা লিগ এটি । সঙ্গে দারুণ ক্রিকেট প্রতিভাদের দেখতে পাচ্ছি ।" IPL- এ তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স মুগ্ধ করেছে বোর্ড প্রেসিডেন্টকে । রাহুল তেওটিয়া 53, সঞ্জু স্যামসন 85 ও ময়ঙ্ক আগরওয়াল 106 রানের ইনিংস খেলেন ।

Last Updated : Sep 28, 2020, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.