ETV Bharat / sports

কোচ নির্বাচনে বিরাটের মতামত জানানোর অধিকার আছে : সৌরভ

author img

By

Published : Aug 1, 2019, 1:33 AM IST

রবি শাস্ত্রীকেই যে তিনি কোচ হিসেবে চান তা স্পষ্ট করে দিয়েছেন বিরাট কোহলি ৷ তা নিয়ে সমালোচনার মুখে পড়েন ভারতীয় অধিনায়ক ৷ তাঁর পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি ৷

সৌরভ ও বিরাট

কলকাতা, 1 অগাস্ট : ভারতের পরবর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীই তাঁর প্রথম পছন্দ ৷ ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার আগে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তা নিয়ে একাংশের সমালোচনার মুখে পড়েন ভারতীয় অধিনায়ক ৷ তবে বিরাটের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি ৷ কোচ নির্বাচনে অধিনায়ক হিসেবে বিরাটেরও মতামত জানানোর অধিকার রয়েছে বলে মন্তব্য করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

বিশ্বকাপের পর ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চায় BCCI । ফের কোচ হতে চাইলে রবি শাস্ত্রীকেও নতুনভাবে আবেদন করতে হত । সূত্রের খবর, ইতিমধ্যে ভারতের হেড কোচ হতে চেয়ে একাধিক হাইপ্রোফাইল তারকা আবেদন করেছেন ৷ তালিকায় রয়েছে বীরেন্দ্র সেহওয়াগ, মাহেলা জয়বর্ধনে, টম মুডিরা ৷ সেজন্য তিন সদস্যের বিশেষ পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে । নেতৃত্বে রয়েছেন 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব । এছাড়া রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গোস্বামীও ।

কার হাতে ভারতের হেড কোচের ব্যাটন তুলে দেওয়া হয় সেদিকে নজর রয়েছে ক্রিকেট মহলের ৷ কোচ নির্বাচনে অধিনায়কের মতামত চাওয়া হবে কি না তা নিয়েও জল্পনা শুরু হয় ৷ বিরাট অবশ্য বলেন, "ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি ৷ তারা যদি আমার মতামত চায়, তাহলে আমি তাদের সঙ্গে কথা বলব ৷ রবি ভাইয়ের সঙ্গে আমাদের দুর্দান্ত পারস্পরিক সম্পর্ক রয়েছে ৷ তিনি যদি (ভারতীয় কোচ হিসেবে) কাজ করে যান, তাহলে অবশ্যই খুশি হব ৷ কিন্তু, আমার সঙ্গে এবিষয়ে এখনও যোগাযোগ করা হয়নি ৷ " বিরাটের মন্তব্যের অনেকে সমালোচনা করেন ।

তাহলে কি কোচ নির্বাচনের আগে বিরাটের মত চাওয়া হবে? এনিয়ে নির্বাচন কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় বলেন, "অধিনায়ক কোনও কথা বলতেই পারেন ৷ তা নিয়ে আমরা মাথা ঘামাব না ৷ আমরা একটি কমিটি ৷ এটা (কোচ হিসেবে শাস্ত্রীকে বিরাটের প্রথম পছন্দ ) তাঁর মত ৷ BCCI সেটা দেখবে, আমরা নয় ৷ যখন মহিলা দলের কোচ নির্বাচন করেছিলাম, তখনও আমরা কারও সঙ্গে যোগাযোগ করিনি ৷ আমাদের নিজেদের মতো করেছিলাম ৷ " যদিও বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন, "ও (বিরাট কোহলি) দলের অধিনায়ক ৷ তাই ওর বলার অধিকার রয়েছে ৷" আর গায়কোয়াড়ের মন্তব্য নিয়ে সৌরভের প্রতিক্রিয়া, "প্রত্যেকে আলাদা ৷ তাই আমি কোনও মন্তব্য করব না ৷ "

কলকাতা, 1 অগাস্ট : ভারতের পরবর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীই তাঁর প্রথম পছন্দ ৷ ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার আগে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তা নিয়ে একাংশের সমালোচনার মুখে পড়েন ভারতীয় অধিনায়ক ৷ তবে বিরাটের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি ৷ কোচ নির্বাচনে অধিনায়ক হিসেবে বিরাটেরও মতামত জানানোর অধিকার রয়েছে বলে মন্তব্য করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

বিশ্বকাপের পর ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চায় BCCI । ফের কোচ হতে চাইলে রবি শাস্ত্রীকেও নতুনভাবে আবেদন করতে হত । সূত্রের খবর, ইতিমধ্যে ভারতের হেড কোচ হতে চেয়ে একাধিক হাইপ্রোফাইল তারকা আবেদন করেছেন ৷ তালিকায় রয়েছে বীরেন্দ্র সেহওয়াগ, মাহেলা জয়বর্ধনে, টম মুডিরা ৷ সেজন্য তিন সদস্যের বিশেষ পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে । নেতৃত্বে রয়েছেন 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব । এছাড়া রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গোস্বামীও ।

কার হাতে ভারতের হেড কোচের ব্যাটন তুলে দেওয়া হয় সেদিকে নজর রয়েছে ক্রিকেট মহলের ৷ কোচ নির্বাচনে অধিনায়কের মতামত চাওয়া হবে কি না তা নিয়েও জল্পনা শুরু হয় ৷ বিরাট অবশ্য বলেন, "ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি ৷ তারা যদি আমার মতামত চায়, তাহলে আমি তাদের সঙ্গে কথা বলব ৷ রবি ভাইয়ের সঙ্গে আমাদের দুর্দান্ত পারস্পরিক সম্পর্ক রয়েছে ৷ তিনি যদি (ভারতীয় কোচ হিসেবে) কাজ করে যান, তাহলে অবশ্যই খুশি হব ৷ কিন্তু, আমার সঙ্গে এবিষয়ে এখনও যোগাযোগ করা হয়নি ৷ " বিরাটের মন্তব্যের অনেকে সমালোচনা করেন ।

তাহলে কি কোচ নির্বাচনের আগে বিরাটের মত চাওয়া হবে? এনিয়ে নির্বাচন কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় বলেন, "অধিনায়ক কোনও কথা বলতেই পারেন ৷ তা নিয়ে আমরা মাথা ঘামাব না ৷ আমরা একটি কমিটি ৷ এটা (কোচ হিসেবে শাস্ত্রীকে বিরাটের প্রথম পছন্দ ) তাঁর মত ৷ BCCI সেটা দেখবে, আমরা নয় ৷ যখন মহিলা দলের কোচ নির্বাচন করেছিলাম, তখনও আমরা কারও সঙ্গে যোগাযোগ করিনি ৷ আমাদের নিজেদের মতো করেছিলাম ৷ " যদিও বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন, "ও (বিরাট কোহলি) দলের অধিনায়ক ৷ তাই ওর বলার অধিকার রয়েছে ৷" আর গায়কোয়াড়ের মন্তব্য নিয়ে সৌরভের প্রতিক্রিয়া, "প্রত্যেকে আলাদা ৷ তাই আমি কোনও মন্তব্য করব না ৷ "

New Delhi, July 31 (ANI): Former Congress Rajya Sabha MP Sanjay Singh and his wife, Ameeta Sinh former chairperson All India Professional Congress in UP join Bharatiya Janata Party (BJP) in presence of Working President, JP Nadda. Congress Rajya Sabha Member of Parliament (MP) Sanjay Singh quit party on Tuesday in Delhi. While addressing a press conference in the national capital, Sanjay Singh said, "Congress is still in the past and unaware of the future. Today, country is with Prime Minister Narendra Modi and if the country is with him, I am with him. I will join Bharatiya Janata Party (BJP) tomorrow. I have resigned from the party, as well as from my membership of Rajya Sabha." Rajya Sabha Chairman M Venkaiah Naidu has accepted the resignation of Sanjay Singh. Sanjay Singh will join BJP tomorrow.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.