ETV Bharat / sports

বিশ্বকাপে ঋষভকে মিস করবে ভারত, বলছেন সৌরভ - world cup

দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা সৌরভের মত, বিশ্বকাপে ঋষভের অভাব অনুভব করবে ভারত । প্রসঙ্গত সদ্য শেষ হওয়া IPL-এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম ঋষভ পন্থ । আর তাই দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ।

সৌরভ
author img

By

Published : May 14, 2019, 9:30 AM IST

কলকাতা, ১৪ মে : চোট সারিয়ে কেদার যাদব বিশ্বকাপে খেলতে যাক । চাইছেন সৌরভ গাঙ্গুলি । তবে বিশ্বকাপে ঋষভের অভাব ভারতীয় দল অনুভব করবে বলে মন্তব্য করেন তিনি ।

গতকাল টুর্নামেন্ট কমিটির মিটিংয়ে বসেন প্রশাসক সৌরভ । প্রচণ্ড গরমে কী ভাবে ক্রিকেটারদের স্বার্থরক্ষা করে খেলা চালানো যায় তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেন । বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচগুলি সকাল আটটায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী মরশুমে পিচ তৈরির মাটি অনেক আগে থেকে তুলে রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে এই বৈঠকে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সৌরভ শেয়ার করলেন দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে ডাগআউটে বসার অভিজ্ঞতার কথা। তবে দিল্লির পারফরমেন্স খুশি করলেও পোডিয়াম ফিনিশ না করতে পারার কাঁটা খচখচ করছে । জানালেন, নতুন মরশুম নিয়ে এখনই ভাবতে নারাজ । বলেন, "এই তো সবে সিজ়ন শেষ হল । এখনই এই সব নিয়ে ভাবতে চাই না । পরে ঠিক সময় নিয়ে দলের দুর্বলতা দূর করার কথা ভাবা যাবে ।"

IPL ফাইনাল দেখেছেন । উপভোগ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের নেইল বাইটিং ফিনিশ । সৌরভ বলেন, "IPL-এর সেরা দুই অধিনায়ক খেতাব যুদ্ধে মুখোমুখি হয়েছিল । অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব ভালো লেগেছে । শেষ ওভারে মালিঙ্গাকে বল করানোর সিদ্ধান্তটা ভাল ছিল।"

সদ্য শেষ হওয়া IPL-এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম ঋষভ পন্থ । দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে । চোট পাওয়া কেদারের জায়গায় তিনি দলে স্থান পেতে পারেন বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে । অবশ্য চোট পাওয়া কেদার যাদব ছিটকে যান আর ঋষভ তাঁর স্থলাভিষিক্ত হন, তা চান না সৌরভ। কেদারের সুস্থতা ও সাফল্য কামনা করে সৌরভ বলেন, "একটা প্লেয়ার দলে সুযোগ পেয়েছে । চোটের জন্য ছিটকে যাবে না ফিট হয়ে ফিরবে বলা মুশকিল । আশা করি কেদার সুস্থ হয়ে উঠুক । তবে ঋষভকে ভারত মিস করবে । কার জায়গায় তা বলতে পারব না । কিন্তু ভারত তাঁকে মিস করবে ।"

কলকাতা, ১৪ মে : চোট সারিয়ে কেদার যাদব বিশ্বকাপে খেলতে যাক । চাইছেন সৌরভ গাঙ্গুলি । তবে বিশ্বকাপে ঋষভের অভাব ভারতীয় দল অনুভব করবে বলে মন্তব্য করেন তিনি ।

গতকাল টুর্নামেন্ট কমিটির মিটিংয়ে বসেন প্রশাসক সৌরভ । প্রচণ্ড গরমে কী ভাবে ক্রিকেটারদের স্বার্থরক্ষা করে খেলা চালানো যায় তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেন । বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচগুলি সকাল আটটায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী মরশুমে পিচ তৈরির মাটি অনেক আগে থেকে তুলে রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে এই বৈঠকে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সৌরভ শেয়ার করলেন দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে ডাগআউটে বসার অভিজ্ঞতার কথা। তবে দিল্লির পারফরমেন্স খুশি করলেও পোডিয়াম ফিনিশ না করতে পারার কাঁটা খচখচ করছে । জানালেন, নতুন মরশুম নিয়ে এখনই ভাবতে নারাজ । বলেন, "এই তো সবে সিজ়ন শেষ হল । এখনই এই সব নিয়ে ভাবতে চাই না । পরে ঠিক সময় নিয়ে দলের দুর্বলতা দূর করার কথা ভাবা যাবে ।"

IPL ফাইনাল দেখেছেন । উপভোগ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের নেইল বাইটিং ফিনিশ । সৌরভ বলেন, "IPL-এর সেরা দুই অধিনায়ক খেতাব যুদ্ধে মুখোমুখি হয়েছিল । অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব ভালো লেগেছে । শেষ ওভারে মালিঙ্গাকে বল করানোর সিদ্ধান্তটা ভাল ছিল।"

সদ্য শেষ হওয়া IPL-এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম ঋষভ পন্থ । দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে । চোট পাওয়া কেদারের জায়গায় তিনি দলে স্থান পেতে পারেন বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে । অবশ্য চোট পাওয়া কেদার যাদব ছিটকে যান আর ঋষভ তাঁর স্থলাভিষিক্ত হন, তা চান না সৌরভ। কেদারের সুস্থতা ও সাফল্য কামনা করে সৌরভ বলেন, "একটা প্লেয়ার দলে সুযোগ পেয়েছে । চোটের জন্য ছিটকে যাবে না ফিট হয়ে ফিরবে বলা মুশকিল । আশা করি কেদার সুস্থ হয়ে উঠুক । তবে ঋষভকে ভারত মিস করবে । কার জায়গায় তা বলতে পারব না । কিন্তু ভারত তাঁকে মিস করবে ।"

Intro:চাপ সারিয়ে কেদার যাদব বিশ্বকাপে খেলতে যান। প্রাক্তন ক্রিকেটার হিসেবে প্রার্থনা সৌরভ গাঙ্গুলির। কিন্তু কেদারের বদলে রিষভের অর্ন্তভূক্তি তিনি চান না।টিম ইন্ডিয়ারএকজন প্রাক্তনী হিসেবে সাফল্য কামনার পাশাপাশি রিষভ নিয়ে নিজের অবস্থানে অটল। তাই বিশ্বকাপে রিষভের অভাব কোহলি দের অনুভূত হবে, এব্যাপারে সন্দেহ নেই তার।


Body:আইপিএলে র ঝক্কি শেষ করে সবে শহরে ফিরেছেন। বিশ্রাম নেওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই সোমবার বিকেলে প্রশাসক সৌরভ সিএবি র প্রেসিডেন্ট এর চেয়ারে। টুর্নামেন্ট কমিটির মিটিং সারলেন। প্রচণ্ড গরমে কীভাবে ক্রিকেটার দের স্বার্থ রক্ষা করে খেলা চালানো র সিদ্ধান্ত নিলেন। বয়স ভিত্তি ক ক্রিকেট এর শুরু টা সকাল আটটা থেকে করার সিদ্ধান্ত হয়েছে।আগামী মরসুমে পিচ তৈরির মাটি অনেক আগে থেকে তুলে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সৌরভ মানে বঙ্গ ক্রিকেট এর সীমানা ছাড়িয়ে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রিকেট নিয়ে কথোপকথন। তাই ঘণ্টা চারেক অপেক্ষা র পরে সংবাদ মাধ্যমে র নাছোড় উপস্থিতিতেও প্রাক্তন ভারত অধিনায়ক অকপট।
দিল্লি ক্যাপিটালসের পরামর্শ দাতা হিসেবে ডাগ আউটে। মাঠের লড়াইয়ের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনে সৌরভ নিজে তৃপ্ত। তবে দিল্লির পারফরম্যান্স খুশি করলেও পোডিয়াম ফিনিশ না পারার কাটা খচখচ করছে। নতুন মরসুমে নতুন উদ্যমে শুরুর ভাবনা থাকলেও তা নিয়ে আপাতত রাতের ঘুম ওড়াতে চান না। বরং সময় নিয়ে দলের দূর্বলতা দূর করতে চান।
আইপিএল ফাইনাল দেখেছেন। উপভোগ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস এর নেল বাইটিং ফিনিশ। সৌরভ জানিয়েছেন আইপিএলে র দুই সেরা অধিনায়ক খেতাব যুদ্ধে মুখোমুখি হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব ভালো লেগেছে। শেষ ওভারে মালিঙ্গাকে বল করানোর পক্ষে সমর্থন দাদার।
প্রতি ভাবান রিষভ পন্থ নিয়ে সৌরভের বাড়তি সমর্থন রয়েছে। বিশ্বকাপে তাকে নেওয়া উচিত ছিল বলে এখনও মনে করেন। তার জন্যে চোট পাওয়া কেদার যাদব ছিটকে যান আর রিষভ স্থলাভিষিক্ত হন, তা চান না। কেদারের সুস্থতা ও সাফল্য কামনা করেন। তবে একই সঙ্গে সৌরভের হুশিয়ারি, রিষভকে না নেওয়ায় ভারতকে বিশ্বকাপে ভুগতে হবে।
প্রসঙ্গত বলে রাখা ভালো, রিষভকে দলে না নেওয়ায় সমালোচনার ঝড় বয়েছে।চাপে পড়ে দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান কে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সদ্য শেষ হওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটের নাম রিষভ পন্থ।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.