ETV Bharat / sports

12 লাখ টাকা জরিমানা দিল্লি অধিনায়কের - দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের খবর

চলতি মরশুমে শ্রেয়াসের আগে একই কারণে জরিমানার মুখে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিও ৷

Shreyas Iyer fined Rs 12 lakh for slow over-rate against Sunrisers hyderabad in ipl 2020
Shreyas Iyer fined Rs 12 lakh for slow over-rate against Sunrisers hyderabad in ipl 2020
author img

By

Published : Sep 30, 2020, 12:42 PM IST

আবু ধাবি, 30 সেপ্টেম্বর : একে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারতে হয়েছে ৷ পরপর দুটি ম্যাচে জয়ের পর মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে 15 রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস ৷ গোদের উপর বিষফোঁড়ার মতো আবার জরিমানা গুণতে হচ্ছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ৷ সানরাইজ়ার্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য 12 লাখ টাকা জরিমানা হয়েছে দিল্লি অধিনায়কের ৷

এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করে IPL কর্তৃপক্ষ জানিয়েছে, "আবু ধাবিতে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে ৷ চলতি মরশুমে এই প্রথম IPL- এর কোড অব কনডাক্টের ন্যূনতম ওভারের গতি সংক্রান্ত নিয়মের লঙ্ঘন করেছে দলটি ৷ যে কারণে আইয়ারকে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে ৷" চলতি মরশুমে শ্রেয়াসের আগে একই কারণে জরিমানার মুখে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য তাঁকেও 12 লাখ টাকার জরিমানা দিতে হয় ৷

গতকাল আবু ধাবিতে পেস, স্পিনের জোড়া ফলায় ধস নামে দিল্লির ব্যাটিং অর্ডারে ৷ রান তাড়া করতে গিয়ে দ্রুত উইকেট হারায় দিল্লি ৷ ভুবনেশ্বর কুমার, রশিদ খান মিলে পাঁচটি উইকেট তুলে নেন ৷ 163 রান তাড়া করতে গিয়ে সাত উইকেট হারিয়ে 147 রানেই থেমে যায় দিল্লির ইনিংস ।

আবু ধাবি, 30 সেপ্টেম্বর : একে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারতে হয়েছে ৷ পরপর দুটি ম্যাচে জয়ের পর মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে 15 রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস ৷ গোদের উপর বিষফোঁড়ার মতো আবার জরিমানা গুণতে হচ্ছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ৷ সানরাইজ়ার্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য 12 লাখ টাকা জরিমানা হয়েছে দিল্লি অধিনায়কের ৷

এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করে IPL কর্তৃপক্ষ জানিয়েছে, "আবু ধাবিতে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে ৷ চলতি মরশুমে এই প্রথম IPL- এর কোড অব কনডাক্টের ন্যূনতম ওভারের গতি সংক্রান্ত নিয়মের লঙ্ঘন করেছে দলটি ৷ যে কারণে আইয়ারকে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে ৷" চলতি মরশুমে শ্রেয়াসের আগে একই কারণে জরিমানার মুখে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য তাঁকেও 12 লাখ টাকার জরিমানা দিতে হয় ৷

গতকাল আবু ধাবিতে পেস, স্পিনের জোড়া ফলায় ধস নামে দিল্লির ব্যাটিং অর্ডারে ৷ রান তাড়া করতে গিয়ে দ্রুত উইকেট হারায় দিল্লি ৷ ভুবনেশ্বর কুমার, রশিদ খান মিলে পাঁচটি উইকেট তুলে নেন ৷ 163 রান তাড়া করতে গিয়ে সাত উইকেট হারিয়ে 147 রানেই থেমে যায় দিল্লির ইনিংস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.