ETV Bharat / sports

সৌরভের আমন্ত্রণে ইডেনে টেস্ট দেখতে আসছেন হাসিনা - ভারতীয় ক্রিকেট দল

22 নভেম্বর ইডেনে টেস্ট খেলবে তারা । ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট দ্বৈরথ দেখতে সফরকারী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে, তা অন্য মাত্রা যোগ করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছে CAB ।

সৌরভ
author img

By

Published : Oct 21, 2019, 9:52 PM IST

Updated : Oct 22, 2019, 8:18 AM IST

কলকাতা, 21 অক্টোবর : BCCI-এর মসনদে বসার আগে সোমবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের CAB প্রেসিডেন্ট হিসেবে শেষ মিটিং । 23 অক্টোবর বোর্ডের দায়িত্ব নেবেন । তার আগে বঙ্গ ক্রিকেটের মসনদে শেষদিন সৌরভ মহারাজ গঙ্গোপাধ্যায় খেললেন T-20 ক্রিকেটের ঢঙে । কেরলে ISL-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন । সেখান থেকেই বঙ্গ ক্রিকেটের পেন্টাগনে । সদস্যদের শুভেচ্ছা বোকে নেওয়ার পরে যুদ্ধকালীন তৎপরতায় চারটে ক্রিকেটিয় কমিটি গড়লেন । তবে সোমবারের সন্ধ্যায় CAB মিটিংয়ের ওয়ান লাইনার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে CAB-র আমন্ত্রণ গ্রহন এবং 22 নভেম্বর ইডেনে উপস্থিত থাকার সবুজ সংকেত ।

দক্ষিণ আফ্রিকার পরে ভারত সফরে আসছে বাংলাদেশ । 22 নভেম্বর ইডেনে টেস্ট খেলবে তারা । ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট দ্বৈরথ দেখতে সফরকারী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে, তা অন্য মাত্রা যোগ করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছে CAB । আর ওই দিনের কর্মকাণ্ডে প্রধান ভূমিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । 22 নভেম্বর টেস্ট ম্যাচের টিকিটের দাম 50, 100 ও 150 টাকা ।

ভিডিয়োয় শুনুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

সৌরভ বলেন, "2000 সালের 1 নভেম্বর বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচে যাঁরা খেলেছিলেন সেই ভারতীয় ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ।" 19 বছর আগে সেই টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ । তবে এই রাজকীয় আয়োজনের পথে এখন একটাই কাঁটা, সেটা হল বাংলাদেশের ক্রিকেটারদের "ধর্মঘট" । বেতনবৃদ্ধির দাবিতে "ধর্মঘট"-এ বাংলাদেশের ক্রিকেটাররা । এব্যাপারে মহারাজ বলেছেন,"পুরোটাই ওদের আভ্যন্তরীণ বিষয়" ৷

ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত বোর্ড সভাপতি (নির্বাচিত) সৌরভ । বিশেষ করে মহম্মদ শামির গত দেড় বছরের ধারাবাহিক পারফরম্যান্স দেখে মুগ্ধ মহারাজ । একইভাবে ভারতীয় উইকেটে লেংথ-এর রকমফের ঘটিয়ে উমেশ যাদবের উত্থান চমকে দিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে ৷ ওপেনার রোহিত শর্মারও প্রশংসা করেন তিনি ।

কলকাতা, 21 অক্টোবর : BCCI-এর মসনদে বসার আগে সোমবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের CAB প্রেসিডেন্ট হিসেবে শেষ মিটিং । 23 অক্টোবর বোর্ডের দায়িত্ব নেবেন । তার আগে বঙ্গ ক্রিকেটের মসনদে শেষদিন সৌরভ মহারাজ গঙ্গোপাধ্যায় খেললেন T-20 ক্রিকেটের ঢঙে । কেরলে ISL-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন । সেখান থেকেই বঙ্গ ক্রিকেটের পেন্টাগনে । সদস্যদের শুভেচ্ছা বোকে নেওয়ার পরে যুদ্ধকালীন তৎপরতায় চারটে ক্রিকেটিয় কমিটি গড়লেন । তবে সোমবারের সন্ধ্যায় CAB মিটিংয়ের ওয়ান লাইনার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে CAB-র আমন্ত্রণ গ্রহন এবং 22 নভেম্বর ইডেনে উপস্থিত থাকার সবুজ সংকেত ।

দক্ষিণ আফ্রিকার পরে ভারত সফরে আসছে বাংলাদেশ । 22 নভেম্বর ইডেনে টেস্ট খেলবে তারা । ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট দ্বৈরথ দেখতে সফরকারী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে, তা অন্য মাত্রা যোগ করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছে CAB । আর ওই দিনের কর্মকাণ্ডে প্রধান ভূমিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । 22 নভেম্বর টেস্ট ম্যাচের টিকিটের দাম 50, 100 ও 150 টাকা ।

ভিডিয়োয় শুনুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

সৌরভ বলেন, "2000 সালের 1 নভেম্বর বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচে যাঁরা খেলেছিলেন সেই ভারতীয় ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ।" 19 বছর আগে সেই টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ । তবে এই রাজকীয় আয়োজনের পথে এখন একটাই কাঁটা, সেটা হল বাংলাদেশের ক্রিকেটারদের "ধর্মঘট" । বেতনবৃদ্ধির দাবিতে "ধর্মঘট"-এ বাংলাদেশের ক্রিকেটাররা । এব্যাপারে মহারাজ বলেছেন,"পুরোটাই ওদের আভ্যন্তরীণ বিষয়" ৷

ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত বোর্ড সভাপতি (নির্বাচিত) সৌরভ । বিশেষ করে মহম্মদ শামির গত দেড় বছরের ধারাবাহিক পারফরম্যান্স দেখে মুগ্ধ মহারাজ । একইভাবে ভারতীয় উইকেটে লেংথ-এর রকমফের ঘটিয়ে উমেশ যাদবের উত্থান চমকে দিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে ৷ ওপেনার রোহিত শর্মারও প্রশংসা করেন তিনি ।

Intro:ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসার আগে সোমবার ছিল তার সিএবি প্রেসিডেন্ট হিসেবে শেষ মিটিং। 23 অক্টোবর বোর্ডের দায়িত্ব নেবেন।তাই বঙ্গ ক্রিকেটের মসনদের শেষদিনে সৌরভ মহারাজ গাঙ্গুলি খেললেন টি টোয়েন্টি ক্রিকেটের ঢঙে।
কেরলে আইএসএল এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।সেখান থেকেই বঙ্গ ক্রিকেটের পেন্টাগনে। সদস্য দের শুভেচ্ছা ফুল নেওয়ার পরে যুদ্ধকালীন তৎপরতায় চারটে ক্রিকেটীয় কমিটি গড়লেন।তবে সোম সন্ধ্যার সিএবি মিটিং এর ওয়ান লাইনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিএবির আমন্ত্রন গ্রহন এবং 22নভেম্বর ইডেনে উপস্থিত থাকার ব্যাপারে সবুজ সংকেত। ভারত সফরে আসছে বাংলাদেশ।22 নভেম্বর ইডেনে টেস্ট খেলবে। ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট দ্বৈরথ দেখতে হাসিনার উপস্থিতি অন্যমাত্রা যোগ করবে। ওই দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে আমন্ত্রন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে সিএবিতে।তবে মোদি হাসিনার সাক্ষাৎ ঘিরে সবুজ সংকেত এখনও অবধি নেই। ওই দিনের কর্মকাণ্ডে প্রধান অথিতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
22নভেম্বর বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহনকারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন সেই টেস্ট ম্যাচের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।তবে আয়োজনের বিশালতায় কাটা পদ্মাপাড়ের ক্রিকেটে ক্যারিবিয়ান ক্রিকেটের সংক্রমণ। ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটার রা।এব্যাপারে বিসিসিআই প্রেসিডেন্ট বলছেন "পুরোটাই ওদের আভ্যন্তরীণ বিষয়"।
22 নভেম্বরের টেস্ট ম্যাচের টিকিটের মূল্য করা হয়েছে 50,100,150 টাকা।যা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়ার খরচের চেয়েও কম।
ক্রিকেট প্রশাসনের খবর বলার পাশাপাশি ভারতীয় ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত বোর্ড সভাপতি।বিশেষ করে মহম্মদ শামির গত দেড় বছরের ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখে মুগ্ধ।একইভাবে ভারতীয় উইকেটে লেংথ এর রকমফের ঘটিয়ে উমেশ যাদবের উত্থানে চমকে গিয়েছেন। একইভাবে ওপেনার রোহিত শর্মার সাফল্যে তৃপ্ত সৌরভ।


Body:sourav


Conclusion:
Last Updated : Oct 22, 2019, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.