কলকাতা, 21 অক্টোবর : BCCI-এর মসনদে বসার আগে সোমবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের CAB প্রেসিডেন্ট হিসেবে শেষ মিটিং । 23 অক্টোবর বোর্ডের দায়িত্ব নেবেন । তার আগে বঙ্গ ক্রিকেটের মসনদে শেষদিন সৌরভ মহারাজ গঙ্গোপাধ্যায় খেললেন T-20 ক্রিকেটের ঢঙে । কেরলে ISL-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন । সেখান থেকেই বঙ্গ ক্রিকেটের পেন্টাগনে । সদস্যদের শুভেচ্ছা বোকে নেওয়ার পরে যুদ্ধকালীন তৎপরতায় চারটে ক্রিকেটিয় কমিটি গড়লেন । তবে সোমবারের সন্ধ্যায় CAB মিটিংয়ের ওয়ান লাইনার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে CAB-র আমন্ত্রণ গ্রহন এবং 22 নভেম্বর ইডেনে উপস্থিত থাকার সবুজ সংকেত ।
দক্ষিণ আফ্রিকার পরে ভারত সফরে আসছে বাংলাদেশ । 22 নভেম্বর ইডেনে টেস্ট খেলবে তারা । ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট দ্বৈরথ দেখতে সফরকারী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে, তা অন্য মাত্রা যোগ করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছে CAB । আর ওই দিনের কর্মকাণ্ডে প্রধান ভূমিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । 22 নভেম্বর টেস্ট ম্যাচের টিকিটের দাম 50, 100 ও 150 টাকা ।
সৌরভ বলেন, "2000 সালের 1 নভেম্বর বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচে যাঁরা খেলেছিলেন সেই ভারতীয় ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ।" 19 বছর আগে সেই টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ । তবে এই রাজকীয় আয়োজনের পথে এখন একটাই কাঁটা, সেটা হল বাংলাদেশের ক্রিকেটারদের "ধর্মঘট" । বেতনবৃদ্ধির দাবিতে "ধর্মঘট"-এ বাংলাদেশের ক্রিকেটাররা । এব্যাপারে মহারাজ বলেছেন,"পুরোটাই ওদের আভ্যন্তরীণ বিষয়" ৷
ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত বোর্ড সভাপতি (নির্বাচিত) সৌরভ । বিশেষ করে মহম্মদ শামির গত দেড় বছরের ধারাবাহিক পারফরম্যান্স দেখে মুগ্ধ মহারাজ । একইভাবে ভারতীয় উইকেটে লেংথ-এর রকমফের ঘটিয়ে উমেশ যাদবের উত্থান চমকে দিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে ৷ ওপেনার রোহিত শর্মারও প্রশংসা করেন তিনি ।