ETV Bharat / sports

ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি করেছেন শশাঙ্ক মনোহর, তোপ শ্রীনির - BCCI

কঠিন সময়ে তাঁকে প্রয়োজন ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের ৷ কিন্তু সেইসময়ই তিনি ICC-র দিকে পা বাড়ান ৷ সেই পুরানো কথা তুলে শশাঙ্ক মনোহরকে বিঁধলেন এন শ্রীনিবাসন ৷

ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি করেছে মনোহর, তোপ শ্রীনির
ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি করেছে মনোহর, তোপ শ্রীনির
author img

By

Published : Jul 2, 2020, 2:13 PM IST

মুম্বই, 2 জুলাই : ICC-তে শেষ হয়েছে শশাঙ্ক মনোহর অধ্যায় ৷ একদিন আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর ৷ আর তারপরই পুরানো সহকর্মীকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ICC ও BCCI প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন ৷ বলেছেন, সরে দাঁড়ানো নয়, বাস্তবতা বুঝেই পালিয়ে গেছেন মনোহর ৷

মনোহরকে ভারত-বিরোধী তকমা দিয়ে শ্রীনি বলেছেন, "শশাঙ্ক ভারতীয় ক্রিকেটের এতটা ক্ষতি করেছে যে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলেই ওঁর প্রস্থানে খুশি হবে ৷ আর্থিকভাবে ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছেন উনি ৷ ICC-তে ভারতের সুযোগ নষ্ট করেছেন ৷ উনি চূড়ান্ত ভারত-বিরোধী ৷ ওঁর জন্য় বিশ্ব ক্রিকেটে ভারতের গুরুত্ব কমেছে ৷" তিনি আরও বলেন, "এখন BCCI-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ উনি ভালো করেই জানেন যে বোর্ডের এখনকার নেতৃত্বের কাছে কোনও সম্মান পাবেন না ৷ তাই সময় থাকতেই পালিয়ে গেছেন ৷"

জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর 2015 সালে দ্বিতীয়বারের জন্য BCCI প্রেসিডেন্টের পদে বসেন শশাঙ্ক মনোহর ৷ সেইসময় ভারতীয় ক্রিকেট বোর্ডের এক দক্ষ প্রশাসকের প্রয়োজন ছিল ৷ তখনই ICCর দিকে পা বাড়ান মনোহর ৷ কয়েকমাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ পদে বসেন ৷ আর তারপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর প্রায় প্রতিটি বিষয়েই সংঘাত শুরু হয় ৷ তা সরকারি বিষয় হোক বা আর্থিক সমস্যা ৷ সেইসময়কার কথা উল্লেখ করে শ্রীনিবাসন বলেছেন, "ICC থেকে ওঁর প্রস্থান ভারতীয় ক্রিকেটের জন্য স্বস্তির খবর ৷ 2015 সালে কঠিন সময়ে উনি মাঝপথে BCCI থেকে সরে গেছিলেন ৷ এখন এই প্যানডেমিকের মাঝে উনি ICC থেকে পালালেেন ৷ এরকম এক ব্যক্তি যে ICC-তে নেই এটা ভেবেই আমি খুশি ৷"

মুম্বই, 2 জুলাই : ICC-তে শেষ হয়েছে শশাঙ্ক মনোহর অধ্যায় ৷ একদিন আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর ৷ আর তারপরই পুরানো সহকর্মীকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ICC ও BCCI প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন ৷ বলেছেন, সরে দাঁড়ানো নয়, বাস্তবতা বুঝেই পালিয়ে গেছেন মনোহর ৷

মনোহরকে ভারত-বিরোধী তকমা দিয়ে শ্রীনি বলেছেন, "শশাঙ্ক ভারতীয় ক্রিকেটের এতটা ক্ষতি করেছে যে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলেই ওঁর প্রস্থানে খুশি হবে ৷ আর্থিকভাবে ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছেন উনি ৷ ICC-তে ভারতের সুযোগ নষ্ট করেছেন ৷ উনি চূড়ান্ত ভারত-বিরোধী ৷ ওঁর জন্য় বিশ্ব ক্রিকেটে ভারতের গুরুত্ব কমেছে ৷" তিনি আরও বলেন, "এখন BCCI-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ উনি ভালো করেই জানেন যে বোর্ডের এখনকার নেতৃত্বের কাছে কোনও সম্মান পাবেন না ৷ তাই সময় থাকতেই পালিয়ে গেছেন ৷"

জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর 2015 সালে দ্বিতীয়বারের জন্য BCCI প্রেসিডেন্টের পদে বসেন শশাঙ্ক মনোহর ৷ সেইসময় ভারতীয় ক্রিকেট বোর্ডের এক দক্ষ প্রশাসকের প্রয়োজন ছিল ৷ তখনই ICCর দিকে পা বাড়ান মনোহর ৷ কয়েকমাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ পদে বসেন ৷ আর তারপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর প্রায় প্রতিটি বিষয়েই সংঘাত শুরু হয় ৷ তা সরকারি বিষয় হোক বা আর্থিক সমস্যা ৷ সেইসময়কার কথা উল্লেখ করে শ্রীনিবাসন বলেছেন, "ICC থেকে ওঁর প্রস্থান ভারতীয় ক্রিকেটের জন্য স্বস্তির খবর ৷ 2015 সালে কঠিন সময়ে উনি মাঝপথে BCCI থেকে সরে গেছিলেন ৷ এখন এই প্যানডেমিকের মাঝে উনি ICC থেকে পালালেেন ৷ এরকম এক ব্যক্তি যে ICC-তে নেই এটা ভেবেই আমি খুশি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.