ETV Bharat / sports

স্বার্থ সংঘাতের নোটিশের পর CAC থেকে সরলেন শান্তা রঙ্গস্বামী - কপিল দেব

শান্তা রঙ্গস্বামী সহ ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির তিন সদস্যকে নোটিশ পাঠিয়েছিল BCCI ৷ এরপর কমিটি থেকে সরে দাঁড়ালেন শান্তা ৷

শান্তা রঙ্গোস্বামী
author img

By

Published : Sep 30, 2019, 1:50 AM IST

Updated : Sep 30, 2019, 1:12 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর : ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি (CAC) থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক শান্তা রঙ্গস্বামী ৷ ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ICA) ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ৷

কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জয় গুপ্ত ৷ এরপর কমিটির তিন সদস্যকেই নোটিশ পাঠান BCCI-এর এথিক্স অফিসার ডিকে জৈন ৷ 10 অক্টোবরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয় ৷ সেই বিতর্কের মধ্যে গতকাল ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি থেকে সরে দাঁড়ান শান্তা ৷

এই সংক্রান্ত আরও খবর : স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ কপিলের নেতৃত্বাধীন CAC-কে

একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "CAC-তে থাকা আমার কাছে অত্যন্ত সম্মানের ছিল ৷ আমার অন্য পরিকল্পনা রয়েছে, তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ এমনিতেও বছরে একবার বা দু'বছরে একবার বৈঠক করছিল কমিটি ৷ তাই স্বার্থের সংঘাতের বিষয়টি আমি বুঝতে পারলাম না ৷ " তবে এরকমভাবে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠলে ভবিষ্যতে যে কোনও প্রশাসনিক পদে যোগ্য প্রাক্তন ক্রিকেটারদের নিয়োগ করা অত্যন্ত কঠিন হবে বলে মত শান্তার ৷

এই সংক্রান্ত আরও খবর : "ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক", টুইট সৌরভের

এদিকে, ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগের বিষয়ে শান্তা বলেন, "এমনিতেও নির্বাচনের আগেই ICA থেকে পদত্যাগ করতাম আমি ৷ তাই এটা শুধুমাত্র সময়ের বিষয় ছিল ৷"

মুম্বই, 30 সেপ্টেম্বর : ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি (CAC) থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক শান্তা রঙ্গস্বামী ৷ ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ICA) ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ৷

কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জয় গুপ্ত ৷ এরপর কমিটির তিন সদস্যকেই নোটিশ পাঠান BCCI-এর এথিক্স অফিসার ডিকে জৈন ৷ 10 অক্টোবরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয় ৷ সেই বিতর্কের মধ্যে গতকাল ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি থেকে সরে দাঁড়ান শান্তা ৷

এই সংক্রান্ত আরও খবর : স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ কপিলের নেতৃত্বাধীন CAC-কে

একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "CAC-তে থাকা আমার কাছে অত্যন্ত সম্মানের ছিল ৷ আমার অন্য পরিকল্পনা রয়েছে, তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ এমনিতেও বছরে একবার বা দু'বছরে একবার বৈঠক করছিল কমিটি ৷ তাই স্বার্থের সংঘাতের বিষয়টি আমি বুঝতে পারলাম না ৷ " তবে এরকমভাবে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠলে ভবিষ্যতে যে কোনও প্রশাসনিক পদে যোগ্য প্রাক্তন ক্রিকেটারদের নিয়োগ করা অত্যন্ত কঠিন হবে বলে মত শান্তার ৷

এই সংক্রান্ত আরও খবর : "ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক", টুইট সৌরভের

এদিকে, ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগের বিষয়ে শান্তা বলেন, "এমনিতেও নির্বাচনের আগেই ICA থেকে পদত্যাগ করতাম আমি ৷ তাই এটা শুধুমাত্র সময়ের বিষয় ছিল ৷"

Ramban (JandK), Sep 29 (ANI): Congratulating the security forces for the successful operation in JandK's Ramban district where three terrorists were killed while the lone civilian hostage was rescued, state's Director General of Police (DGP) Dilbagh Singh said the forces strive to make Doda-Kishtwar-Ramban range "free of militancy". "I congratulate the team for successful operation in which a civilian was rescued and three militants were killed yesterday. I grieve the loss of our personnel. We strive to make Doda-Kishtwar-Ramban range free of militancy," Singh said in Ramban where he visited the Batote encounter site.
Last Updated : Sep 30, 2019, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.