ETV Bharat / sports

"ওকে ফেস করা বড় চ্যালেঞ্জ", সেরা পাঁচে ভারতীয় পেসারকে রাখলেন ওয়াটসন - jasprit bumrah

নিজের অভিজ্ঞতা থেকে টি-20 ক্রিকেটের সর্বকালের সেরা 5 বোলারের তালিকা তৈরি করেছেন ওয়াটসন ৷ যার মধ্যে রয়েছেন এক ভারতীয় ৷

"ওকে ফেস করা বড় চ্যালেঞ্জ", সেরা পাঁচে বুমরাকে রেখে বললেন ওয়াটসন
"ওকে ফেস করা বড় চ্যালেঞ্জ", সেরা পাঁচে বুমরাকে রেখে বললেন ওয়াটসন
author img

By

Published : Oct 7, 2020, 3:52 PM IST

আবু ধাবি, 7 অক্টোবর : 14 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বিশ্বের বাঘা বাঘা বোলারদের মোকাবিলা করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ৷ জাতীয় দলের হয়ে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলছেন ৷ মোকাবিলা করছেন বর্তমান ক্রিকেট বিশ্বের নামি বোলারদেরও ৷ নিজের অভিজ্ঞতা থেকে টি-20 ক্রিকেটের সর্বকালের সেরা 5 বোলারের তালিকা তৈরি করেছেন ওয়াটসন ৷ যার মধ্যে রয়েছেন এক ভারতীয় ৷

অজ়ি অলরাউন্ডারের তালিকার প্রথমেই রয়েছে লাসিথ মালিঙ্গা ৷ ঝাঁকড়া চুলের এই শ্রীলঙ্কান পেসারের ইয়র্কারগুলি সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে ওয়াটসনকে ৷ ব্যক্তিগত কারণে এবছর IPL-এ নেই মালিঙ্গা ৷ তাই লঙ্কান পেসারকে ফেস করতে হচ্ছে না ৷ এতে স্বস্তিতে রয়েছেন ওয়াটসন ৷ একটি ইউটিউব চ্যানেলে চেন্নাই সুপার কিংসের এই সদস্য বলেছেন, "আমার তালিকার প্রথমেই রয়েছেন লাসিথ মালিঙ্গা ৷ ওঁর করা ইয়র্কারগুলি আমি আগে কখনও দেখিনি ৷ হয়ত অনেকদিন পর্যন্ত আর দেখতেও হবে না ৷"

তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি ৷ ওয়াটসনের কথায়, "আমি ওঁর বোলিং নিয়ে শুধু কথা বলব ৷ ও অবশ্যই এক অসাধারণ ব্যাটসম্যান ৷ টি-20 বোলিংয়ের দিক থেকে দেখতে হলে আফ্রিদি হলেন পারফেক্ট টি-20 বোলার ৷ উইকেট নিতে পারেন সঙ্গে বেশি রানও দেন না ৷ এরকম এক টি-20 বোলারকে দলের সবসময় প্রয়োজন ৷"

তালিকার তৃতীয় স্থানে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকে রেখেছেন শেন ওয়াটসন ৷ বয়সটা 26 হলেও বুমরার গতি আর বোলিং বৈচিত্র্য ওয়াটসনের উপর ভালোই প্রভাব ফেলেছে ৷ ভারতীয় স্পিডস্টারের প্রশংসা করতে গিয়ে ওয়াটসন বলেছেন, "আমার কাছে বুমরা অলরাউন্ড প্যাকেজ় ৷ ওঁর বয়স মাত্র 26 ৷ কিন্তু টি-20 ক্রিকেটে বল হাতে ওঁর দাপট সত্যিই অসাধারণ ৷ ওঁর গতি খুব ভালো ৷ দু'দিকেই বল সুইং করাতে পারেন ৷ গতির সঙ্গে ইয়র্কারগুলিও দারুণ ৷ ওঁকে ফেস করা বড় চ্যালেঞ্জ ৷ ওঁর স্কিলের জন্য টি-20 ক্রিকেটের সেরা বোলার হিসেবে কেরিয়ার শেষ করবেন বুমরা ৷"

বাকি দুই বোলার হিসেবে চেন্নাই সুপার কিংস সতীর্থ ডোয়েন ব্র্যাভো ও সুনীল নারিনকে রেখেছেন ওয়াটসন ৷

আবু ধাবি, 7 অক্টোবর : 14 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বিশ্বের বাঘা বাঘা বোলারদের মোকাবিলা করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ৷ জাতীয় দলের হয়ে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলছেন ৷ মোকাবিলা করছেন বর্তমান ক্রিকেট বিশ্বের নামি বোলারদেরও ৷ নিজের অভিজ্ঞতা থেকে টি-20 ক্রিকেটের সর্বকালের সেরা 5 বোলারের তালিকা তৈরি করেছেন ওয়াটসন ৷ যার মধ্যে রয়েছেন এক ভারতীয় ৷

অজ়ি অলরাউন্ডারের তালিকার প্রথমেই রয়েছে লাসিথ মালিঙ্গা ৷ ঝাঁকড়া চুলের এই শ্রীলঙ্কান পেসারের ইয়র্কারগুলি সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে ওয়াটসনকে ৷ ব্যক্তিগত কারণে এবছর IPL-এ নেই মালিঙ্গা ৷ তাই লঙ্কান পেসারকে ফেস করতে হচ্ছে না ৷ এতে স্বস্তিতে রয়েছেন ওয়াটসন ৷ একটি ইউটিউব চ্যানেলে চেন্নাই সুপার কিংসের এই সদস্য বলেছেন, "আমার তালিকার প্রথমেই রয়েছেন লাসিথ মালিঙ্গা ৷ ওঁর করা ইয়র্কারগুলি আমি আগে কখনও দেখিনি ৷ হয়ত অনেকদিন পর্যন্ত আর দেখতেও হবে না ৷"

তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি ৷ ওয়াটসনের কথায়, "আমি ওঁর বোলিং নিয়ে শুধু কথা বলব ৷ ও অবশ্যই এক অসাধারণ ব্যাটসম্যান ৷ টি-20 বোলিংয়ের দিক থেকে দেখতে হলে আফ্রিদি হলেন পারফেক্ট টি-20 বোলার ৷ উইকেট নিতে পারেন সঙ্গে বেশি রানও দেন না ৷ এরকম এক টি-20 বোলারকে দলের সবসময় প্রয়োজন ৷"

তালিকার তৃতীয় স্থানে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকে রেখেছেন শেন ওয়াটসন ৷ বয়সটা 26 হলেও বুমরার গতি আর বোলিং বৈচিত্র্য ওয়াটসনের উপর ভালোই প্রভাব ফেলেছে ৷ ভারতীয় স্পিডস্টারের প্রশংসা করতে গিয়ে ওয়াটসন বলেছেন, "আমার কাছে বুমরা অলরাউন্ড প্যাকেজ় ৷ ওঁর বয়স মাত্র 26 ৷ কিন্তু টি-20 ক্রিকেটে বল হাতে ওঁর দাপট সত্যিই অসাধারণ ৷ ওঁর গতি খুব ভালো ৷ দু'দিকেই বল সুইং করাতে পারেন ৷ গতির সঙ্গে ইয়র্কারগুলিও দারুণ ৷ ওঁকে ফেস করা বড় চ্যালেঞ্জ ৷ ওঁর স্কিলের জন্য টি-20 ক্রিকেটের সেরা বোলার হিসেবে কেরিয়ার শেষ করবেন বুমরা ৷"

বাকি দুই বোলার হিসেবে চেন্নাই সুপার কিংস সতীর্থ ডোয়েন ব্র্যাভো ও সুনীল নারিনকে রেখেছেন ওয়াটসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.