ETV Bharat / sports

টি-20তে পরিবর্তন চান ওয়ার্ন, প্রস্তাব দিয়ে ট্যাগ করলেন সৌরভ-সচিনকে - T-20 cricket

টি-20 হল ব্যাটসম্যানদের খেলা ৷ কিন্তু ওয়ার্ন চাইছেন এই ফরম্যাটে বোলাররাও নিজেদের সুবিধা পাক ৷

shane warne
shane warne
author img

By

Published : Oct 3, 2020, 12:09 PM IST

আবু ধাবি, 3 অক্টোবর : জাতীয় দলের হয়ে কোনওদিন টি-20 খেলেননি ৷ তবে IPL-এর সৌজন্যে এই ফরম্যাটটাকে খুব ভালোভাবে চিনেছেন ৷ প্রথম চারটি মরশুম রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে জয়পুরের ফ্র্যাঞ্চাইজ়িটির মেন্টর পদে নিযুক্ত অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ৷ প্রথম থেকেই দেখে আসছেন এই ফরম্যাটে ব্যাটসম্যানদের দাপট সবচেয়ে বেশি ৷ বিশেষ করে IPL-এর মতো বিনোদনধর্মী ক্রিকেট লিগে ব্যাটসম্যানদের সুবিধা দেখে তৈরি হয় পিচ ৷ যাতে চার, ছয়ের বন্যা বইতে পারে ৷ যা মোটেও পছন্দ নয় ওয়ার্নের ৷ তাঁর দাবি, অন্যান্য ফরম্যাটের মতো কুড়ি বিশেও ব্যাটে-বলের প্রতিযোগিতা বজায় থাকুক ৷ তাহলে এই ফরম্যাট আরও উপভোগ্য হয়ে উঠবে ৷ পাশাপাশি এতে টি-20 ক্রিকেটেরই উন্নতি হবে ৷

এর জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ৷ টি-20 ক্রিকেটের উন্নতির স্বার্থে টুইটারে তিনটি নিয়ম বদলের প্রস্তাব দিয়েছেন তিনি ৷ পোস্টে ট্যাগ করেছেন সচিন তেন্ডুলকর, BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা, মাইকেল ভন, জন্টি রোডস, স্টিফেন ফ্লেমিংসহ আরও অনেককে ৷ সেই তিনটি প্রস্তাব হল -

1. মাঠের বাউন্ডারি যতটা সম্ভব বড় রাখা হোক ৷ ছোটো বাউন্ডারিযুক্ত মাঠের আউটফিল্ডে ঘাস রাখা হোক ৷

2. চার ওভারের পরিবর্তে বোলারদের পাঁচ ওভার বল করতে দেওয়া হোক ৷

3. টেস্ট ম্যাচের চতুর্থদিনের মতো পিচ হওয়া উচিত ৷ পাটা পিচ রাখা উচিত নয় ৷ কারণ, আমরা শুধু ছক্কা চাই না ৷ ব্যাটে-বলে ভারসাম্য চাই ৷

টি-20 হল ব্যাটসম্যানদের খেলা ৷ কিন্তু ওয়ার্ন চাইছেন, এই ফরম্যাটে বোলাররাও নিজেদের সুবিধা পাক ৷ তাঁর দেওয়া প্রস্তাবগুলেিতে বিষয়টি স্পষ্ট ৷ পাটা পিচ রেখে ব্যাটসম্যানদের স্বর্গ তৈরি না করে এই ফরম্যাটেও যাতে ব্যাটসম্যান ও বোলারের প্রতিযোগিতাটা সমান হয়, সেটাই চাইছেন তিনি ৷

আবু ধাবি, 3 অক্টোবর : জাতীয় দলের হয়ে কোনওদিন টি-20 খেলেননি ৷ তবে IPL-এর সৌজন্যে এই ফরম্যাটটাকে খুব ভালোভাবে চিনেছেন ৷ প্রথম চারটি মরশুম রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে জয়পুরের ফ্র্যাঞ্চাইজ়িটির মেন্টর পদে নিযুক্ত অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ৷ প্রথম থেকেই দেখে আসছেন এই ফরম্যাটে ব্যাটসম্যানদের দাপট সবচেয়ে বেশি ৷ বিশেষ করে IPL-এর মতো বিনোদনধর্মী ক্রিকেট লিগে ব্যাটসম্যানদের সুবিধা দেখে তৈরি হয় পিচ ৷ যাতে চার, ছয়ের বন্যা বইতে পারে ৷ যা মোটেও পছন্দ নয় ওয়ার্নের ৷ তাঁর দাবি, অন্যান্য ফরম্যাটের মতো কুড়ি বিশেও ব্যাটে-বলের প্রতিযোগিতা বজায় থাকুক ৷ তাহলে এই ফরম্যাট আরও উপভোগ্য হয়ে উঠবে ৷ পাশাপাশি এতে টি-20 ক্রিকেটেরই উন্নতি হবে ৷

এর জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ৷ টি-20 ক্রিকেটের উন্নতির স্বার্থে টুইটারে তিনটি নিয়ম বদলের প্রস্তাব দিয়েছেন তিনি ৷ পোস্টে ট্যাগ করেছেন সচিন তেন্ডুলকর, BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা, মাইকেল ভন, জন্টি রোডস, স্টিফেন ফ্লেমিংসহ আরও অনেককে ৷ সেই তিনটি প্রস্তাব হল -

1. মাঠের বাউন্ডারি যতটা সম্ভব বড় রাখা হোক ৷ ছোটো বাউন্ডারিযুক্ত মাঠের আউটফিল্ডে ঘাস রাখা হোক ৷

2. চার ওভারের পরিবর্তে বোলারদের পাঁচ ওভার বল করতে দেওয়া হোক ৷

3. টেস্ট ম্যাচের চতুর্থদিনের মতো পিচ হওয়া উচিত ৷ পাটা পিচ রাখা উচিত নয় ৷ কারণ, আমরা শুধু ছক্কা চাই না ৷ ব্যাটে-বলে ভারসাম্য চাই ৷

টি-20 হল ব্যাটসম্যানদের খেলা ৷ কিন্তু ওয়ার্ন চাইছেন, এই ফরম্যাটে বোলাররাও নিজেদের সুবিধা পাক ৷ তাঁর দেওয়া প্রস্তাবগুলেিতে বিষয়টি স্পষ্ট ৷ পাটা পিচ রেখে ব্যাটসম্যানদের স্বর্গ তৈরি না করে এই ফরম্যাটেও যাতে ব্যাটসম্যান ও বোলারের প্রতিযোগিতাটা সমান হয়, সেটাই চাইছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.