মোহালি, 19 সেপ্টেম্বর : বিরাট কোহলির ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ়ের দ্বিতীয় T-20 ম্যাচটি জেতে ভারত । দক্ষিণ আফ্রিকার দেওয়া 150 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 52 বল খরচ করে কোহলির ব্যাট থেকে আসে 72 রান । ম্যাচের সেরাও নির্বাচিত হন বিরাট কোহলি । এর সঙ্গে T-20 ক্রিকেটে সর্বাধিক ম্যাচ সেরা হওয়ার নিরিখে (11) আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন তিনি । সামনে কেবল আফগান অল-রাউন্ডার মহম্মদ নবি (12) । এই নজির ছোঁয়ার পরই ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি । ম্যাচ জেতানো ইনিংস দেখে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার কোহলিকে মহান ক্রিকেটার হিসেবে আখ্যা দেন ।
বিশ্বক্রিকেটে এই মুহূর্তে কোহলিই একমাত্র ব্যাটসম্যান যার তিনটি ফর্ম্যাটেই ব্যাটিং গড় পঞ্চাশোর্ধ্ব । মোহালিতে গতরাতের ম্যাচ জেতানো ইনিংস আসে কোহলির ব্যাট থেকে । আর ম্যাচ জয়ের পরই কোহলির এই অনন্য কৃতিত্বের পরিসংখ্যান নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে ICC । ICC-র সেই প্রশংসাসূচক টুইটটি রিটুইট করে কোহলির প্রশংসা করে আফ্রিদি লেখেন, "অভিনন্দন বিরাট কোহলি । তুমি সত্যিই একজন মহান ক্রিকেটার । তোমার সাফল্য বজায় থাকুক । বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীদের এভাবেই আনন্দ দিয়ে যাও ।"
-
Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) September 18, 2019Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) September 18, 2019
এদিকে গতকাল তাঁর ডেপুটি রোহিত শর্মাকে টপকে T-20 ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারীও হন বিরাট কোহলি । গতরাতের ইনিংসের ফলে রোহিত শর্মার থেকে 7 রান এগিয়ে গেছেন বিরাট । বর্তমানে 71টি ম্যাচে তাঁর সংগ্রহ 2441 রান । অপর দিকে 97টি ম্যাচে হিটম্যানের সংগ্রহ 2434 ।