ETV Bharat / sports

"তুমি মহান ক্রিকেটার", কোহলির প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি - man of the match

T-20 ক্রিকেটে সর্বাধিক ম্যাচ সেরা হওয়ার নিরিখে (11) আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি । সামনে কেবল আফগান অল-রাউন্ডার মহম্মদ নবি (12) । এই নজির ছোঁয়ার পরই ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি ।

কোহলি
author img

By

Published : Sep 19, 2019, 2:31 PM IST

মোহালি, 19 সেপ্টেম্বর : বিরাট কোহলির ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ়ের দ্বিতীয় T-20 ম্যাচটি জেতে ভারত । দক্ষিণ আফ্রিকার দেওয়া 150 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 52 বল খরচ করে কোহলির ব্যাট থেকে আসে 72 রান । ম্যাচের সেরাও নির্বাচিত হন বিরাট কোহলি । এর সঙ্গে T-20 ক্রিকেটে সর্বাধিক ম্যাচ সেরা হওয়ার নিরিখে (11) আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন তিনি । সামনে কেবল আফগান অল-রাউন্ডার মহম্মদ নবি (12) । এই নজির ছোঁয়ার পরই ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি । ম্যাচ জেতানো ইনিংস দেখে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার কোহলিকে মহান ক্রিকেটার হিসেবে আখ্যা দেন ।

বিশ্বক্রিকেটে এই মুহূর্তে কোহলিই একমাত্র ব্যাটসম্যান যার তিনটি ফর্ম্যাটেই ব্যাটিং গড় পঞ্চাশোর্ধ্ব । মোহালিতে গতরাতের ম্যাচ জেতানো ইনিংস আসে কোহলির ব্যাট থেকে । আর ম্যাচ জয়ের পরই কোহলির এই অনন্য কৃতিত্বের পরিসংখ্যান নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে ICC । ICC-র সেই প্রশংসাসূচক টুইটটি রিটুইট করে কোহলির প্রশংসা করে আফ্রিদি লেখেন, "অভিনন্দন বিরাট কোহলি । তুমি সত্যিই একজন মহান ক্রিকেটার । তোমার সাফল্য বজায় থাকুক । বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীদের এভাবেই আনন্দ দিয়ে যাও ।"

এদিকে গতকাল তাঁর ডেপুটি রোহিত শর্মাকে টপকে T-20 ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারীও হন বিরাট কোহলি । গতরাতের ইনিংসের ফলে রোহিত শর্মার থেকে 7 রান এগিয়ে গেছেন বিরাট । বর্তমানে 71টি ম্যাচে তাঁর সংগ্রহ 2441 রান । অপর দিকে 97টি ম্যাচে হিটম্যানের সংগ্রহ 2434 ।

মোহালি, 19 সেপ্টেম্বর : বিরাট কোহলির ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ়ের দ্বিতীয় T-20 ম্যাচটি জেতে ভারত । দক্ষিণ আফ্রিকার দেওয়া 150 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 52 বল খরচ করে কোহলির ব্যাট থেকে আসে 72 রান । ম্যাচের সেরাও নির্বাচিত হন বিরাট কোহলি । এর সঙ্গে T-20 ক্রিকেটে সর্বাধিক ম্যাচ সেরা হওয়ার নিরিখে (11) আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন তিনি । সামনে কেবল আফগান অল-রাউন্ডার মহম্মদ নবি (12) । এই নজির ছোঁয়ার পরই ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি । ম্যাচ জেতানো ইনিংস দেখে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার কোহলিকে মহান ক্রিকেটার হিসেবে আখ্যা দেন ।

বিশ্বক্রিকেটে এই মুহূর্তে কোহলিই একমাত্র ব্যাটসম্যান যার তিনটি ফর্ম্যাটেই ব্যাটিং গড় পঞ্চাশোর্ধ্ব । মোহালিতে গতরাতের ম্যাচ জেতানো ইনিংস আসে কোহলির ব্যাট থেকে । আর ম্যাচ জয়ের পরই কোহলির এই অনন্য কৃতিত্বের পরিসংখ্যান নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে ICC । ICC-র সেই প্রশংসাসূচক টুইটটি রিটুইট করে কোহলির প্রশংসা করে আফ্রিদি লেখেন, "অভিনন্দন বিরাট কোহলি । তুমি সত্যিই একজন মহান ক্রিকেটার । তোমার সাফল্য বজায় থাকুক । বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীদের এভাবেই আনন্দ দিয়ে যাও ।"

এদিকে গতকাল তাঁর ডেপুটি রোহিত শর্মাকে টপকে T-20 ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারীও হন বিরাট কোহলি । গতরাতের ইনিংসের ফলে রোহিত শর্মার থেকে 7 রান এগিয়ে গেছেন বিরাট । বর্তমানে 71টি ম্যাচে তাঁর সংগ্রহ 2441 রান । অপর দিকে 97টি ম্যাচে হিটম্যানের সংগ্রহ 2434 ।

Prayagraj (UP), Sep 19 (ANI): Flood like-situation continued in Uttar Pradesh's Prayagraj after water level of rivers Ganga and Yamuna continued to rise due to heavy downpour in the region. Incessant rains have led to a flood-like situation in the region with villages near the bank of Ganga river being partially submerged in water. Schools located in Prayagraj city will remain closed for three days starting September 19 in view of the developing situation. As many as 210 people were moved into relief camps near Ganganagar village in the district on Sunday after water flooded into a few villages as rivers continue to swell owing to heavy rainfall in the region.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.