ETV Bharat / sports

"19 তারিখ টসের সময় দেখা হবে", ধোনির উদ্দেশে রোহিত

আনুষ্ঠানিকভাবে সূচি এখনও ঘোষিত হয়নি ৷ তবে 19 সেপ্টেম্বর IPL-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ৷ ধোনিকে নিয়ে রোহিত শর্মার একটি পোস্টেই তা সামনে এসেছে ৷

See you at the toss on September 19: Rohit Sharma tells MS Dhoni
See you at the toss on September 19: Rohit Sharma tells MS Dhoni
author img

By

Published : Aug 16, 2020, 2:05 PM IST

দিল্লি, 16 অগাস্ট : দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ তবে IPL খেলবেন ৷ তাই ব্লু জার্সিতে না হলেও আগামী সেপ্টেম্বরে হলুদ জার্সিতে ব্যাট হাতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ অবসর ঘোষণার পর প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবেন ৷ তার আগেই ক্যাপ্টেন কুল'কে আমন্ত্রণ জানিয়ে রাখলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৷ মাহির উদ্দেশে বললেন, "19 সেপ্টেম্বর টসের সময় দেখা হবে ৷"

ধোনির অবসর ঘোষণার পরপরই দেশ-বিদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ রোহিত শর্মার প্রতিক্রিয়া এসেছে একদিন পর ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী মানুষ ৷ ক্রিকেট ও তার চারপাশে ওর প্রভাব বিশাল ৷ একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ যিনি জানতেন কীভাবে দলকে গড়ে তুলতে হয় ৷" সাদা বলের ফরম্যাটে রোহিত একদিন অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবেন, তা প্রথম উপলব্ধি করেছিলেন ধোনি ৷ 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক ধোনিই রোহিতকে ওপেনিংয়ে নামার পরামর্শ দিয়েছিলেন ৷

  • One of the most influential man in the history of Indian cricket👏His impact in & around cricket was massive. He was a man with vision and a master in knowing how to build a team. Will surely miss him in blue but we have him in yellow.

    See you on 19th at the toss @msdhoni 👍😁 pic.twitter.com/kR0Lt1QdhG

    — Rohit Sharma (@ImRo45) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্লু জার্সিতে ধোনির অভাববোধ করলেও IPL-এ চেন্নাইয়ের হয়ে মাহিকে 22 গজে দেখা যাবে ৷ আর পাঁচটা ধোনি অনুরাগীর মতো এটা ভেবে সান্ত্বনা পাচ্ছেন রোহিতও ৷ টুইটে তিনি আরও লেখেন, "মেন অন ব্লুতে ওকে অবশ্যই মিস করব ৷ তবে হলুদ জার্সিতে ওকে ফের পাব ৷ 19 সেপ্টেম্বর টসের সময় তোমার সঙ্গে ফের দেখা হবে ৷"

তবে ধোনিকে নিয়ে রোহিতের এই টুইটেই IPL-এর সূচি ফাঁস হয়ে গেছে ৷ দিনক্ষণ ঠিক হলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ম্যাচ শিডিউল প্রকাশ করেনি IPL কর্তৃপক্ষ ৷ যদিও এতে অবাক হওয়ার তেমন কিছু নেই ৷ কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্স টিমের ম্যাচ দিয়েই শুরু হয় ক্রোড়পতি লিগ ৷

দিল্লি, 16 অগাস্ট : দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ তবে IPL খেলবেন ৷ তাই ব্লু জার্সিতে না হলেও আগামী সেপ্টেম্বরে হলুদ জার্সিতে ব্যাট হাতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ অবসর ঘোষণার পর প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবেন ৷ তার আগেই ক্যাপ্টেন কুল'কে আমন্ত্রণ জানিয়ে রাখলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৷ মাহির উদ্দেশে বললেন, "19 সেপ্টেম্বর টসের সময় দেখা হবে ৷"

ধোনির অবসর ঘোষণার পরপরই দেশ-বিদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ রোহিত শর্মার প্রতিক্রিয়া এসেছে একদিন পর ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী মানুষ ৷ ক্রিকেট ও তার চারপাশে ওর প্রভাব বিশাল ৷ একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ যিনি জানতেন কীভাবে দলকে গড়ে তুলতে হয় ৷" সাদা বলের ফরম্যাটে রোহিত একদিন অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবেন, তা প্রথম উপলব্ধি করেছিলেন ধোনি ৷ 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক ধোনিই রোহিতকে ওপেনিংয়ে নামার পরামর্শ দিয়েছিলেন ৷

  • One of the most influential man in the history of Indian cricket👏His impact in & around cricket was massive. He was a man with vision and a master in knowing how to build a team. Will surely miss him in blue but we have him in yellow.

    See you on 19th at the toss @msdhoni 👍😁 pic.twitter.com/kR0Lt1QdhG

    — Rohit Sharma (@ImRo45) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্লু জার্সিতে ধোনির অভাববোধ করলেও IPL-এ চেন্নাইয়ের হয়ে মাহিকে 22 গজে দেখা যাবে ৷ আর পাঁচটা ধোনি অনুরাগীর মতো এটা ভেবে সান্ত্বনা পাচ্ছেন রোহিতও ৷ টুইটে তিনি আরও লেখেন, "মেন অন ব্লুতে ওকে অবশ্যই মিস করব ৷ তবে হলুদ জার্সিতে ওকে ফের পাব ৷ 19 সেপ্টেম্বর টসের সময় তোমার সঙ্গে ফের দেখা হবে ৷"

তবে ধোনিকে নিয়ে রোহিতের এই টুইটেই IPL-এর সূচি ফাঁস হয়ে গেছে ৷ দিনক্ষণ ঠিক হলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ম্যাচ শিডিউল প্রকাশ করেনি IPL কর্তৃপক্ষ ৷ যদিও এতে অবাক হওয়ার তেমন কিছু নেই ৷ কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্স টিমের ম্যাচ দিয়েই শুরু হয় ক্রোড়পতি লিগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.